চোখ নিয়ে ফেসবুক স্ট্যাটাস, Cokh Niye Facebook Status

চোখ নিয়ে ফেসবুক স্ট্যাটাস, রোমান্টিক ক্যাপশন Cokh Niye Facebook Status

চোখ দেখে ভাল লেগে থাকলে আমরা অনেক সময় তা প্রশংসা করি। তাছাড়া সুন্দর চোখের মানুষকে নিয়ে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিতে পছন্দ করি। তাছাড়া আপনি কোন মেয়ের চোখ দেখে পছন্দ করেছেন অথবা মেয়েদের চোখ আপনার কাছে খুব ভালো লাগে এসম্পর্কিত যদি ফেসবুক স্ট্যাটাস দিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে তা সংগ্রহ করে দিতে পারেন।

এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইটে চোখ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস পাবেন এবং রোমান্টিক ক্যাপশন, মায়াবী চোখ নিয়ে ক্যাপশন পাবেন। তাছাড়া আপনার ফ্রেন্ডলিস্টে থাকা কারো চোখ দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে তার চোখের ছবিতে আপনারা কমেন্ট করতে পারেন এবং তাকে নিয়ে ছন্দ বানাতে পারেন। তবে সকল কমেন্ট এবং ছন্দ আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন।

চোখ নিয়ে ফেসবুক স্ট্যাটাস

 চোখের দিকে তাকিয়েই আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না। এটা করার জন্য আপনাকে অবশ্যই অন্যদিকে তাকাতে হবে।

অল্প স্বল্প বিষয়েই যে চোখ হয় অভিমানে সিক্ত, সে চোখ ভালোবাসতে পারে মাত্রাতিরিক্ত।

সকলেরই দুটো চোখ রয়েছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়।

চোখ হলো আত্মার প্রতিচ্ছবি যা ফুটিয়ে তোলে আপনার আত্মার শক্তি কতটুকু।

চোখ কখনো শব্দের চেয়েও বেশি কিছু বলে ফেলে।

আমরা আমাদের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে চাই তবে এটা ভুলে যাই যে চোখও কথা বলতে পারে

প্রত্যেক মহান ব্যক্তির পিছনেই একজন নারী সর্বদাই নজড় রেখে চলেছেন।

নিজের অন্তরের চোখ খোলো এবং দেখো আদৌ তুমি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট কি না!!

চোখ সেটাই বলে ঠোট যেটা বলতে ভয় পায়।

সৌন্দর্য চোখকে মুগ্ধ করে তবে ব্যক্তিসত্তা সন্তুষ্ট করে হৃদয়কে।

 চোখের যে ভাষা রয়েছে তা কখনো পরিবর্তন হয় না কেননা তা সর্বত্রই একই।

 অনেক পরিচিত এবং হাস্যকর একটি মতবাদ হলো ছেলেরা চোখ দিয়ে ভালোবাসে আর মেয়েরা কান দিয়ে।
চোখ কখনোই চুপ কিংবা স্থির থাকে না।

 চোখের বদলায় চোখ দাবি করলে এক সময় এই পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে।

আপনার চোখ তাই দেখে যা আপনার মন দেখতে বলে। তাই তো একই জিনিস একেক জনের কাছে একেক রকম হয়।

প্রকৃতি যা অস্বীকার করে মানুষের চোখ তা প্রকাশ করে দেয়।

জীবন আপনার চোখের পলকের চেয়েও দ্রুতগামী। তাই সময় থাকতে সব ঠিক করুন।

চোখ নিয়ে রোমান্টিক স্ট্যাটাস 

ওই চোখে তাকিয়ো না প্রিয়। ওই চোখ যে আমার হৃদয় কে ঝলসে দেয়।

তোমার ওই চোখেই দেখেছি আমার সর্বনাশ। আমায় জ্বলে-পুড়ে খাক করে দিয়েছে তা।

চোখের ভাষা বোঝে ক’জন? যে বোঝে তার মতো আপন আর কেউ হয় না। চোখ যে মনের কথা বলে।

তোমার ওই চোখের পরশ আমার সবচাইতে প্রিয়। প্রথম পরশেই মাত করে দিয়েছো আমায়।

আঁখির পানে চেয়ে চেয়ে দেখেছিলেম তোমায়। ঐ মুখখানি আর কখনো ভুলবার নয়।

চোখের খেলায় ডুবিছেলম যবে; ভালো তো তখনই ছিলেম প্রিয়। কেন চলে গেলে আমায় ছেড়ে?

 চোখ কখনো মিথ্যে বলে না। কারণ চোখের যে সত্যকে আড়াল করার ক্ষমতা ই নেই।

সবার চোখ দু’টো হলেও সবার দৃষ্টি ভঙ্গি এক নয়।

চোখের আলো একজন মানুষের চলার সবচেয়ে উৎকৃষ্টতর শক্তি । কারণ, চোখ কখনো ভুল পথে পরিচালিত করে না।

বাহ্যিক চোখ কাপড়ে ঢাকলেও, অন্তরের চোখ কোনো পর্দা দিয়েই লুকানো যায় না।

অন্তরের চোখই সর্বাপেক্ষা উত্তম। যদি তুমি তা আলোড়িত করতে পারো।

চোখকে কখনো খারাপ পথের দিকে ধাবিত করো না; এতে আখেরে ক্ষতি তোমারই।

চোখের মোহ সবচেয়ে ভয়ঙ্কর। ভুলেও সেই দিকে পা বাড়িও না।

মুখোশ পরিহিত কালো চোখ চেনা বড় দায়। চিনতে যেয়ো না, একটা বড় ধাক্কা খাবে।

চোখকে তার আপন খেয়ালে চলতে দাও। আপন খেয়ালেই একদিন সে নিজের গন্তব্যে পৌঁছে যাবে।

এ প্রেম কী আর ভোলা যায়? চোখে চোখেই প্রেম করেছি যে!

চোখের উর্ধ্বে আর কোনো কিছুই হতে পারে না। কারণ আমার সেই চোখে যে তুমি বাস কর।

চোখের আলোয় ভুবন ভরাতে হবে যে তোমায়! জানি তুমি পারবে।

চোখের ইশারায় আমায় কাছে টেনে নাও প্রিয়। তোমার অপেক্ষাতেই আছি যে!

চোখের আলোর ক্ষমতা অপার। সেই ক্ষমতার যথাযোগ্য ব্যবহার সবাই করতে পারে না।

সৃষ্টিকর্তা তোমায় যে চোখ দিয়েছে তার অপব্যবহার করো না।

চোখ দিয়েই ধূলিসাৎ করেছো আমায় তুমি। আজ আমি ধুলোর মধ্যে পরে বেঁচে থাকা এক কংক্রিট।

চোখকে সঠিক কাজে লাগাও। তাহলেই দেখতে পাবে, দিনশেষে তোমার জন্য দুয়ার পানে দাঁড়িয়ে আছে এক বিশাল উপহার।

কান্না করে চোখ ঝাপসা করে ফেলো না। চোখের যে অনেক কাজ বাঁকি!

চোখের নেশায় আসক্ত হইও না। তা তোমায় তিলে তিলে মেরে ফেলবে।

বসে আছো কেন? তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে এক জোড়া সুন্দর চোখ উপহার পেয়েছো । তা নিয়ে শুকরিয়া আদায় করো, গোটা বিশ্বকে অবলোকন করে বেড়াও।

কাজল কালো দু’টি চোখে তোমায় বড্ড লাগে ভালো।

ওগো কৃষ্ণবর্ণা মেয়ে, চোখে দেবে মোটা করে কাজল আর দেবে একটা লাল টিপ। ব্যস আর কিছু লাগবে না। এখন তুমি আমার কাছে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী।

চোখ নাকি প্রেম শুরুর প্রথম ইঙ্গিত? সত্যিই তাই, প্রিয়?

আমরা চোখ দিয়েই কথা বলি। আমাদের সবাই বুঝতে পারে না।

ওগো প্রিয়তমা, চোখের ইশারা কেন বোঝো না?

তোমার ঐ চোখ ভর্তি ঘৃণা আমায় কুড়ে কুড়ে খায়- ক্ষমা করে দাও আমায় ওগো রূপসী।

আমার চোখের মৃত্যু ঘটলে জেনো আমি আর ধরাতলে নেই।

ঐ কাজল টানা চোখের মায়া ভুলতে পারি না যে!

বর্তমানে অনলাইনের যুগে প্রত্যেকটি মানুষ কমবেশি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। সামাজিক যোগাযোগের এই বড় প্লাটফর্মে অনেক ধরনের মানুষ এবং অনেক পেশাজীবী মানুষ আছেন। স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোক ফেসবুক ব্যবহার করে থাকেন বলে বিভিন্ন ধরনের তথ্য এবং মজার মজার ছবি আমরা দেখতে পাই। তাছাড়া আপনি যদি ভিন্নধর্মী কিছু পোস্ট করতে চান তাহলে মানুষের চোখ নিয়ে ফেসবুক পোস্ট করতে পারেন।

একজন মানুষের চোখের দৃষ্টি কেমন হওয়া উচিত এবং চোখের দৃষ্টি কেমন হলে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি অবসেস্ট হয় তার সম্পর্কিত সুন্দর সুন্দর কথা লিখে ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন। তবে চোখ নিয়ে ফেসবুক স্ট্যাটাস আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন এবং এগুলো চাইলে আপনারা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন।

চোখ নিয়ে রোমান্টিক ক্যাপশন

ফেসবুকে যে সকল মেয়ে প্রথম প্রথম অ্যাকাউন্ট খুলে তারা হয়তো তখন নিজেদের ছবি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তাছাড়া নিজেদের ছবি যদি দেয় তাহলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। তাই অনেক মেয়ে আছে যারা ফেসবুকে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল পিকচার হিসেবে শুধু তাদের ছবি চোখের ছবি দিয়ে থাকে।

এসকল চোখের ছবির সঙ্গে যদি একটি রোমান্টিক ক্যাপশন দিয়ে দেওয়া যায় তাহলে আপনি যে একজন রোমান্টিক মনের অধিকারনী আপনার ফ্রেন্ডলিস্টে সবাই জানতে পারবে। তাই আপনি যদি চোখের ছবি পোস্ট করতে চান তাহলে চোখ নিয়ে রোমান্টিক ক্যাপশন সেখানে জুড়ে দিন এবং লাইক ও কমেন্ট বেশি পরিমাণে অর্জন করুন।

চোখ নিয়ে ক্যাপশন

সব সময় যে মেয়েদের চোখ মায়াবী হয় বিষয়টি এমন নয়। ছেলেদেরও চোখ সুন্দর হয় এবং ছেলেরাও ফেসবুকে বিশেষত ভাবে তাদের চোখের ছবি হাইলাইট করতে চাই। এক্ষেত্রে আপনারা ছেলেরা যারা আছেন তারা যদি চোখের ছবি ফেসবুকে আপলোড করতে চান তাহলে সেখানে একটি ক্যাপশন জুড়ে দেন। চোখের ক্যাপশন নিয়ে যদি আপনাকে কিভাবে লেখেন, বালিকা চোখের দিকে তাকিয়ো না, তাহলে হয়তো আমার চোখের অতল সাগরে তুমি হারিয়ে যাবে। এসকল রোমান্টিক ক্যাপশন যদি আপনি দেন তাহলে যেকোনো মেয়ে অথবা ফ্রেন্ডলিস্টের সকলেই এধরনের ছবি পছন্দ করবে।

মায়াবী চোখ নিয়ে ক্যাপশন

গানের মধ্যে শুনেছি, ওই তোর মায়াবী চোখ, পাগল হয়ে যাব। অর্থাৎ মায়াবী চোখের দিকে তাকালে অনেকেই আনন্দে আত্মহারা হয়ে যায় এবং মনে মনে অনেক পছন্দ করে ফেলে। তাই আপনারা মায়াবী চোখ যদি ফেসবুকে আপলোড করতে চান এবং এগুলো যদি কোন কিছু সঙ্গে শেয়ার করতে চান তাহলে তার সঙ্গে একটি ক্যাপশন দিলে সেটি স্বয়ংসম্পূর্ণতা পাই। তাই আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে এক্সক্লুসিভ মায়াবী চোখ নিয়ে ক্যাপশন দিয়ে দেওয়া হয়েছে।

চোখ নিয়ে কমেন্ট

ফ্রেন্ডলিস্টে অনেক মানুষ আছেন যারা চোখের ছবি ফেসবুকে পোস্ট করেন। অনেক মেয়ের ছবি অথবা অনেক ছেলের ছবি দেখে আমাদের এতটাই ভাল লাগে যে আমরা মনের মত করে কমেন্ট করতে চাই। কিন্তু আমাদের শব্দভাণ্ডার কম থাকায় আমরা হয়তো মনের মত করে চোখ নিয়ে কমেন্ট করতে পারিনা। আমাদের ওয়েবসাইটে চোখ নিয়ে অসংখ্য কমেন্টের কালেকশন রয়েছে।

যদি আপনারা ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে সুন্দর চোখের ছবি দেখে থাকেন, তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে চোখ নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট সংগ্রহ করবেন এবং সেখানে কমেন্টগুলো করে দিতে পারবেন। এতে আপনার বন্ধুত্ব আরো বৃদ্ধি পাবে। তাই আপনারা যে কোন সময়ে আমাদের ওয়েবসাইটে চোখ সম্পর্কিত উক্তি কমেন্ট এবং সুন্দর সুন্দর ছন্দ খুঁজে নিতে পারবেন।

চোখ নিয়ে ছন্দ

অনেকে আছেন যারা কবিতা পড়ার চাইতে ছন্দ পড়তে বেশি পছন্দ করেন। কারণ দুই চার লাইনের ছন্দ গুলো পড়ে মনের মধ্যে আনন্দ পাওয়া যায় এবং এসকল ছন্দ গুলো খুবই সুন্দর হয়। যারা চোখ নিয়ে ছন্দ করছেন এবং এগুলো প্রিয় জনকে পাঠাতে যাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে চোখ নিয়ে ছন্দ খুঁজে নিতে পারবেন বা পেয়ে যাবেন। তাই আমাদের ওয়েবসাইট থেকে আপনার চোখ সম্পর্কিত যাবতীয় সংগ্রহ করুন সম্পূর্ণ বিনামূল্যে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*