দর্শক আয়ন কাকে বলে এ সম্পর্কিত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে এই পোষ্টের মাধ্যমে সঠিকভাবে আপনাদের তার সংজ্ঞায়িত করব এবং বুঝিয়ে দেব। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং রসায়নের বিভিন্ন বিষয়গুলো সঠিকভাবে বোঝার জন্য প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে সঠিক মত জানতে হবে যাতে এটা শুধু মুখস্ত বিদ্যায় কাজে না লেগে আমাদের জীবনের বাস্তবিক ক্ষেত্রে কাজে লাগাতে পারি।
তাই প্রত্যেকটি বিষয় পাঠ করার পূর্বে আমরা যদি তা বুঝে বুঝে পড়ি তাহলে সেটা যেমন আমাদের দীর্ঘদিন মনে থাকে তেমনিভাবে সেই শিক্ষা আমরা অর্জন করে আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারি এবং এক্ষেত্রে আমাদের উপকার হয়। তাই আপনারা যারা আজকে আমাদের ওয়েবসাইটে দর্শক আয়ন কাকে বলে অথবা দর্শক আয়ন এর ব্যাখ্যা জানতে এসেছেন তাদের জন্য আমরা এই তথ্য প্রদান করব যাতে আপনারা খুব সহজে তা বুঝতে পারেন এবং দীর্ঘ সময় মনে রেখে এই প্রক্রিয়া কাজে লাগাতে পারেন।
প্রথমেই বলব যে আয়ন একটা বিক্রিয়ার নাম এবং এই বিক্রিয়াতে বিভিন্ন রাসায়নিক উপাদান যুক্ত হয়ে বিভিন্ন কিছুর সৃষ্টি করে। কিন্তু দর্শক আয়ন বলতে গেলে এখানে এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে কোন একটা বিক্রিয়ায় কোন কোন বস্তু অংশগ্রহণ করছে না এবং অংশগ্রহণ করলেও সেখানে অপরিবর্তিত থাকছে।
তাই দর্শক আয়ন কাকে বলে এটার যদি সঠিক উত্তর আমরা পেতে চাই এবং সংক্ষেপে পেতে চাই তাহলে বলব যে যে আয়ন রাসায়নিক বিক্রিয়ার সময় উভয় পাশে কোন ধরনের পরিবর্তন না ঘটিয়ে অপরিবর্তিত থাকছে তাকেই দর্শক আয়ন বলা হবে। আর যদি বিস্তারিত ধারণা অর্জন করতে চান তাহলে আপনাদেরকে বলব যে কোন ধরনের বিক্রিয়ায় এসিডের যে হাইড্রোজেন থাকে সেটা আয়ন ও ক্ষারের মাধ্যমে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে।
এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন হিসেবে সরাসরি ভূমিকা পালন করে অথবা থাকে। তাই এ ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে জলীয় দ্রবণে যখন সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং দর্শকের মত ভূমিকা পালন করে তখন সেটাকে আমরা দর্শক আয়ন বলবো। দর্শক আয়ন সম্পর্কিত যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা কমেন্ট করতে পারেন অথবা এখানে কোন তথ্য যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে জানাতে পারেন।
Leave a Reply