ইসলামী ধর্ম অনুসারে আপনারা যদি বিবাহ করতে চান তাহলে আপনাদেরকে বিয়ের সময় অবশ্যই কোন পক্ষকে দেন মোহর পরিশোধ করতে হবে। দেনমোহন পরিশোধ করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি আইনগত দায়। তাই আপনি যখন বিয়ে করতে যাবেন তখন অবশ্যই স্ত্রীর দেনমোহর পরিশোধ করার ব্যাপারে সচেতন ভূমিকা পালন করবেন এবং এক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাইলে খুব সহজেই দেনমোহর পরিশোধ করে যেতে পারেন। দেনমোহর ইসলামিক এবং অন্যান্য দৃষ্টিকোণ থেকে মেয়েদের একটি আইনগত অধিকার এবং এই মাধ্যমে আপনি নারীদের সাথে যথাযথ সম্মান প্রদর্শন করার ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।
কিন্তু আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে দেনমোহর যত বেশি পরিমাণ ধার্য করা হবে তত সংসার দীর্ঘস্থায়ী হবে এবং এক্ষেত্রে বিচ্ছেদের কোন ঘটনা ঘটবে না। কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন ধরনের মনোমালিনের ঘটনা ঘটে থাকে তখন দেখা যায় যে দেনমোহর পরিশোধ করতে পারে না বলে একজন ছেলে তার স্ত্রীকে বাদ দিতে পারে না এবং এক্ষেত্রে সংসারের বিভিন্ন ধরনের জটিলতা ধীরে ধীরে সৃষ্টি হতে থাকে।
তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেনমোহর যত কম ধার্য করবেন ততই ভালো এবং এই ক্ষেত্রে বিয়ের মতো সহজ জিনিসের প্রত্যেকটি যুবক উদ্বুদ্ধ হয়ে বিয়েতে অংশগ্রহণ করবে এবং সুন্দরও নিয়ন্ত্রিত জীবন যাপন করবে। তবে আপনারা জানতে চেয়েছেন দেনমোহর কত প্রকার এবং এ প্রসঙ্গে আমরা আজকের এই পোস্টে আলোচনা করব যে দেনমোহর কত প্রকার ও কি কি। বিয়ে করার সময় যে দেনমোহর পরিশোধ করা হয় তাকে বলা হয় তাৎক্ষণিক দেনমোহর। অর্থাৎ বিয়ের আসনে যাবতীয় লেনদেনের কাজ শেষ করে অথবা বিয়ের সময় বিয়ে রেজিস্ট্রি করার আগে দেনমোহর পরিশোধ করার বিষয়টাকে বলা হয় তাৎক্ষণিক এরমোহর প্রদান করা হয়েছে।
এক্ষেত্রে বরপক্ষের যদি সামর্থ্য থাকে তাহলে সেই সামর্থ্য অনুযায়ী দেনমোহর পরিশোধ করাটাই সবচাইতে ভালো এবং দেনমোহর পরিশোধ করে আপনারা যখন সুখে শান্তিতে সংসার করবেন তখন আপনাদের স্বামী স্ত্রীর মেলামেশাটা বৈধ হবে এবং এক্ষেত্রে বরকত সৃষ্টি হবে। আরো একটি ভাগ হলো বিলম্বিত দেনমোহর। অর্থাৎ আপনার সামর্থ্য নেই এবং পরবর্তীতে পরিশোধ করবেন এমন দেনমোহরকে বলা হয় বিলম্বিত দেনমোহর।
এক্ষেত্রে স্ত্রীকে পরে আপনারা সেই দেনমোহর পরিশোধ করতে পারেন এবং দুই পক্ষের যদি সমর্থন থাকে তাহলে এই বিরম্বিত দেনমোহরে অনেক সময় বিয়ের কাজ সম্পন্ন হয়ে থাকে। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দুই প্রকার এবং তা হল বিলম্বিত দেনমোহর এবং তাৎক্ষণিক দেনমোহর। তবে আপনাদের উচিত হবে তাৎক্ষণিক দেনমোহরের দিকে এগোনো এবং এক্ষেত্রে আপনারা সঠিক পথে পরিচালিত হওয়ার পাশাপাশি খুব সুন্দর ভাবে সংসার জীবন পরিচালনা করতে পারবেন।
তবে কোনভাবে যদি বিলম্বিত দেনমোহরে আপনাদের সংসারে বিভিন্ন ধরনের সৃষ্টি হয় এবং আপনি যদি মনে করেন বিবাহ বিচ্ছেদ করবেন তাহলে স্ত্রীকে অবশ্যই দেনমোহর পরিচিত করতে হবে এবং স্ত্রী বিচ্ছেদের সময় অবশ্যই দেনমোহর বুঝে নিবেন।দেনমোহর সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে আপনারা এ প্রসঙ্গে প্রশ্ন করতে আমরা আপনাদের সঠিক প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করব।
Leave a Reply