বাংলা রোমান্টিক কবিতার এক অপরূপ সম্ভার আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। যারা কবিতা পছন্দ করেন এবং কবিতার মর্মার্থগুলো খুব সুন্দর ভাবে করতে পারেন তাদের কাছে কবিতাটা যে কতটা সুন্দর একটা সাহিত্যিক নিদর্শন তা আলাদা ভাবে বোঝানোর কোন মানে হয় না। তবে কিছু কিছু রোমান্টিক কবিতা রয়েছে যেগুলো সকল শ্রেণীর এবং সকল বয়সী মানুষ বুঝতে পারে বলে তাদের কাছে সেই কবিতাগুলো ভালো লাগে। আপনি যখন রোমান্টিক কবিতা পড়বেন তখন দেখবেন যে একজন লেখক অথবা একজন লিখে রাখার কত সুন্দর ভাবে তাদের মনের মানুষকে বর্ণনা করেছেন। তাছাড়া একজন মনের মানুষকে কত সুন্দর ভাবে বর্ণনা করা যায় এবং কিভাবে একজন মানুষকে মহিমান্বিত করা যায় তা রোমান্টিক কবিতাগুলোতে ফুটে উঠে বলে আমরা সেগুলো পড়ার প্রতি এক অন্য ধরনের আগ্রহ প্রকাশ করে থাকে। তবে বাংলা সাহিত্যে যে সকল রোমান্টিক কবিতা রয়েছে সেগুলো আমাদের ওয়েবসাইটে প্রদান করা হলো যেগুলো আপনারা পড়ে মনের দিক থেকে অনেক আনন্দ পাবেন।
রোমান্টিক কবিতা
“SMS হয়ে থাকবাে আমি
তােমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবাে আমি
মিষ্টি মধুর সুরে,
কখনাে ভেবােনা আমি
তােমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তােমার নয়ন জুড়ে।”
“দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”
দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU”
যেকোনো ধরনের কবিতা একজন কবির মস্তিষ্কপ্রসূত ফলাফল। একজন কবি সর্বোচ্চ মেধা প্রয়োগ করে এবং সর্বোচ্চ ভাষারীতি ব্যবহার করে খুব সুন্দর সুন্দর কবিতা গুলো একজন পাঠকের জন্য লিখে থাকেন। তাই কবিতাগুলো যখন জনসম্মুখে আসে তখন সেগুলো আমরা পড়ার মধ্য দিয়ে সেই কবির প্রশংসা যেমন করতে পারি তেমনি ভাবে কবিতার ভাবার্থ বোঝার মধ্য দিয়ে আমরা তার যথার্থতা বুঝতে চেষ্টা করি। তাই আপনার কাছে যখন কবিতা ভালো লাগবে, তখন আপনি আমাদের ওয়েবসাইট থেকে অথবা মনের মানুষকে কবিতাগুলো শোনানোর উদ্দেশ্যে এখান থেকে তা সংগ্রহ করে নিতে পারবেন। রোমান্টিক কবিতা গুলো চাইলে আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে এগুলো সকলকে পড়ে নেওয়ার সুযোগ করে দিতে পারেন।
“ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”
“আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।”
তাছাড়া আপনারা রোমান্টিক কবিতা গুলো আমি নিজের মনের মানুষকে শোনানোর উদ্দেশ্যে সংগ্রহ করতে পারেন। যারা মনের মানুষের সঙ্গে কথা বলার জন্য টপিক অথবা বিষয়বস্তু খুঁজে না পান তাদেরকে বলব যে কোন একটা কবিতা আপনার যে ভয়েস সৃষ্টি করতে প্রদান করেছেন সেই ভয়েস দিয়েই শোনাতে পারেন। আপনি যখন রোমান্টিক একটি কবিতা আপনার মনের মানুষকে ফোন কল করা অবস্থায় শোনাবেন তখন দেখবেন যে সেই মানুষটা আবেগে আপ্লুত হয়ে উঠেছে এবং আপনি যে তাকে কতটা ভালোবাসেন সে বিষয়গুলো উপলব্ধি করতে পারছে। তাই রোমান্টিক কবিতা গুলো শোনানোর উদ্দেশ্যে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটের কবিতাগুলো ব্যবহার করতে পারেন এবং এই কবিতাগুলো ব্যবহার করে যখন মনের মানুষকে শোনাবেন তখন তার মন যদি ভালো থাকে তাহলে মন আরো ভালো হয়ে যাবে।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
এই মন,
তুমি আসলে দুজন মিলে
সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো
আনলিমিটেড ভালোবাসা।”
“পাখির ঠোঁটে চিঠি দিলাম,
তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।
রাত জাগা পাখির মত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছো তুমি ?”
আজ ছন্দ মহলে
মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা
কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে
দুটি মনের বেকুলতা
শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই
আমার স্বপ্ন জলধারায় তুমি,
রিমঝিম সুরে ঝরা বৃষ্টি
আমার হৃদয় canvus জুড়ে,
তুমি ঈশ্বরের অপূর্ব সৃষ্টি
তুমি আমার রঙিন স্বপ্ন,
আমার চাঁদের আলো,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার
শিউলি বকুল ফুল…
ভালবাসা সপ্ন নীল
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের
মত পবিত্র!!
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত।”
মনের মানুষের মন ভালো করার জন্য কবিতা গুলো ব্যবহার করার পাশাপাশি আপনারা যদি তাদেরকে এই কবিতাগুলো উৎসর্গ করতে পারেন অথবা তোমাকে আমি একটি কবিতা শোনাতে চাই এ বিষয়গুলো উল্লেখ করতে পারেন তাহলে দেখা যাবে যে সেই মানুষটা আসলেই বুঝতে পারছে আপনি মনের দিক থেকে কতটা রোমান্টিক। তাই রোমান্টিক কবিতা গুলো বিভিন্ন ছবির ক্যাপশন হিসেবে ব্যবহার করার পাশাপাশি এগুলো যে কোন মানুষকে শোনাতে পারেন অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করে সুন্দর একটি কবিতা সকলকে পড়ার সুযোগ করে দিতে পারেন। রোমান্টিক কবিতা পড়লে যেমন নিজের মন ভালো হয়ে যাবে তেমনি ভাবে অন্যকে পড়ার সুযোগ করে দিলে তাদেরও মন ভালো হয়ে যাবে।
Leave a Reply