
আমরা অনেক সময় বলে থাকি যে কাবিনে কত টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে অনেকেই মনে করে থাকি দেনমোহর এবং কাবিননামা অর্থাৎ কাবিন এক। কিন্তু আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের দেনমোহর ও কাবিন একই বিষয়ে কিনা সে সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করব। যারা মনে করেন দেনমোহর এবং কাবিন একই বিষয়ে তাদের জন্য এই পোস্ট করা হয়েছে। প্রত্যেকটি মুসলিম বিবাহের অনুষ্ঠানে দেনমোহর এবং কাবিন এর বিষয়ে জড়িত।
তাহলে চলুন আমরা এই পোষ্টের মাধ্যমে সর্বপ্রথমে দেনমোহর কি জিনিস তা জেনে নেওয়ার চেষ্টা করে। দেনমোহর হলো একটা নির্দিষ্ট ধরনের মোহর নারীদের বিয়ের সময় প্রদান করা। নারীদের ভবিষ্যৎ নিরাপত্তা এবং সেই সময়ে যথেষ্ট সম্মান প্রদর্শন করার জন্য পরিবারের সামর্থ্য অনুযায়ী ছেলের পরিবার থেকে তার পিতা অথবা ছেলে নিজেই এই দেনমোহর প্রদান করে। সাধারণত বিয়ের যখন কথাবার্তা চলে তখন দুই পরিবারের মাঝে দেনমোহর কত টাকা নির্ধারণ করা হবে এ বিষয়গুলোর কথাবার্তা হয়।
সেই কথাবার্তা অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে অথবা বিয়ের পরবর্তী সময়ে বিলম্বিত দেনমোহর হিসেবে এটা স্ত্রীকে প্রদান করতে হয়। স্বামী যদি মৃত্যুবরণ করে তারপরেও স্বামীর পরিবারের যে সকল অংশীদার রয়েছেন তারা এই দেনমোহর পরিশোধ করবেন। অর্থাৎ স্বামীর পরিবার থেকে অর্থাৎ স্বামী নিজেই অথবা তার পিতা বিয়ের সময় নারীকে যে নির্দিষ্ট পরিমাণ গহনা অথবা নবদ অর্থ অথবা স্থাবর সম্পত্তি প্রদান করে সেটাকেই আমরা দেনমোহর বলে মনে করি। দেনমোহর অবশ্যই পরিশোধযোগ্য এবং এটা আইনগত দৃষ্টিকোণ থেকে যেমন বৈধ তেমনিভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই পালনীয়।
অর্থাৎ দেনমোহর হলো নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ নারীকে বিয়ের সময় প্রদান করা এবং এটি যদি না করা হয় অথবা এটি যদি সমঝোতার মাধ্যমে না করেই বিবাহ দেয়া হয় তাহলে সেই বিবাহ বৈধ বলে গণ্য হবে না। তাই বারবার বলছি দেনমোহর একটি বাধ্যতামূলক বিষয় এবং এটার মাধ্যমে সম্পত্তি প্রদান করাকে বোঝায়। এদিকে কাবিননামা বলতে গেলে একজন কাজী অথবা যিনি বিবাহের কাজ সরকারি খাতায় লিপিবদ্ধ করে থাকেন তার মাধ্যমে বিবাহের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করাকে বোঝায়।
অর্থাৎ যারা এই বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের বিস্তারিত তথ্য এবং তাদের পিতা-মাতার তথ্য সহ কত টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে এ সকল তথ্য লিপিবদ্ধ করা থাকবে। তাছাড়া দেনমোহর নির্ধারণ করার পর বিয়ের অনুষ্ঠানে কত টাকা নগদ প্রদান করা হচ্ছে এবং কত টাকা বাকি থাকছে এ সকল তথ্য খুব সুন্দরভাবে সরকারি খাতায় রেজিস্ট্রেশন করাকেই কাবিননামা বলে। তাহলে দেনমোহর হলো নারীকে প্রদান করা একটা সম্পদ যা তার সম্মান বৃদ্ধি করে।
আর কাবিননামা হল বিবাহের যে সম্পর্ক নতুন ভাবে স্থাপন করা হলো তা লিখিতভাবে একটি দলিল হিসেবে কাজ করবে। আমরা মনে করে যে এই পোষ্টের মাধ্যমে দেনমোহর আর কাবিন কি তা আপনারা আলাদাভাবে বুঝতে পেরেছেন। তাই কাবিননামা কত টাকা নির্ধারণ করা হয়েছে এই কথা না বলে আমরা বলতে পারি যে দেনমোহর কত টাকা বা কি নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply