
যখন কোন কাজ না করেই আমরা সফলতার কথা ভাবতে থাকি অথবা কোন কাজ না করেই আমরা টাকা গুণতে থাকি তখন আমাদেরকে অনেকেই বলে থাকে যে গাছে কাঁঠাল এবং গোঁফে তেল দিয়ে আমরা বসে আছি। কোন কাজ না করে আপনি যখন সেই কাজের ফল ভোগ করতে চাইবেন এবং কোনো কাজ না করেই আপনি যখন সফলতার জন্য মুখিয়ে থাকবেন তখন আপনাকে এই কথা শুনতে হবে। গাছে কাঁঠাল গোঁফে তেল এর অর্থ হলো আপনি কোন কর্ম ছাড়াই সফলতার স্বাদ ভোগ করতে চান। কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটি সফল মানুষ তার জীবনে অনেক পরিশ্রম করেছে এবং পরিশ্রম করার মধ্যেই সফলতা এসেছে। এই সফলতা পেতে হলে আমাদেরকে গোঁফে তেল দিয়ে বসে না থেকে কাজের জন্য লেগে পড়তে হবে। নিচে গাছে কাঁঠাল গোঁফে তেল এর ইংরেজি অনুবাদ দিয়ে দেওয়া হল এবং তা আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন।
আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয় এবং জীবনধারণের জন্য আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। একজন অলস ব্যক্তি যদি কাজ না করে একজন সুখী ব্যক্তির মত নিজেকে আশা করে তাহলে সেই ব্যক্তির গাছে কাঁঠাল গোঁফে তেল দেওয়ার মতোই অবস্থা হবে। গাছে কাঁঠাল ধরেছে কি ধরেনি তা ভেবে আপনি যদি আগে থেকে কাঁঠাল খাওয়ার জন্য গোঁফে তেল দিয়ে বসে থাকেন তাহলে তা হবে খুবই বোকামি। কারণ কোনো কিছু পেতে হলে কোন কিছু করতে হয় এবং এর জন্য একজন মানুষের অবশ্যই পরিশ্রম করতে হবে বা কাজ করতে হবে। তাই কেউ যদি কোনো কাজ না করে সব সময় আরও একজন সফল মানুষের সঙ্গে নিজেকে তুলনা করে তাহলে সে হবে সবসময় বোকা।
= To count one’s chickens before they are hatched.
একটি মুরগির খামারে যখন কিছু বাচ্চা উঠায় তখন তাতে যদি আপনি দাম হিসাব করতে থাকেন তাহলে আপনাকে ভুগতে হবে। কারণ নতুন একটি কাজ শুরু করার ক্ষেত্রে আপনি সফল হবেন কি হবেন না এবং আপনার কৌশলের মাধ্যমে পরিশ্রম কতটুকু রয়েছে সে বিষয়গুলো নির্ভর করে। তাই গাছে কাঁঠাল দেখে গোঁফে তেল দিয়ে বসে না থেকে আমরা যদি কাজে লেগে পড়ি তাহলে একসময় আমরা সফল হবোই। তাছাড়া একটি কথা মনে রাখবেন যে, আপনার মেধার তার চাইতে একজন পরিশ্রমী ব্যক্তির মূল্যায়ন সবচাইতে বেশি। তাই মেধাবী হওয়ার চাইতে বেশি পরিশ্রমী হয়ে উঠুন এবং তার সুফল উপভোগ করুন।
Leave a Reply