চুল নারী এবং পুরুষ উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং আমাদের জীবনে এই চুলের অনেক গুরুত্ব রয়েছে। সৌন্দর্যের প্রধান এবং প্রথম প্রতীক হচ্ছে এই চুল তাই আমরা নিজের চুলকে বেশি বেশি যত্ন নেওয়ার চেষ্টা করব এবং চুল থাকতে চুলের কদর বোঝার চেষ্টা করব।
তবে বর্তমান যুগে ঘরোয়া পদ্ধতির বাইরে বাজারে এমন কিছু পণ্য পাওয়া যাচ্ছে যার মাধ্যমে চুল লম্বা করা যায় এবং চুলের জন্য সেটা অনেক ভালো। আমরা ছোটবেলা থেকে সচারাচর দেখে আসছি নারকেল তেল চুলের জন্য অত্যন্ত জাদু করি একটি উপাদান তবে সেই নারকেল তেলের সঠিক ব্যবহার না হলে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।
চুলের জন্য যে গুরুত্বপূর্ণ হেয়ার অয়েলগুলো বাজার বাজারে রয়েছে সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। তবে আপনারা কি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের চুলের জন্য জাইতুনের তেল ব্যবহার করতেন যেটাকে আমরা জলপাইয়ের তেল বললে ভালো চিনব। আজকে আমরা বাজারে থাকা বর্তমানে নামিদামি ব্র্যান্ডের কিছু তেলের নামের কথা আপনাদের জানাচ্ছি।
biotique bio bhringraj fresh growth therapic oil
khadi nature HAL roshemari and henna hair oil
reeffeel brahmi hair oil
parachute advance cold coconut hair oil
sunflower olive oil
dabur almond hair oil
এই তেলগুলো দ্বারা আপনি আপনার চুলে পরিচর্যা করতে পারেন এবং এই তেল গুলো মূলত বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এর বাইরে অনলাইনে বর্তমানে কিছু ট্রেনি প্রোডাক্ট দেখা যাচ্ছে যেই প্রোডাক্টগুলো সম্পূর্ণ বাইরে থেকে আসে যার কারণে তাদের দামও অনেক বেশি।
চুল ঘন করার ঔষধের নাম
চুল ঘন করার যে ওষুধগুলো বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে সবগুলো যে ভালো সেটার গ্যারান্টি দেওয়ার মতন কেউ নেই তাই আমরা আপনাদের কোনটি রে কমেন্ট করছি না। হ্যাঁ তবে বাজারে সচরাচর যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় যেটা চুলে ব্যবহার করা যায় যার মাধ্যমে আপনার চুল ঘন হতে সাহায্য করে।
তবে চুল ঘন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তার কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে চুল ঘন করতে গিয়ে মাথাতে যেটুকু চুল ছিল সেটুকু চুল হারিয়ে গেছে তাই অবশ্যই সঠিক পদ্ধতি ব্যবহার করুন চাইলে মেডিকেল থেরাপি ব্যবহার করুন।
চুল পড়া বন্ধ করার তেলের নাম
চুল পড়া বন্ধের ক্ষেত্রে যে কোন তেল আপনার কাজে আসতে পারে এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার মাথার ত্বকের উপর। তবে সব সময় চেষ্টা করবেন যে জেলগুলো কোল্ড প্রেস অর্থাৎ কোন ধরনের হিট ছাড়াই তৈরি হয়েছে সেই তেলগুলো ব্যবহার করতে যার মাধ্যমে আপনার মাথা চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হবে।
চুল লম্বা করার ঘরোয়া পদ্ধতি
চুল লম্বা করার ঘরোয়া পদ্ধতি আদিম যুগ থেকেই আমরা জানি এবং প্রত্যেকটি পরিবারের অভিজ্ঞ এবং বয়স্ক নারীদের যদি জিজ্ঞেস করা হয় চুল লম্বা করার ঘরোয়া পদ্ধতি তাহলে তাদের কাছে উত্তর আছে।
তারপরে আমরা বলতে চাই যারা চুল লম্বা করতে চাচ্ছেন তারা বাড়িতেই অনেক ধরনের উপাদানের মাধ্যমে চুল লম্বা করতে পারেন। চুলে নিয়মিত মেহেদী পাতা দিলে চুলের ত্বক সুন্দর হয় এবং চুল লম্বা হয়। এর পাশাপাশি চুলে পেঁয়াজের রস এবং পুদিনা পাতা অত্যন্ত কার্যকরী একটি উপাদান যার মাধ্যমে আপনি এর মাধ্যমে চুলের ত্বক সুন্দর করতে পারবেন।
এর পাশাপাশি আরো বহু উপাদান আছে যে উপাদান গুলো আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে তবে চুল লম্বা করার ক্ষেত্রে অবশ্যই চুলের গোড়ায় এই মিশ্রণগুলো দেওয়ার চেষ্টা করবে না এতে করে বিপরীত হতে পারে। চুল লম্বা করার উদ্দেশ্যে যেই উপাদান গুলো আপনি তুলে দিবেন সেগুলো চেষ্টা করবেন চুলের গোড়া বাদ দিয়ে ওপরের অংশগুলোতে দিতে এতে আপনার ক্ষতি পাওয়া থেকে আপনি।
Leave a Reply