
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনারা যখন ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের ইতিহাস জানতে চাইবেন তখন অবশ্যই বুঝতে হবে দেশের প্রতি আপনার ভালোবাসা আছে এবং দেশ সম্পর্কে কোন কিছু জানার প্রতি আপনার আগ্রহ রয়েছে। সাধারণত আমরা বর্তমান যে দেশকে পেয়েছি সে দেশ পাওয়ার পেছনে অতীতের যে সকল ঘটানো রয়েছে এবং রাজনৈতিক ও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে।
শিক্ষার্থী হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে আমরা যদি এই সকল বিষয় অবগত হতে না পারি তাহলে দেশের নাগরিক হওয়ার সার্থকতা হয়তো আমরা পূরণ করতে পারব না। তাই আপনারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য অথবা সংক্ষিপ্ত আকারে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে সেগুলো যদি আপনারা জানার প্রতি আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই এখান থেকে তা জেনে নিতে পারবেন।
আমাদের এই দেশ দীর্ঘ সময় ধরে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত ছিল এবং পরবর্তীতে ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানী শাসনের নামে যে শোষণ ও নিপীড়ন চালানো হয়েছে তাতে করে একটা দেশের সার্বভৌমত্ব কখনোই রক্ষা পায় না। তাই সকল দিক বিবেচনা করে এদেশের আপামর জনগণ যখন নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করেছে তখনই কোনো না কোনো ঘটনা ঘটেছে অথবা রক্তপাতের বিষয়গুলো উঠে এসেছে। দীর্ঘ ১৯০ বছর ব্রিটিশ শাসনামলের পর থেকে যখন সকল ব্যবস্থা উঠে গেছে তখন পাকিস্তানী শাসনামলের ব্যবস্থা শুরু হয়ে গেছে এবং তখন থেকে আমরা পূর্ব পাকিস্তানের জনগণ হিসেবে সকল দিক থেকে বঞ্চনার শিকার হয়েছি।
এমনকি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি বলে নিজেদের ক্ষমতা নিয়ে আসার জন্য যখন কোন ধরনের সভা বা রেসকোর্স ময়দানে ভাষণের ঘটনা ঘটে থাকে তখন আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ফলে এদেশের মানুষ আর বসে থাকতে পারেনি এবং নিজেদের অধিকার দাবি আদায়ের লক্ষ্যে যুদ্ধে নেমে পড়েছে।
দীর্ঘ সময় ধরে মেলা ঘরে ট্রেনিং এবং হঠাৎ করে অতর্কিত হামলার মাধ্যমে এবং কৌশলগত হামলার মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে এ দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছিল। তাই এত সকল ঘটনার পেছনে যখন আমরা 1971 সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করি তখন এই বিজয়ের পেছনের ঘটনাগুলো আমাদেরকে অবশ্যই জানার প্রতি আগ্রহ থাকতে হবে অথবা জানতে হবে।
তাছাড়া ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পাকিস্তানিরা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুকে চাপিয়ে দেওয়ার ফলে এদেশে ভাষা আন্দোলনের ঘটনা ঘটেছে।
ভাষা আন্দোলনের পাশাপাশি শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান থেকে শুরু করে ৭০ এর নির্বাচনের বিষয়গুলো উঠে এসেছে। এছাড়াও অনেক অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা জানতে পারি এবং ইতিহাস যেহেতু আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে সেহেতু সেই শিক্ষা অর্জন করতে পারি।
তাই একজন শিক্ষার্থী হিসেবে অথবা বাংলাদেশের ইতিহাস সংক্ষিপ্ত আকারে জানার উদ্দেশ্যে যখন আপনারা এ বিষয়গুলো জানতে চাইবেন তখন ইন্টারনেটের সাহায্য গ্রহণ করতে পারেন। কারণ বিভিন্ন বইয়ের পড়লে আপনার প্রত্যেকটি ঘটনা বিস্তারিত ভাবে পড়বেন এবং এক্ষেত্রে আপনার সংক্ষিপ্ত আকারে কোন তথ্য লিখতে হয়তো মনে হবে কোনটা রেখে কোনটা লিখি।
তাই আপনাদের সামগ্রিক দিক বিবেচনা করে এবং আপনাদের চাহিদাকৃত তথ্যের উপর নির্ভর করে আমরা এই সময়ের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই ইতিহাস নিয়ে আপনারা বিভিন্ন রচনা প্রতিযোগিতা থেকে শুরু করে ছোট ছোট প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন এবং বাংলাদেশের ইতিহাসের সামারি জানা থাকলে সেটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনারা ১৯৪৭ থেকে ১৯৭১ সালের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন।
Leave a Reply