আল ফাতাহ আলিম সাজেশন ২০২৪

আল ফাতাহ আলিম সাজেশন

আসসালামু আলাইকুম ২০২৪ আলিম পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের আলোচ্য বিষয় হলো আলিম পরীক্ষা ২০২৪ এর বাংলা প্রথম পত্র সংক্ষিপ্ত সিলেবাস মানবন্টন এবং গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন নিয়ে। আজকের দেওয়া আমাদের এই সাজেশনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই সাজেশনটি তোমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে।
প্রথমে আলোচনা করব তোমাদের পরীক্ষার মানবন্টন নিয়ে।

মানবন্টন

আলিম পরীক্ষা ২০২৪ এর সময় থাকবে মোট দুই ঘন্টা। নৈর্ব্যক্তিক দৃষ্টি থাকবে ১৫ টি উত্তর দিতে হবে। এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে ১১ টি চারটি উত্তর দিতে হবে। সর্বমোট পঞ্চান্ন নাম্বারের পরীক্ষা হবে তোমাদের।
আমাদের একটি বিষয় বলে রাখি তোমাদের গদ্য এবং পদ্য থেকেই কিন্তু সৃজনশীল প্রশ্ন এবার আসবে। তাই আমরা আমাদের এই পশ্চিম মাধ্যমে তোমাদের সব ধরনের সমস্যা দূর করার চেষ্টা করব ।

আলিম পরীক্ষা ২০২৪ গদ্যাংশ
কারবালা প্রান্তর
অপরিচিতা
বিলাসী
আহ্বান

এই চারটির মধ্যে অপরিচিতা এবং আহবান খুবই গুরুত্বপূর্ণ একদম ১০০% কমন বলায় চলে এর সাথে বিলাসী এবং কারবালা পান তো তোমরা ভালোভাবে দেখে নিবা জানানো যেটাই আসুক তোমরা যেন সেটা লিখতে পারো।
তোমরা নিচে দেওয়া চারটি গদ্যাংশ হতে দেখতে পাচ্ছ।
আমার পথ
মানব কল্যাণ
৫২ দিনগুলো
রেইনকোট

এ চারটি গদ্যাংশ অনেক গুরুত্বপূর্ণ এবং এই চারটির মধ্যে ৫২ দিনগুলো এবং রেইনকোট থেকে সৃজনশীল এবং নৈবিত্তিক প্রশ্ন অবশ্যই আসবে। তাই তোমাদের এই জিনিসটা দেওয়া গদ্যাংশ গুলো অনেক ভালো করে আয়ত্ত করতে হবে।

আলিম পরীক্ষা ২০২৪ কবিতাংশ

এইবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কবিতা অংশ থেকে যেই কয়েকটি কবিতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেওয়া এই গুরুত্বপূর্ণ কবিতাংশ গুলো পড়ে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ।

সুখ
সোনার
তরী
বিদ্রোহী
প্রতিদান
সুচেতনা
তাহারেই পড়ে মনে
18 বছর বয়স
ফেব্রুয়ারি ১৯৬৯

ওপরে দেয়া কবিতাংশ গুলো থেকে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি ১৯৬৯ তাহারে পরে মনে এবং বিদ্রোহী এই কবিরাংশ গুলো খুবই গুরুত্বপূর্ণ mcq এবং সৃজনশীল প্রশ্ন এইগুলো থেকে অবশ্যই অবশ্যই আসবে তাই এগুলো তোমরা খুবই মনোযোগ সহকারে পড়বে যেন পরীক্ষার খাতায় আসলেই তোমরা লিখে ফেলতে পারো।
আমাদের দেওয়া উপরের গদ্য এবং কবিতাংশ গুলোর মধ্যে তোমরা চারটি কবিতাংশ এবং চারটি গদ্য করলেই তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারবে। আমরা যে কবিতাংশ এবং গদ্যাংশ গুলো বেশি করে পড়তে বলেছি তোমরা যদি চারটি চারটি করে সেগুলো পড়ো তাহলে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে বলে আশা রাখি।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*