
নিজের দিকে এবং নিজের স্বার্থের দিকে যে লোক খেয়াল না রেখে সব সময় অন্যের ভুল ত্রুটি খেয়াল করে বেড়ায় তাকে আমরা অনেক সময়ই বিরক্তির কারণ হিসেবে বুঝতে শিখি। একজন মানুষের জীবনে কমবেশি ভুলভ্রান্তি থাকবেই এবং এ বিষয়ে শেক্সপিয়ার বলেছেন যে মানুষ মাত্রই ভুল হবে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদের উন্নতির কথা না ভেবে এবং নিজেদের কাজ ঠিকমত না করে অন্য লোকের দোষ-ত্রুটি ধরে বেড়ায় এবং অন্যের দোষ-ত্রুটি নিয়ে খুব হাসাহাসি করে।
সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের লোকদের যদি বয়সে বড় হয়ে থাকি তাহলে খুব সহজেই একটা কথা বলে থাকে যে আপন চরকায় তেল দাও। অর্থাৎ অন্যের দোষ ত্রুটি খুঁজে না বেরিয়ে নিজের ভেতরের যে দোষ ত্রুটি রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করো এবং ভালো কিছু চর্চার মাধ্যমে নিজের ভেতরের খারাপ গুন গুলোকে দূরে সরিয়ে ভালো প্রবৃত্তির চর্চা করো। যখন আমরা পরীক্ষায় খারাপ ফলাফল করার পরেও অন্য একটি খারাপ স্টুডেন্ট কে বলে থাকে যে তুমি তো পরীক্ষায় খারাপ করেছ এবং তোমার অবস্থা খুবই খারাপ, সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে দেখতে পারব যে যে দোষে অন্যকে দোষী করছি সেই দোষ আমাদের নিজের ভেতরে রয়েছে।
তাই অন্যের দোষ-ত্রুটি সব সময় বড় করে না দেখে নিজের ভেতরের যে দোষ ত্রুটি রয়েছে অথবা নিজের যে অভাব রয়েছে সেগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে অন্যের দিকে মাথা না ঘামিয়ে নিজের বিষয়ে সচেতন হতে পারব এবং ভালো কিছু চর্চা করার মাধ্যমে নিজেদের দোষ ত্রুটি দূরে সরিয়ে ভালো মানুষ হতে পারব। পরচর্চা না করে অথবা অন্য মানুষ কি করলো তা না দেখে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা যদি নিজেদের বিষয়ে সচেতন হয় এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার উদ্দেশ্যে যথাযথ কাজ করে যায় তাহলে দেখব যে নিজেরাই একটা সময় ভালো মানুষের পরিণত হতে পেরেছি এবং একজন সফল মানুষ হিসেবে সকলের নিকট তুলে ধরতে পেরেছি।
= Oil your own machine.
তাই আসুন আমরা পরচর্চার মাধ্যমে নিজেদের ভেতরের ভালো গুণগুলো নষ্ট করে না ফেলে ভালো কিছুর চর্চা করি এবং ভালো গুণগুলো আমাদের ভেতরে যখন চর্চা হতে থাকবে তখন আমরা নিজেদেরকে বুঝতে পারব এবং নিজেদের দোষ ত্রুটি বুঝতে পারব। তখন আমরা খুব সুন্দর ভাবে জীবন পরিচালিত করতে পারব এবং অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দিতে পারব।
Leave a Reply