বন্ধুদের নিয়ে ফানি স্ট্যাটাস

বন্ধুদের নিয়ে ফানি স্ট্যাটাস

১. বন্ধু আমার প্রেমের রাজ্যের রাজা নিঃসন্দেহে হাফসেঞ্চুরি করবে হয়তো আর কিছুদিন পর ওর কাছ থেকে প্রেমের অনেক তথ্য পাওয়া যাবে। আমার বেস্ট বন্ধু প্রেমের রাজা।

২. যার উপর প্রতিনিয়ত ভরসা করা যায় সে তো আমার বন্ধু যার সঙ্গে জীবনে সবকিছু অতপ্রত ভাবে জড়িত সে তো আমার বেস্ট বন্ধু হাসির সময় যার সাথে হাসির কারণ না ভাগ করলে হাসির মধ্যে পূর্ণতা পায় না সে তো আমার প্রিয় বন্ধু।

৩. অনেক ঝগড়ার পুরো যার উপর অভিমানের কোন জায়গায় থাকে না সে তো আমার বন্ধু বন্ধু মানে অভিমানের কারণ কোনটাই না হাজার দোষ করল ঠিক কোন এক সময় গলা জড়িয়ে ধরে গলা অনেক মিস করছি বন্ধু তোকে।

৪. পকেট এ 2 টাকার নোট পর্যন্ত নেই কিন্তু চায়ের দোকানে বিল টা ঠিক করে দেওয়া হয়েছে ঠিক কার ওপরে ভরসা করা যায় সে তো আমার বন্ধু।

৫. কষ্টের সব স্মৃতি মনে পড়ে কাদঁতে কাদঁতে হঠাৎ করে বন্ধুর পাশে ভরসা করে হাসির ফোয়ারা তুলা মানুষটি হলো বন্ধু।

৬. আমি তার সব সুখে-দুঃখে পাশে আছি হারাতে চাইনা কোন কিছুর বিনিময় আমাদের বন্ধুত্বকে আমাদের বন্ধুত্ব অনেক সম্মানি যার উপরে অনেক ভরসা করা যায় একে অন্যর ভরসা করা এটি একটি প্রধান স্থান।

৭. হাজার দুঃখের অংশীদার হয়ে পাশে থাকার নামই বন্ধু।

৮. প্রেমিকার সঙ্গে ব্রেকআপ করে হতাশ হয়ে বসে থাকার সময় সঙ্গ নিয়ে ব্রেকআপের পার্টি করা যায় সেই তো আমার বন্ধু।

৯. বন্ধু মানে হাজার কষ্টের মাঝে একটুখানি মুখে হাসি।

১০. বন্ধু মানে চরম বিপদে টেনশন ফ্রি থাকো কারন আমার বন্ধু সব সমস্যার সমাধান করবে এটার উপরেই ভরসা করার নামে বন্ধু।

১১. বন্ধু হল দুঃসময়ে পাশে থাকা সাহস যোগানো, মুখে উচ্চারিত কন্ঠে বলে আমি আছি তো এত টেনশন করিস কেন।

১২. বন্ধু হল বিপদ থেকে বন্ধকে মুক্ত করা।

১৩. প্রকৃত বন্ধু কে চিহ্নিত করা দুঃসময়ে সে বুঝিয়ে দেয় কে আমার বন্ধু ছিল আর কেউ ছিলনা।

১৪. বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।

১৫. বিপদে তুই আমার পাশে থেকে বুঝেছিস তুই আমার একমাত্র প্রকৃত বন্ধু।

১৬. তোকে ছাড়া একটা সময় একা কিভাবে থাকবো তা ভেবে গা শিউরে, ওঠে তখন কল্পনাতে তোকে নিয়ে অনেক কিছু ভাবে জানিনা তোকে ছাড়া দিনগুলো কীভাবে কাটাবে।

১৭. দূরে থাকলেও তুই আমার সর্বসময় কল্পনাতে থাকবি বন্ধু তোরে স্থান যে মনের মধ্যখানে।

১৮. ক্লাস ফাঁকি দিয়ে দুজনে মিলে আড্ডা মারি বন্ধু।

১৯. কেউ নাই কেউ চলন ব্যস্ততার মাঝেও একে অন্যের সাথে আড্ডা না দিলে চলবে না সব মেস হবে দিনে কিন্তু আড্ডাটাকে মিস করা যাবে না হয়তোবা আমরা একদিন অনেক দূরে থাকবো তা ভেবেও।

২০. আমরা সময়ের ব্যবধানে যে যতই দূরে থাকি না কেন একে অন্যর মনে আমরা এখন সুতোয় গাঁথা থাকবো যেটা থাকবে অদৃশ্য অদৃশ্য মানব এর বসবাস হবে আমাদের দুজনের মধ্যে।

২১.পৃথিবীতে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া আসলেই অনেক কঠিন। কিন্তুু একজন প্রকৃত মনুষ্যত্ব বৎ দিয়ে যে বন্ধুত্বের বন্ধন তৈরি হয় সেটি আসলে কখনো হারানোর নয়। পৃথিবীর প্রতিটি মানুষের যদি একটি করে বন্ধুত্ব বন্ধন তৈরি হতো হয়তোবা কষ্টের সময়টুকুতে কাউকে পাশে পাওয়া যেতো সান্তনা পাওয়ার জন্য।

২২. বন্ধু মানে পরিবারের পরে বাইরে আরেকটা পরিবার। যার ওপরে আস্থা ভরসা বিশ্বাস সবটুকুই অর্জন করা যায়।

২৩. বন্ধু মানে যাকে সব গোপনীয়তার শেয়ার করে নিজেকে হালকা করা পাশ থেকে আমার বন্ধু জড়িয়ে ধরে সান্তনা দেওয়া সব ঠিক হয়ে যাবে একদিন।বলে সান্তনা দেওয়া।

২৪. তুই তো আমার বন্ধু না যাকে হাজার বার গালি দেওয়ার পরও বন্ধু বলে গলা জড়িয়ে ধরা। পরক্ষণে, এসে বলা খুব এনজয় করেছি জানিস তোর গালি গুলোতে আর একটু দিলেই পারতিস। আমি আমি হাসিমুখে তাকে জড়িয়ে ধরা, সেই তো আমার প্রকৃত বন্ধু।

২৫. তুই তো আমার বন্ধু একবেলা না দেখলে বুকের ভেতর ছটফট করা অসংখ্য কষ্ট।

২৬. বন্ধুত্বের টানাপোড়নের দিক দিয়ে আমি খুব ভাগ্যবান কারণ, তোর মতো একটা বন্ধুকে পেয়েছি যার কাছে ছোট বড় সকল সমস্যার কথা বলতে পারি। সে আমায় জড়িয়ে ধরে সহানুভূতি টুকু তো দিতে পারে। সমস্যার পাশে এসে দাড়াতে পারে। তুই আমার দুঃখ-সুখের অংশীদার। আমাকে সব বিপদ আপদে পাশে থাকার একজন আদর্শবান মানুষ যার উপর সবসময় ভরসা জায়গাটা ঠিক থাকে।

২৭. পরিবারের পড়ে ভরসার আরেকটা জায়গা সে তো বন্ধু, বন্ধু নামের মানুষটি যদি পাশে না থাকতো তাহলে ভরসা করার উপায় গুলো খুঁজে পাওয়া যেত না। সঠিক উপযুক্ত সময়ে প্রকৃত বন্ধুর উপরে ভরসা করতে পারতাম না তোর মত যদি একটা বন্ধুকে না পেতাম।

২৮. তোর মত বন্ধু না থাকলে হয়তো বা বুঝতাম না যে এই ছোট্ট নামটির অর্থ কত বড় মহান ব্যক্তির অধিকারী তুই না থাকলে ভরসার কোন মানুষই খুঁজে পেতাম না এভাবেই তোর পাশে থাকতে চাই বন্ধু দুজন দুজনাকে পাশে নিয়ে।

২৯. বন্ধু তুই আমার পাশে না থাকলে পাশে না দাঁড়ালে আমি আমার সমস্যার সমাধান করার মতো কোনো আপন মানুষ খুঁজে পেতাম না তোর ঋণ কখনো শোধ করতে পারব না।

৩০. তোর মত বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। তোর মত মন মানসিকতা নিয়ে যদি প্রতিটি মানুষের বন্ধুত্ব মন তৈরি হতো তাহলে হয়তোবা সব দুঃসময়ে সবার পাশে বন্ধু হয়ে কেউ পাশে দাঁড়াতো হয়তোবা ভরসার জায়গা টা অনেক মজবুত ভিত্তিতে তৈরি হতো, যেমনটা তোর আর আমার বন্ধুত্ব। চাইনা বন্ধু কখনো কোনদিন আমায় ছেড়ে যাস না আমার বিশ্বাসের মূল্য যেভাবে আগলে রেখেছি সব সময় এভাবেই আগলে রাখিস। সারাটা জীবন সুখে দুখে একে অন্যর পাশে রয়ে যাব সারা জীবন। কিন্তুু হয়তোবা আমরা দূরে থাকবো ঠিকই কিন্তুু দুটি দেহে একটি সত্তা থাকবে আমাদের একটি সত্তারই বসবাস হবে। তোর আমার মাঝে যতই দুরত্ত থাকনা কেন একে অন্যর মনের গহীনে আমরা থাকবো সারাজীবন।

৩১. আমি যখন হতাশায় ভরা থাকি, তুই তখন আমার পাশে ছায়া হয়ে এসে দাঁড়াস আমাকে সান্তনা দিস যে, সান্ত্বনা তে আমি অনেক ভরসা পাই বন্ধু।

৩২. তুই আমার কাছে মুক্ত নীল আকাশে মত উদার।

৩৩.রাতে আকাশের তারাদের মিষ্টি হাসির মতো বন্ধু তুই আমার কাছে। যা কোনদিন হারাবে না।

৩৪. তুই আমার রাতের আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো একটি নাম বন্ধু।

৩৫. বন্ধুত্ব সৃষ্টিকর্তার দেওয়া একটি সম্পদ। এই সম্পত্তি যার থাকেনা সে আসলে প্রকৃত ভাবে বন্ধুকে চিনতে পারেনা।

৩৬. বন্ধুত্ব মানে সারাদিনের কার্যকলাপের সন্ধ্যার পরে চায়ের দোকানে আড্ডাতে আলোচনা করা। হাসি-ঠাট্টা মজায় সময়টুকু ভরিয়ে দেওয়া।

৩৭. বন্ধুত্ব মানে একে অপরের পিছনে হাজারো খুনসুটি লেগে থাকা। বন্ধুত্ব মানে একে অপরের মধ্য সামান্য ঝগড়া আবার পরক্ষণেই দুজন দুজনকে জড়িয়ে ধরে সরি বলা।

৩৮.বন্ধুত্ব পৃথিবীতে না থাকলে হয়তো কোন মহৎ কাজ সম্পন্ন হতো না, ব্যক্তিগত কোন সুখ -দুঃখ ,হতাশা ভাগাভাগি করার মতো কোনো অপশন থাকতো না। মানুষকে হয়তো পাওয়া যেত না একটি সুস্থ মনুষ্যত্ব রুপে।বন্ধু ছাড়া, একটি সুস্থ মানুষ বাঁচতে পারতো না

৩৯.বন্ধুত্ব সত্যিই সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ স্বরূপ।যা সবার ভাগ্য জোটে না।

৪০. পকেটে টাকা না থাকা একজন সৎ বন্ধু, কোটিপতি অসৎ বন্ধুর চেয়ে অনেক অনেক উত্তম। সঠিক মনুষ্যত্ব বোধ নিয়ে একজন সৎ বন্ধু তৈরি হয়। অসৎ বন্ধু কখনো প্রকৃত বন্ধু সমতুল্য হতে পারে না।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*