আমাদের আজকের আলোচনা আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকদের দিয়ে। বাংলাদেশে আর্জেন্টিনার অসংখ্য ফুটবল সমর্থক রয়েছে। সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের এত বেশি সমর্থকের সংখ্যা নিয়ে আর্জেন্টিনার গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। আপনারা অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক সংখ্যা কত। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হবে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক নিয়ে।
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? প্রায় ২০ কোটি। প্রায় ২০ কোটি মানুষের মধ্যে শতকরা ৮০ভাগ মানুষ ফুটবল খেলা নিয়ে আগ্রহ দেখায়। পুরো পৃথিবীতে ফুটবল অনেক জনপ্রিয় একটি খেলা বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপ ফুটবল আসলেই বাংলাদেশের ফুটবল সমর্থকদের বড় একটি অংশ দুটি ভাগে ভাগ হয়ে যায় সাধারণত। বাংলাদেশের ফুটবল সমর্থকদের বড় দুটি অংশ ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্ট করে। ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টার ছাড়াও জার্মানি ফ্রান্স ইতালি স্পেন ও পর্তুগালের অনেক সমর্থক রয়েছে।
ধরে নিলাম বাংলাদেশের প্রায় ১৬ কোটি মানুষ বিশ্বকাপ ফুটবলে বিভিন্ন দলকে সমর্থন করে। এরমধ্যে যদি ৪ কোটি মানুষ জার্মানি ফ্রান্স পর্তুগাল স্পেন ও ইতালি সাপোর্ট করে থাকে তবে ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্ট করে প্রায় ১০ থেকে ১২ কোটি। বাংলাদেশের ব্রাজিলের সমর্থক বেশি নাকি আর্জেন্টিনা সমর্থক বেশি এ নিয়ে অনেক তর্ক হয়ে থাকে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি তাতে আর্জেন্টিনার সাপোর্টার বেশি মনে হয়। যদি আমরা দশ কোটি মানুষের মধ্যে ধরে নিই অর্ধেক ব্রাজিল ও অর্ধেক আর্জেন্টিনা সাপোর্ট করে তবে বলা যায় বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে ৫ কোটির বেশি।
বাংলাদেশে আর্জেন্টিনার এত বেশি সমর্থক হওয়ার কারণ কি? যেহেতু আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপে মাত্র দুবার চ্যাম্পিয়ন হয়েছে তাই তুলনামূলকভাবে আর্জেন্টিনার সমর্থক ব্রাজিল বা অন্যান্য দলের চেয়ে কম হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি বলা যায়।
১৯৭৮ সালে আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। সে সময় থেকেই বাংলাদেশে আস্তে আস্তে আর্জেন্টিনার সমর্থক বাড়তে শুরু করে। ১৯৮৬ সালে যখন ম্যারাডোনার একক নৈপুণ্যে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয় তখন বাংলাদেশে আর্জেন্টিনার আকাশ ছোঁয়া সমর্থক তৈরি হয়। শুধুমাত্র ম্যারাডোনার খেলা দেখে তাকে ভালোবেসে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা বাড়তে থাকে।
ম্যারাডোনা ফুটবল থেকে বিদায় নেওয়ার পরও বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকের সংখ্যা খুব একটা কমেনি। এরপর থেকে আর্জেন্টিনার বলার মত কোন সাফল্য না থাকলেও সমর্থকরা তাদের পূর্ণ সমর্থন দিতে থাকে। ২০০৪ সালে মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর মেসির খেলা দেখে পুরো বিশ্ব মুগ্ধ হয়ে যায়। যেহেতু মেসি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন তাই শুধুমাত্র মেসির খেলা দেখে অনেকেই আর্জেন্টিনার সাপোর্ট করতে শুরু করেন। ঠিক একইভাবে বার্সেলোনার সমর্থক সংখ্যাও বাড়তে থাকে শুধুমাত্র মেসির কারণে।
বিশ্বকাপে আর্জেন্টিনার খুব বেশি সাফল্য না থাকলেও কোপা আমেরিকায় আর্জেন্টিনা অনেক বেশি সফল। বিশ্বকাপে তারা বেশ কয়েকবার ফাইনাল খেলেও ট্রফি হাতছাড়া করে। শেষবার ২০১৪ সালে মেসির হাত ধরে ফাইনাল পর্যন্ত গেলেও এক্সট্রা টাইমের শেষের দিকে গোল খেয়ে বসে তারা। এক বুক স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষটা ভালো না হওয়ায় সেবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দেশ। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশের ছোট্ট একটি দেশের মানুষরা হাজার হাজার মাইল দূরের দেশটিকে এতটা সমর্থন দিয়ে এসেছে তা এতদিন জানতই না সে দেশের মানুষ। সাম্প্রতিক সময়ে কাতার বিশ্বকাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের কিছু সাংবাদিক। আধুনিক প্রযুক্তির এই যুগে কোন কিছুই ভাইরাল হতে দেরি হয় না। বাংলাদেশে আর্জেন্টিনার এত সমর্থকের সংখ্যার সংবাদ আর্জেন্টিনার গণমাধ্যম পর্যন্ত পৌঁছাতে দেরি হয়নি। বাংলাদেশের মানুষের সমর্থনের কথা জানার পর তারা সত্যিই ভীষণ খুশি হয়েছে। বাংলাদেশ নিয়ে আর্জেন্টিনার সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
Leave a Reply