
যখন একজন মানুষের জীবনে সফলতা চলে আসে এবং একজন মানুষ অনেক অর্থ সম্পত্তির মালিক হয়ে যায় তখন দেখা যায় যে আশেপাশের থেকে বন্ধু-বান্ধবের অভাব হয় না। এই পৃথিবীতে চাটুকারিতার অভাব নেই এবং আপনার সুসময়ের সময় অনেক মানুষ আপনার চাটুকারিতার জন্য এগিয়ে আসবে এবং আপনাকে বাহবা দিয়ে থাকবে। কিন্তু আপনি একবার বিপদে পড়ে দেখেন অথবা একবার সমস্যায় পড়ে দেখেন তাহলে দেখবেন যে আপনার পাশে কেউ নেই এবং সবাই নিজ নিজ পথ দেখে নিয়েছে। এই সুখের সময় যেসকল বন্ধু আসে তারা আমাদের জীবনে কখনোই প্রকৃত বন্ধু হয়ে ওঠে না।
আমাদের বিপদে-আপদে যে সকল মানুষ আমাদেরকে সব সময় মানসিক সাপোর্ট প্রদান করে এবং বিপদ থেকে উদ্ধারের জন্য সহায়তা প্রদান করে তাদেরকে আমরা সবসময়ই প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করব এবং তারাই হবে আমাদের জীবনের জন্য আজীবনের বন্ধু। তাই অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এই কথাই মানতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আমরা জীবনে আসল মানুষ যেমন চিনতে পারবো তেমনিভাবে ভালো থাকতে পারবো। আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এর ইংরেজি অনুবাদ দিয়ে দিয়েছি।
অসময়ের বন্ধুই হলো প্রকৃত বন্ধু এবং এই উদাহরণ আপনারা হয়তো বনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া দুই বন্ধুর গল্প থেকে জানতে পেরেছেন। দুই বন্ধু যখন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটি ভালুক তাদের দিকে এগিয়ে আসে এবং এক বন্ধু গাছে চড়তে পারে বলে সে গাছে উঠে যায়। কিন্তু যখন অন্য বন্ধু গাছে উঠতে পারে না তখন সে মাটিতে মরা মানুষের মত ভান করে শুয়ে থাকে। সেই ভাল রকম তার কাজে আসে এবং শরীর শুকে বুঝতে পারে সে জীবিত নেই তখন সে ওই স্থান ত্যাগ করে চলে যায় এবং পরবর্তীতে গাছ থেকে সেই বন্ধুটি নেমে আসে।
= A friend in need is a friend indeed.
গাছ থেকে নেমে আসা বন্ধু যখন জিজ্ঞেস করে যে ভালুকটি তার কানে কানে কি বলল তখন বলল যে অসময়ের বন্ধুই হলো প্রকৃত বন্ধু এবং যে বন্ধু গাছে উঠতে পারে তার থেকে সবসময় দূরে থাকতে বলেছে। এ থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দুঃসময়ে যে সকল ব্যক্তি আমাদের পাশে থেকে সব সময় বিপদ থেকে উত্তরণের জন্য সাহায্য প্রদান করে এবং মানসিক ভাবে সাহায্য প্রদান করে তাদেরকে আমরা জীবনের জন্য মনে রাখবো এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। কারণ বসন্তের সময় কোকিল যেমন দেখা যায় তেমনি সুসময়ে বন্ধুর অভাব হয় না।
Write to প্রবাদ-প্রবচন
Leave a Reply