আমরা সাধারণত একজন মানুষের সাথে প্রথম পরিচয় করতে গেলে যে জিনিসটি জানতে চায় তা হল নাম। নামের মাধ্যমে আমরা অপরিচিত মানুষের সাথে পরিচিত হই। একটি সুন্দর নাম আপনাকে সবার মনে খুব তাড়াতাড়ি জায়গা করে দিতে পারে। ঠিক এ কারণেই আমাদের সকলের উচিত নিজের পুত্র অথবা কন্যার সুন্দর একটি নাম রাখা। যে সুন্দর নামটি তে তাকে আশেপাশের সকলে ডাকবে।
নাম রাখার সময় অবশ্যই আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যার মধ্যে সবচেয়ে প্রধান হলো নামের অর্থ। নামের সুস্পষ্ট অর্থ না থাকলে অনেক সময় প্রশ্নের মুখে পড়তে হয়। আপনারা হয়তো অনেকেই এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। স্কুল কলেজে অথবা চাকরির জন্য ভাইভা দিতে গেলে নামের অর্থ জিজ্ঞেস করা হয়। তৎক্ষণাৎ নামের অর্থ বলতে না পারলে নানা রকম কথা শুনতে হয়।।
সন্তান জন্ম নেওয়ার পর পরই তার সুন্দর একটি নাম রাখার দায়িত্ব পিতা মাতার। একজন সন্তান যখন জন্ম নেয় তখন তার নিজের নাম সে নিজে রাখতে পারে না তাই এ দায়িত্ব পিতা-মাতা অথবা গুরুজনদের পালন করতে হয়।
অনেকে বিশ্বাস করেন যে নামের সাথে চরিত্রের একটি যোগসূত্র রয়েছে। ঠিক এ কারণেই সকলে জানতে চাই কোন নামের ছেলে মেয়েরা কেমন হতে পারে। আমরা এর আগেও বিভিন্ন নামের ছেলে মেয়েদের নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আজ আনিকা নামটি নিয়ে কিছু কথা বলব।
আনিকা নামটি সাধারণত মেয়েদের হয়ে থাকে। এই নামটি একটি কমন নাম এবং আমাদের আশেপাশে অনেকেরই এই নাম আছে। আনিকা নামটির অর্থ হল মার্জিত। মার্জিত শব্দের অর্থ নিশ্চয়ই আপনারা জানেন। মার্জিত বলতে স্মার্ট বাত ফিটফাট এরকম কিছু বোঝানো হচ্ছে। আনিকা নামটি যেমন সুন্দর ঠিক এই নামটির অর্থ ও খুবই সুন্দর।
আনিকা নামটির যেহেতু একটি সুন্দর ও সুস্পষ্ট অর্থ রয়েছে তাই নিজের সন্তানের জন্য এই নামটি রাখা যেতে পারে। আনিকা নামটির অর্থ শুনলেই বোঝা যাচ্ছে যে এই নামের মেয়েরা সাধারণত ধার্মিক ও ভদ্র স্বভাবের হয়ে থাকে। এই নামের মেয়েরা কিছুটা চাপা স্বভাবের হলেও এদের মন অনেক নরম হয়। কোন কারনে খুব অল্পতেই এরা চিন্তিত হয়ে পড়ে। এই নামের মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পারলে আপনার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত।
Leave a Reply