দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ | দোয়ায়ে কুনুত বাংলা অর্থসহ

দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ | দোয়ায়ে কুনুত বাংলা অর্থসহ

মহান আল্লাতালা জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। আর সেই ইবাদত পালন করার জন্য বিশেষ কিছু নিয়ম ও বিধি-বিধান মেনে সকল ধরনের ইবাদত পালন করতে হয়। আর যেকোনো ইবাদত পালন করার জন্য যে বিষয়টি অধিক গুরুত্বের তা হলো দোয়া পাঠ করা। আর দোয়া কুনুত দোয়া গুলোর মধ্যে থেকে অন্যতম একটি দোয়া। যে দোয়াটি মাঝে মধ্যেই রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নামাজে পাঠ করতেন। আর বিশেষ করে বেতের নামাজের ক্ষেত্রে নবীজি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন।

তিনি নিজে এই দোয়াটি পাঠ করতেন এবং তার সাহাবা একরামদের এই দোয়াটি পাঠ করার জন্য নির্দেশ দিতেন। যেহেতু দোয়ার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ দোয়া হলো দোয়া কুনুত তাই এই দোয়াটি সম্পর্কে আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই ও বোনেরা অনেক ধরনের প্রশ্নের উত্তর খুঁজে থাকেন। তাই আপনারা অনেকে জানতে চান দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ বা দোয়া কুনুত বাংলা অর্থ। তাই এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরী। কারণ আমাদের অনেক ক্ষেত্রেই দোয়া কুনুত পড়ার প্রয়োজন পড়ে।

আমাদের মধ্যে অনেক মুসলমান ব্যক্তি রয়েছেন যারা আরবি না জানার ফলে দোয়া কুনুত জানেন না বা দোয়া কুনুত পড়তে পারেন না। কিন্তু দোয়া কুনুত এমন একটি দোয়া যে দোয়াটির পাঠের মাধ্যমে মহান আল্লাহতালার কাছে গুরুত্ব পূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়। তাই সকল মুসলিম ভাই ও বোনদের সুবিধার জন্য দোয়া কুনুতের বাংলা উচ্চারণ সহ অর্থ এবং দোয়া কুনুত কিভাবে পাঠ করলে আপনি খুব সহজেই দোয়া কুনুত পারবেন এই সকল বিষয় গুলো সম্পর্কে আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো।

বেতের নামাজ আদায় করার ক্ষেত্রে দোয়া কুনুত এর গুরুত্ব অধিক কোন ব্যক্তি যদি বেতের নামাজ আদায় করার ক্ষেত্রে দোয়া কুনুত না পাঠ করে তাহলে তাকে সিজদা সাহু করতে হবে। দোয়া কুনুত ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে নামাজ পুনরায় পড়তে হবে। আর ভুলক্রমে ছেড়ে দিলে শেষ বৈঠকে সাহু সিজদা করতে হবে। সুতরাং বুঝা গেল দোয়া কুনুত ছাড়া বেতের নামাজ হবে না।

আল্লাহতালার নিকটে ইবাদত গুলোর মধ্যে অধিক পছন্দের ইবাদত হলো দোয়া পাঠ করা। এক হাদিসে বলা হয় দোয়া মূলত ইবাদতের সারাংশ। দোয়ার মাধ্যমে বান্দা দুনিয়া ও পরকালের সাফল্য খুব সহজেই অর্জন করতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে অনেক দোয়া শিখিয়ে গেছেন। আর সেই দোয়া গুলোর মধ্যে দোয়া কুনুত হলো অন্যতম একটি দোয়া। দোয়া কুনুত এমন একটি দোয়া এই দোয়া পাঠের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজেকে খুব নগণ্য ভাবে উপস্থাপন করে। নিজেকে তাঁর একান্ত বাধ্যগত দাস হিসেবে স্বীকার করে।

তাই কোন মুসলমান ব্যক্তি মহান আল্লাহতালার রহমত ও ফজিলত পেতে চাই সে যেন নিয়মিত দোয়া কুনুত পাঠ করেন। যখনই মহান আল্লাহতালার সন্তুষ্ট লাভের আশায় কোন বান্দা দোয়া কুনুত পাঠ করেন তখন খুশি হয়ে সেই বন্দার সকল চাওয়া পাওয়াকে মহান আল্লাহ তালা গুরুত্ব দেন এবং বান্দার উপর সন্তষ্ট হয়ে যান ও তাকে ক্ষমা করে দেন। তাহলে এখান থেকে বোঝা যায় দোয়া কুনুত প্রতিটি মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

আমরা অনেকেই রয়েছি যারা আরবি সঠিক ভাবে না জানার কারণে বা সঠিক উচ্চারণের সমস্যার কারণে অনেকেই দোয়া কুনুত পড়ার আগ্রহ রয়েছে কিন্তু তা পারি না। তাই আপনাদের জন্য সহজভাবে আমরা দোয়া কুনুত তুলে ধরছি যাতে আপনারা আমাদের এখান থেকে আস্তে আস্তে বাংলা উচ্চারণ এর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়তে পারবেন।

আল্লাহুম্মা ইন্না নাস্‌তাঈ’নুকা, ওয়া নাস্‌তাগ্‌ফিরুকা, ওয়া নুমিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা,ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাঁই ইয়াফ জুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্‌ফারি মুলহিক্ব।

এই দোয়া কুনুত মুখস্থ করার ক্ষেত্রে আপনারা যারা আরবি তে পড়তে জানেন না তাদের জন্য আমরা বাংলাতে দোয়া কুনুত জানিয়ে দিলাম। এই দোয়াটি এমন একটি দোয়া যা প্রতিটি মুসলমানের জেনে থাকাটা উচিত।

আমরা যেই দোয়া পাঠ করি না কেন সে দোয়ার সঠিক অর্থ ও ফজিলত জেনে পাঠ করার কথা বলা হয়েছে কারণ আমরা যে দোয়াটি পাঠ করছি আসলে সে দোয়াটি কি বলছে বা কার উদ্দেশ্যে বলছে এই বিষয়টি না জানা থাকলে সেই দোয়ার প্রতি কোন গুরুত্ব আসবে না। একজন মুসলমান ব্যক্তি কে শুধু দোয়া পাঠ করলে হবে না সে দোয়ার সঠিক অর্থ জেনে দোয়া পাঠ করতে হবে। আর দোয়া কুনুতের ক্ষেত্রে তা ব্যতিক্রম নয় আমরা যখন দোয়া কুনুত পাঠ করব সেই দোয়া অর্থাৎ এর সঠিক অর্থ কি তা জেনে পাঠ করার চেষ্টা করবো।

কারন দোয়া কুনুতে এমন বিশেষ কিছু বিষয় উল্লেখ করা রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেক মুসলমান ব্যক্তি যারা দোয়া কুনুত কে ফরজ বলে থাকেন। মূলত দোয়া কুনুত ফরজ নয় এটা একটি সুন্নত ইবাদত। তাই কেউ যদি এটি পাঠ করে না থাকে বা কারো যদি না জানা থাকে, তাহলেও তার নামাজ হবে। তবে নামাজের ভেতরে এটা পাঠ করার উত্তম। আপনি এটা না জানা থাকলে যত দূরত সম্ভব জানাটা জরুরী।

দোয়া কুনুত শুধু আরবিতে মুখস্ত করলেই হবে না। দোয়া কুনুতদের বিশেষ অর্থ রয়েছে সেই অর্থটা জেনে আমাদের দোয়া কুনুত পাঠ করতে হবে। আর দোয়া কুনুতের অর্থ সম্পর্কে আমরা অনেকেই জানতে আগ্রহী তাই আপনাদের জন্য দোয়া কুনুত এর অর্থ কি জানিয়ে দেয়া হলো। হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি।

আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত, আশা করি এবং তোমার আযাব কে ভয় করি আর তোমার আযাব তো কাফেরদের জন্যই র্নিধারিত করা হয়েছে। দোয়া কুনুত এর অর্থ খুবই মূল্যবান যেটার মাধ্যমে খুব সহজেই মহান আল্লাহতালার কাছে নিজেকে উপস্থাপন করা যায়।

দোয়া কুনুত একটি গুরুত্বপূর্ণ দোয়া, এই দোয়া আমারা সবাই প্রতিদিন ইশার নামাজের সবশেষে বিতর নামাজের শেষ রাকাতে পড়ে থাকি। যেহেতু এই দোয়াটি আমাদের প্রত্যেক দিন পাঠ করতে হয় তাই আমরা যারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি তাদের জন্য এই দোয়াটা জানাটা অত্যন্ত জরুরী। মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ পাক এর রাসূল (সা:) প্রতিদিন বিতরের নামাজে দোয়া কুনুত পাঠ করতোন। সেই জন্য রাসূল (সা.) এর উম্মত হিসেবে আমাদেরও নিয়মিত ভাবে দোয়া কুনুত পাঠ করতে হবে।

তাই যখন বান্দা মন থেকে আল্লাহ্ তা’আলাকে ভালোবেসে নামাজে দাড়িয়ে দোয়া কুনুত পড়ে তখন মহান আল্লাহ পাক তা কবুল করে নেন সেই বান্দার ওপর মহান আল্লাহতালা বৃষ্টির মতো রহমত নাযিল করেন এবং তার প্রতি অত্যন্ত খুশি হয়ে যান। তাই আমরা যখন বিতের নামাজ আদায় করব সে নামাজে অবশ্যই দোয়া কুনুত পাঠ করব। যেন মহান আল্লাহ তাআলার রহমত থেকে আমরা নিরাশ না হয় তাই এই দোয়াটি পাঠ করাটা জরুরী।

দোয়া কুুনুত বাংলা অর্থ সকলের জানা দরকার। কারন হযরত মুহাম্মদ (সা:) বলেছেন তোমরা কোরআন পড়ো ধীরে ধীরে অর্থ বুঝে। তাই দোয়া কুনুত বাংলা অর্থসহ পড়লে বা দোয়া কুনুত বাংলা অর্থ জানা থাকলে এটি পাঠের সাওয়াব আরো বেশি পাওয়া যাবে। আমাদের সকলের উচিত দোয়া কুনুত বাংলা অর্থসহ পাঠ করা। আমরা যারা দোয়া কুনুত বাংলা অর্থসহ জানি না তাদের জন্য আমাদের আজকের আর্টিকেলটিতে দোয়া কুনুদের বাংলা অর্থসহ জানিয়ে দেয়া হলো।

অত্যান্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বাহী একটি দোয়া হলো দোয়া কুনুত। তাই আমরা যখনই দোয়া কুনুত পাঠ করব সেক্ষেত্রে অবশ্যই এই দোয়াটির বাংলা অর্থ সহ জেনে পাঠ করবো। যে কোনো দোয়া পাঠ করার ক্ষেত্রে এমনটা নির্দেশ রয়েছে ইসলামে তাই দোয়া কুনুর এর ক্ষেত্রে তা ব্যতিক্রম নয়। তাই আপনি যদি বাংলা উচ্চারণ সহ দোয়া কুনুত এর বাংলা অর্থসহ জানতে চান আমাদের এখান থেকে এসে তা জেনে নিন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*