বন্ধুত্ব নিয়ে কিছু কথা

বন্ধুত্ব নিয়ে কিছু কথা

বন্ধু মানে কলিজার অংশ। বন্ধু ছাড়া অনেকের জীবনই চলে না৷ দিনশেষে সুখ-দুঃখের সাথী হয় একজন ভালো বা প্রকৃত বন্ধু৷ মাঝে মাঝে দেখা যায় বন্ধুদের নিয়ে অনেকেই অনেক কথা সার্চ করে। আপনারা যারা বন্ধুদের নিয়ে বিভিন্ন কথা সার্চ করেন আজকের পোস্টটি তাদের জন্য অনেকটা উপকারি হবে বলে আশা করছি। কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে বন্ধুদের নিয়ে বিভিন্ন কথার মাধ্যমে। যদিও কয়েকটি বাক্য বা কথার দ্বারা বন্ধুত্ব ব্যাপারটাকে পরিমাপ করা যায় না।

বন্ধুত্ব একটা অনুভূতির নাম। বন্ধুহীন জীবন আসলে জীবনই নয়। বন্ধুহীন জীবন লবনবিহীন তরকারীর মতো। লবন ছাড়া যেমন তরকারীর কোন স্বাদ থাকে না। তেমনিভাবে বন্ধু ছাড়াও জীবনটা স্বাদহীন। তাই আনন্দময় জীবন যাপন করতে হলে বন্ধুত্বটা আসলেই দরকারী। বন্ধুত্ব ছাড়া জীবনের মানে অনেকটা রংহীন৷ যার জীবনে বন্ধু নেই, তার মতো নিঃসঙ্গ মানুষ নেই বললেই চলে।

পৃথিবীতে যতরকম সম্পর্ক থাকুক না কেন, বন্ধুত্বের সম্পর্কটা একটু আলাদা। অন্যান্য সম্পর্কগুলোর চেয়ে বন্ধুত্বের সম্পর্কটা একটু অন্যরকম। বন্ধুদের নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই মাথায় আসে একরাশ আবেগের কথা। বন্ধু মানে আবেগ, বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে হাজারো অভিমান, মারামারি আর দিনশেষে আপন সত্ত্বা। বন্ধু মানে সবকিছু। বন্ধু মানে কলিজা। আসলে বন্ধুত্বের সজ্ঞা এভাবে কয়েকটি বাক্যের মাধ্যমে বুঝানো সম্ভব নয়। বন্ধুত্ব মানে একটা বিশাল ব্যাপার৷

তবে বন্ধুত্ব নিবার্চনে অবশ্যই সতর্ক থাকতে হবে৷ ভালো বন্ধু যেমন জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ। তেমনুভাবে বন্ধু নির্বাচনে ভূল করলে অথবা খারাপ বন্ধু নির্বাচন করলে মারাত্মক ক্ষতিও হতে পারে। তাই এ বিষয়ে খুবই সাবধান থাকতে হবে৷ খারাপ বন্ধুর চেয়ে বন্ধু না থাকাটা বরং ভালো। তাই কোন ভাবেই যে সব মানসিকতার মানুষের সাথে নিজের মন – মানসিকতার মিল থাকে না৷ তাদের সাথে বন্ধুত্ব না করাটায় বরং ভালো।

বন্ধু ছাড়া অনেকের জীবনই চলে না। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সবার প্রথমে বন্ধুকেই দরকার। কারণ বন্ধু চাড়া মজা হয় না৷ পছন্দের কোন জায়গায় যদি ঘুরতে যাওয়া হয়৷ আর সাথে যদি প্রিয় বন্ধুগুলো কোন কারণে না থাকে, তাহলে সারাদিন একা একা সেখানে ঘুরলেও মজা হয় না। কিন্তু বন্ধুদের সহ কিছুক্ষণ ঘুরলেই অনেক বেশি মজা হয়। আবার বন্ধু ছাড়া অন্যদের সঅতে ঘুরতে গিয়ে অন্যরা ঠিকই মজা করে৷ কিন্তু যে বন্ধু ছাড়া ঘুরতে যায়, সারাটা সময়ই সে তার প্রিয় বন্ধুদের মিস করে ।কোনভাবেই তার ভালো লাগে না। মনের মধ্যে সবসময় মনে হয় যে যদি তার প্রিয় বন্ধুগুলো আসতো তাহলে কতই না মজা হত!

শিক্ষাজীবন শেষে সবাই যে যার ক্যারিয়ারে মনোযোগ দেয়। আজকে যার সাথে সারাদিন কাটছে, যাকে ছাড়া কিছুই ভালো লাগে না। যার অনুপস্থিতিতে নিজেকে প্রচুর বিষন্ন লাগে। ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে গিয়ে সেই বন্ধুটিও বেশিরভাগ সময়ই হারিয়ে যায়। জীবনের অন্যতম শেষ্ঠ সময়গুলো যার সাথে কাটে, তার সাথেও আর তেমন কথা হয় না। আস্তে আস্তে হারিয়ে যায় প্রিয় বন্ধুগুলো৷ কিন্তু তারা মন থেকে কখনো যায় না৷ অলস সময়ে যখন বন্ধুদের স্মৃতি মনে হয়, তখন অকারণেই ঠোঁটের কোণায় হাসি চলে আসে।

বন্ধুত্ব জিনিসটা আসলে টাকা-পয়সা, ধণী-গরিব দেখে হয় না। বন্ধুত্ব হয় ভালোলাগা থেকে৷ একে -অপরের প্রতি বিশ্বাস আর আস্থা স্থাপনের মধ্য দিয়ে। আর বন্ধুত্বের সম্পর্কও কখনো পুরোনো হয় না। বন্ধুত্বের সম্পর্ক যত বেশি দিনের হয়, সম্পর্কটাও তত মধুর হয়। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে মন খুলে সব কথা বলা যায়। দিন শেষে নিজের ভালোলাগা-খারাপলাগা সবকিছুর ভাগিদার হিসেবে পাশে পাওয়া যায় বন্ধুকেই। শত রাগ, অভিমান, খুনশুটির পরেও পরিবারের মতো করে যেকোন বিপদ থেকে আগলে রাখে একজন প্রকৃত বন্ধু।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*