১৪ ই ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা

১৪ ই ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় ভালোবাসা দিবস। এই দিনটিকে ঘিরে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয় এবং এই দিনটা সাধারণত সবাই তার প্রিয় ব্যক্তির নিয়ে কাটাতে চাই। ভালোবাসার আসলে কোন রং হয় না। কোন আকার – আকৃতি, গন্ধ কিছুই নেই ভালোবাসার। ভালোবাসা পরিমাপ করাও যায় নান।

ভালোবাসা আসলে দৃশ্যমান কোন বিষয় না। ভালোবাসা হলো অদৃশ্য মায়ার বাধন৷ ভালোবাসা হলো অনুভবের বিষয়। আর ভালোবাসার জন্য প্রথমেই দরকার সুন্দর একটি মন আর বিশ্বাস। বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা গড়ে উঠতে পারে না। তাই ভালোবাসতে হলে বিশ্বাস করতে জানতে হবে৷ আর সেই সাথে সাথে বিশ্বাসটাকে টিকিয়ে রাখতেও জানতে হবে।

অনেক সময় দেখা যায় অনেকে১৪ই ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে বিভিন্ন কথা সার্চ করে। আপনি যদি সত্যিকারের ভালোবাসা নিয়ে বা ১৪ই ফেব্রুয়ারি নিয়ে এরকম কথা খুঁজে থাকেন, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য উপকারি হতে পারে বলে আশা করছি৷ কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে ১৪ই ফেব্রুয়ারী অর্থাৎ ভালোবাসা দিবস নিয়ে বিভিন্ন রকম কথার মাধ্যমে। এখান থেকে খুব সহজেই ভালোবাসা দিবস নিয়ে বিভিন্ন কথা জানতে পারবেন বলে আশা করছি।

প্রতিবচর ১৪ই ফেব্রুয়ারি বা ভালোবাসা দিবসে সবাই তার প্রিয় মানুষটিকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় দেখা যায় অনেকে লাল গোলাপ ফুল কিনে প্রিয়তম /প্রিয়তমাকে উপহার দেয়। আর তার মনে কথাগুলোও বলে। আর তার ভালোবাসা প্রকাশ করে এই দিনে। আবার অনেকেই তার প্রিয় ব্যক্তিকে নিয়ে এই দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। মূলত এই দিনটা প্রিয় মানুষটির সাথেই কাচাতে চাই। তবে একটা বিষয় হচ্ছে ভালোবাসা সার্বজনীন। ভালোবাসার জন্য নিদির্ষ্ট কোন দিন লাগে না৷ সবদিনই ভালোবাসার দিন। প্রিয় মানুসটির সাথে মনের মিল থাকলে আলাদাভাবে কোন দিন বা ক্ষণের প্রযোজন হয় না। প্রতিটা মুহূর্তই ভালোবাসার মুহূর্ত হয়ে যায়।

ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র একটি বিষয়। আর ভালোবাসার কোন নিদিষ্ট সজ্ঞা দেওয়াও সম্ভব নয়। আবার কোন একটি কথার মাধ্যমেও ভালোবাসা ব্যাপারটা বুঝানো সম্ভব নয়। ভালোবাসা এমন একটি বিষয় যা কোন দৃশ্যমান কোন কিছু দিয়েও বোঝানো সম্ভব নয়। ভালোবাসা হলো অনুভবের বিষয়৷ অদৃশ্য এক মায়ার বাধন৷ আর পৃথিবীতে ভালোবাসা আছে বলেই আজও পৃথিবী টিকে আছে।

ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। ভালোবাসা না থাকলে পৃথিবীটা হয়তো এতদিন টিকে থাকতো না। ভালোবাসা আছে বলেই সুখ- শান্তি পৃথিবীতে বিরাজ করে। তবে যখন কেউ কাউকে বিশ্বাস করে, তার উপর আস্থা স্থাপন করে কেবল তখনই ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আর ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাকার জন্য একে -অপরকে যেমন ভালোবাসতে হবে, তেমনিভাবে একে -অপরের প্রতি বিশ্বাসও রাখতে হবে। আর একে -অপরকে সম্মানও করতে হবে। তাহলেই ভালোবাসা পূর্ণতা পাবে।

ভালোবাসা এমন এক মায়া জালের নাম, যেখানে আপনার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও হৃদয়ের সেই প্রতিটা ভাঙা টুকরো দিয়েই তাকে ভালোবাসবেন। কারণ এটা এমন একটা অনুভূতি যা কখনো ভোলা সম্ভব নয়। শত ব্যস্ততার পরেও মানুষ তার প্রিয় মানুষটির কাছে ফিরতে পারলেই যেন সমস্ত ক্লান্তি দুর হয়ে যায়৷ আর ভালোবাসার মানুষটির জন্য সব কিছু হাসি মুখে সহ্য করাও যেন কোন কষ্টের না এমন মনে হয়৷

এই যে পৃথিবী, এত এত কাজ, এত পরিশ্রম সবকিছুর পেছনে রয়েছে ভালোবাসা। ভালোবাসার মানুষগুলো সুখি রাখার জন্য, ভালো রাখার জন্য মানুষ এত কিছু করে। যদি ভালোবাসা না থাকতো, তাহলে এই পৃথিবীটা এত সুন্দর হতো না। এত সুন্দর সুন্দর সম্পর্কগুলো তৈরি হতো না আর টিকেও থাকতো না। তাই সব কিছুর জন্য, ভালো কিছুর জন্য ভালোবাসা দরকার, খুব করে ভালোবাসাটার দরকার৷

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*