পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লেখ।
ষষ্ঠ শ্রেণি কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২০

পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখতে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্টে। প্রশ্নটির উত্তর মূল কৃষি বইয়ে হুবহু দেওয়া আছে,আমরা সেখান থেকেই আমাদের ওয়েবসাইটে সমাধান প্রকাশ করেছি। প্রশ্নটির নির্ভুল উত্তর নিচের সমাধানে দেওয়া হলো।
পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম
- উদ্যান ফসল- ১. লাউ, ২.শিম, ৩. ফুলকপি, ৪. টমেটো, ৫. আলু
- মাঠ ফসল- ১. ধান, ২. গম, ৩. ভুট্টা, ৪. পাট, ৫. তুলা
Read More…
১/ কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?
কৃষি বিষয়ক তথ্য পেতে যে উৎসের বিকল্প নেই
২/ বনায়ন কাকে বলে?
বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছলাগানো ,পরিচর্যা ও সংরক্ষণকে বলা হয় বনায়ন।

৩/ নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লেখ।
পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম
- উদ্যান ফসল- ১. লাউ, ২.শিম, ৩. ফুলকপি, ৪. টমেটো, ৫. আলু
- মাঠ ফসল- ১. ধান, ২. গম, ৩. ভুট্টা, ৪. পাট, ৫. তুলা
পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম
৪/ নিচে কৃষি কাজ গুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করো।