আমি পারিনি তোমাকে আপন করে রাখতে লিরিক্স Ame Parini Tomake Apon Kore Rakhte Lyrics – Best Friend 3

আমি পারিনি তোমাকে আপন করে রাখতে লিরিক্স Ame Parini Tomake Apon Kore Rakhte Lyrics - Best Friend 3

বেস্ট ফ্রেন্ড একটি অতি জনপ্রিয় নাটক। ভালোবাসা দিবস উপলক্ষে গত তিন বছর ধরে নাটক প্রকাশ করে আসছে সিডি চয়েস। প্রতিবারের মতো এবারও নাটকটি এনটিভিতে প্রচারিত হয়েছে। 14 ফেব্রুয়ারি 2021 তারিখে প্রকাশিত নাটকটির নাম ছিল বেস্ট ফ্রেন্ড ৩। নাটকটিতে অভিনয় করেছেন জোভান এবং মেহজাবিন। নাটকটি প্রচারের সাথে সাথেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

টেলিভিশনে প্রচারের পর নাটকটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ইউটিউবে আপলোডের ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৩ লক্ষ বার দেখা হয়েছে।

অভিমান লিরিক্স 

নাটকটিতে একটি গান রয়েছে যা খুবই সুমধুর কন্ঠে গাওয়া হয়েছে। গানের কথা হৃদয় ছুঁয়ে যায়। গানটির টাইটেল এমন, *আমি পারিনি তোমাকে আপন করে রাখতে,
আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে।”

বর্তমানে তরুণ সমাজ যে ধরনের গান পছন্দ করে তার সবগুলো এলিমেন্ট রয়েছে এটাতে। তানভীর ইভান এর কন্ঠে গাওয়া হয়েছে গানটি। পিরান খান সুরারোপ করেছেন গানটিতে। গানের কথা লিখেছে তানভীর ইভান।

আমরা এখানে তানভীর ইভান এর কন্ঠে গাওয়া আমি পারিনি তোমাকে আপন করে রাখতে গানের কথা তুলে ধরছি। আপনারা যারা বেস্ট ফ্রেন্ড 3 নাটকের গানের কথা পড়তে চান তারা এখান থেকে তা সংগ্রহ করতে পারবেন।

Oviman Lyrics

Best Friend 3 Natok Song Lyrics has been uploaded on our website on the title “Ami Parini Tomake Apon Kore Rakhte”

বেস্ট ফ্রেন্ড ৩ নাটকের গানের কথা নিচে উপস্থাপন করা হলো।

আমি পারিনি তোমাকে আপন করে রাখতে লিরিক্স

আমি পারিনি তোমাকে আপন করে রাখতে,

আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে।

তুমি বোঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি,

আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি।

গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে

তুমি বোঝনি, বোঝনি।

কখনো যদি আনমনে চেয়ে

আকাশের পানে আমাকে খোঁজো

কখনো যদি হঠাৎ এসে

আমাকে জড়িয়ে ধরে বলো ভালোবাসো

আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ,

খুব অজানা, কত অভিনয় করে বসি তোমায় ভেবে।

আমার অযথা সব লেখা গান,

সব শুনে করে মন উচাটন

তুমি বোঝনি কেন আমাকে!

সম্পূর্ণ গানের কথা পেতে এখানে ক্লিক করুন

অভিমান গানের কথা তানভীর ইভান, অভিমান গানের লিরিক তানভীর ইভান, Oviman Lyrics by Tanvir Evan, Oviman Lyrics Best Friend 3 Natok, Best Friend 3 Drama Song Lyrics

বেস্ট ফ্রেন্ড 3 নাটকের গান ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়নি। সুতরাং অবৈধভাবে গান ডাউনলোড করবেন না। Ami Parini Tomake Apon Kore Rakhte Mp3 Song Download is restricted by Content Copyright holder. So please don’t download from any sources. You are requested to enjoy the song from YouTube.

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*