ভালোবাসা হলো পবিত্র এক অনুভূতির নাম৷ যেখানে থাকবে না কোন চাওয়া-পাওয়া। আর না থাকবে কোন স্বার্থপরতা। একটি সম্পর্ক তৈরি এবং শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি দরকার। ভালোবাসা ছাড়া কখনো কোন সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই যে কোন সম্পর্ককে টিকিয়ে রাখতে এবঙ সুন্দরভাবে টিকিয়ে রাখতে ভালোবাসার কোন কমতি রাখা যাবে না। কোন স্বার্থ হাসিল করার জন্য যদি কেউ কাউকে পছন্দ করে বা ভালোবাসে, তবে তা কখনো প্রকৃত ভালোবাসা হতে পারে না। প্রকৃত ভালোবাসা অবশ্যই নিস্বার্থ হয়। তাই ভালোবাসার মধ্যে কখনো কোন স্বার্থ খুঁজতে নেই।
অনেক সময় দেখা যায় অনেকে ভালোবাসা বিষয়টি নিয়ে বিভিন্ন কথা এবং পিক সার্চ করে। আপনি যদি ভালোবাসা নিয়ে এরকম কথা ও পিকচার খুঁজে থাকেন, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য উপকারি হতে পারে বলে আশা করছি৷ কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে ভালোবাসা নিয়ে বিভিন্ন রকম কথা ও পিকচারের মাধ্যমে। এখান থেকে আপনি ভালোবাসা নিয়ে বিভিন্ন কথা জানতে পারবেন খুব সহজেই।
ভালোবাসার আসলে কোন রং হয় না। কোন আকার – আকৃতি, গন্ধ কিছুই নেই ভালোবাসার। ভালোবাসা পরিমাপ করাও যায় নান।ভালোবাসা আসলে দৃশ্যমান কোন বিষয় না। ভালোবাসা হলো অদৃশ্য মাযার বাধন৷ ভালোবাসা হলো অনুভবের বিষয়। আর ভালোবাসার জন্য প্রথমেই দরকার সুন্দর একটি মন আর বিশ্বাস। বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা গড়ে উঠতে পারে না। তাই ভালোবাসতে হলে বিশ্বাস করতে জানতে হবে৷
প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসার মাধ্যমে। একটি পরিবার গড়ে উঠে ভালোবাসার মাধ্যমে। স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসার দ্বারাই একটি পরিবার টিকে থাকে। ভালোবাসা ছাড়া কোনভাবেই কোন সম্পর্ক গড়ে উঠতে পারে না, টিকে থাকতেও পারে না। আর পরিবারও গড়ে উঠতে পারে না।
ভালোবাসার স্বাদ বন্ঞ্চিত মানুষেরা খুব সহজে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেসব পরিবারের বাচ্চারা তাদের পরিবার থেকে ভালোবাসা, স্নেহ, মমতা পায় না, তারা ভালো মানুষ হয়ে গড়ে উঠে পারে না। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। তাই ভালো মানুষ হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে পরিবার থেকে ভালোবাসা পাওয়াটা একজন মানুষের জীবনে খুব করে দরকার। ভালোবাসা ছাড়া আসলে জীবন অর্থহীন।
এই যে পৃথিবী, এত এত কাজ, এত পরিশ্রম সবকিছুর পেছনে রয়েছে ভালোবাসা। ভালোবাসার মানুষগুলো সুখি রাখার জন্য, ভালো রাখার জন্য মানুষ এত কিছু করে। যদি ভালোবাসা না থাকতো, তাহলে এই পৃথিবীটা এত সুন্দর হতো না। এত সুন্দর সুন্দর সম্পর্কগুলো তৈরি হতো না আর টিকেও থাকতো না। তাই সব কিছুর জন্য, ভালো কিছুর জন্য ভালোবাসা দরকার, খুব করে ভালোবাসাটার দরকার৷
আবার অনেকে অনেক সময় ভালোবাসার বিভিন্ন পিকচার খুঁজে৷ ভালোবাসার রোমান্টিক পিকচার সগ্রহ করতে অনেকেই ভালোবাসে। কিন্তু অনেক সময় তারা তাদের মনের মতো ভালোবাসার পিকচার খুঁজে পায় না৷ তারা যেন খুব সহজেই তাদের মনের মতো ভালোবাসার বিভিন্ন রোমান্টিক পিকচার পেয়ে যায়, এজন্য আজকের পোস্টে কিছু ভালোবাসার পিকচারও দেওয়া হয়েছে।
ভালোবাসার রোমান্টিক পিকচার দিয়ে অনেকে তাদের প্রোফাইল পিকচার নাজিয়ে তুলে। আবার কেউ কেউ ভালোবাসার রোমান্টিক ছবির দ্বারা নিজের ফোনের ওয়াল ব্যাপার সাজায়। এখান থেকে পছন্দ মতো ভালোবাসার ছবিগুলো সিলেক্ট করে ডাউনলোড করে নিয়ে নিজের ফোনের প্রোফাইল অথবা কভার ফটো কিংবা ফোনের ওয়ালব্যাপারে দিতে পারবেন।
ভালোবাসা সম্পর্কিত বিভিন্ন বাস্তব কথা উপরের দেওয়া হয়েছে। এখান থেকে যে কেউ ভালোবাসা সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারবে বলে আশা করি। সেই সাথে ভালোবাসার পিকচারগুলো এখান থেকে খুব সহজেই সংগ্রহ করে নিজের কাছে রাখতে পারবেন৷ আশা করি আজকের পোস্টের দ্বারা আপনি কিছুটা হলেও উপকৃত হবেন৷
Leave a Reply