বন্ধুদের জন্মদিন সব সময় একটু বেশি স্পেশাল হয়ে থাকে। আমরা আমাদের বন্ধুদের জন্মদিনে খুব এক্সাইটেড হই। সারাদিন অনেক মজা করি ঘোরাফেরা করি। আর আমরা সবাই আমাদের বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া জানিয়ে থাকি। অনেক সময় আমরা নিজে থেকে ভালো একটি শুভেচ্ছা তৈরি করতে পারি না।অনেক সময় আমরা ভেবে পাইনা কি বলে বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়।
যেহেতু ডিজিটাল জীবন যাপনে আমরা আমাদের জীবনের দৈনন্দন সকল কাজ ইন্টারনেট ব্যবহার করে করে থাকি তাই কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো ,কাউকে জন্মদিনের ক্যাপশন পাঠানোয়, অথবা বন্ধুদের জন্মদিনের ফানি স্ট্যাটাস দেওয়ার জন্য আমরা গুগলে সার্চ করে সুন্দর একটি জন্মদিনের শুভেচ্ছা কপি করে নিতে পারি।
অনেকে আছে যারা হুবহু কপি করে না কিন্তু আর্টিকেল পড়ে তা থেকে ধারণা নিয়ে সুন্দর একটি জন্মদিনের শুভেচ্ছা বানিয়ে ফেলে।
এজন্য আমরা আমাদের আর্টিকেলে বন্ধুর জন্মদিনের জন্য সুন্দর সুন্দর দোয়া ও শুভেচ্ছা এর উদাহরণ তুলে ধরব আপনাদের সামনে।বন্ধুরা আমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে থাকে তাই বন্ধুদের সব সময় স্পেশাল ফিল করান। বন্ধুদের গিফট দিন এবং তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন তাদের জন্মদিনে সুন্দর একটি শুভেচ্ছা দিয়ে তাকে হ্যাপি করে তুলুন।
আজ নিশ্চয়ই আপনার বন্ধুর জন্মদিন। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই সুন্দর একটি জন্মদিনের শুভেচ্ছা আপনার বন্ধুকে জানাতে চান।আপনি কি সুন্দর সুন্দর জন্মদিনের শুভেচ্ছা ও সন্ধান করছেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন আমরা আপনার সামনে তুলে ধরব সুন্দর সুন্দর আধুনিক জন্মদিনের শুভেচ্ছা। আশা করি আমাদের থেকে যে কোন একটি শুভেচ্ছা নিয়েই আপনি আপনার বন্ধুকে সেন্ড করবেন এবং আপনার বন্ধুর জন্মদিনে তাকে শুভেচ্ছা উইশ করবেন।
তাহলে চলুন দেখে নেওয়া যাক বন্ধুর জন্মদিনের জন্য কিছু শুভেচ্ছা ও দোয়া।
১/আজ আমার বন্ধুর জীবনের বিশেষ একদিন এবং আমার জীবনেও খুব স্পেশাল একদিন। কারণ আজকের দিনে ই আমার প্রিয় বন্ধু পৃথিবীতে এসেছিল। সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাই যে তিনি তোকে আমার বন্ধু হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি নিজেকে লাকি মনে করি তোকে আমার জীবনে বন্ধু হিসেবে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। সব সময় আমার পাশে থাকার জন্য।
many many happy returns of the day. thank you so much for everything. thank you so much for being my friend. stay blessed. stay happy. and and always shine like a star. may you live long.
happy birthday to my dearest friend. happy happy birthday to you.
২/ শুভ জন্মদিন বন্ধু। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব তুমি যাতে তোমার সকল স্বপ্ন পূরণ করতে পারো। সব সময় যাতে হাসি খুশিতে থাকো এটাই আমার একমাত্র প্রার্থনা। সব সময় নিজের খেয়াল রাখবে এবং নিজের ওপর ভরসা করবে। কখনো আত্মবিশ্বাস হারাবে না।
makes your mom dad proud. and thank you so much for always be my side. happy birthday to you.
৩/ শুভ জন্মদিন বন্ধু। তোর জন্মদিনে শুধু একটাই চাওয়া তুই যেন সারা জীবন এভাবে হাসতে থাকিস এবং সব সময় আমাকে এভাবে হাসাতে থাকিস। তোকে সারা জীবন পাশে চাই। তোর হাত ধরে ১০০ বছর বাঁচতে চায়। তোর হাত ধরেই যুবক থেকে বৃদ্ধ হতে চাই। আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা দুজনে যাতে সারা জীবন একসাথে থাকতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। শুভ জন্মদিন।
এভাবে সুন্দর সুন্দর শুভেচ্ছা ও দোয়া লিখে তোমার বন্ধুকে সেন্ড করে তার জন্মদিন কে আরো স্পেশাল করে তোলো। তোমার করা এই সুন্দর সুন্দর এসএমএস গুলো তোমার বন্ধুকে খুশি করবে। আশা করি আমাদের আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হবেন এবং আমাদের শুভেচ্ছা রইল কপি পেস্ট করে আপনার বন্ধুকে জানাতে পারবেন।
আপনি যদি কপি করতে না চান তাহলে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লেই আপনি একটা সুন্দর শুভেচ্ছা নিয়ে থেকেই তৈরি করতে পারবেন। আমাদের আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।
Leave a Reply