শিশুদের সাথে সব সময় স্নেহ দিয়ে আদর দিয়ে বড় করে তুলতে হয়।ছোট থাকতেই শিশুদের যত আদর দিয়ে বড় করবেন তার মধ্যে ভদ্রতা এবং মানসিকতার ততবেশি প্রতিফলিত হবে। আর যদি তাকে ছোট থেকে ভদ্রতা না শিখাতে পারেন সে কোনোদিনই ভদ্র মানুষ হিসেবে জীবন গড়তে পারবে না। তাই যখন একটি পরিবারের ছোট শিশু জন্মগ্রহণ করে তখন থেকে তার সাথে আদর এবং স্নেহ দিয়ে তাকে বড় করে তুলতে হবে। তারমধ্যে আদর্শ ও মানসিক মনোভাব প্রকাশিত করতে হবে।
আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার সন্তানটি মানুষের মত মানুষ হোক তার মধ্যে ন্যায়–অন্যায়ের তফাৎ টি বোঝার ক্ষমতা হোক।থেকেই বাবা মায়ের দায়িত্ব তাই অনেক বেশি। প্রথম দায়িত্বটি শুরু হয় শিশুদের সঠিক নাম রাখার উপরে। যদি আপনার সন্তানটি সুন্দর একটি মার্জিত নাম না হয় তাহলে তার জীবনের সে নামটির অনেক বড় প্রভাব ফেলে। তার নাম দিয়েছে ভাবতে পারে যে সে অনেক বড় শক্তিশালী হয়ে গিয়েছে।
যখনই তার জন্য একটি সুন্দর অর্থযুক্ত নাম আপনি নির্বাচন করবেন তখন তার মধ্যে মানসিকতা এবং আদর্শের গুণাবলীগুলো পরিদর্শী তো হবে।তারমধ্যে মানবিক গুণাবলী সৃষ্টি হবে যার ফলে সে পরিবার এবং পরিজন সবার কাছেই আদর্শ ও সৎ মানুষ হিসেবে পরিলক্ষিত হবে। সেই জন্য ছোট দেই আপনার সন্তানটি নামটি রাখতে হবে সুন্দর এবং অর্থযুক্ত বড় হয়ে যেন সে ওই নামের মতোই সুন্দর জীবন গড়ে তুলতে পারে। খবর পরিবার পরিবার সমাজ সবার সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে পারে।
র অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
সমাজের প্রতিটা মানুষ যেন আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গণ্য করে সেটা নিশ্চয়ই আপনি চাইবেন।বর্ণমালার র অক্ষর দিয়ে কিছু নামের তালিকা। আপনার এবং আপনার পরিবারের সবাই পছন্দ করবে। আর এই নামের মতোই ভবিষ্যৎ জীবন গড়ে উঠবে আপনার ছোট্ট আদরের সোনামণিটির।
তবে তার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিক। আর সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পেরেছে।সবার কাছে আপনার সম্মান আরো বেড়ে যাবে আপনার ছোট্ট আদরের সন্তানের জন্য যখন সে বড় হয়ে আপনার মুখ উজ্জ্বল করবে। সঠিক সিদ্ধান্ত নিলে সব সময় সঠিক কিছুই হয় বা ভালো ফলাফল পাওয়া যায়। নেই ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই করতে হয়।
তবে সেটা যদি হয় আপনার আদরের সন্তানকে নাম নিয়ে তাহলে তো আরো চিন্তাভাবনা করে সুন্দর অর্থ খুঁজে নাম রাখা টি দরকার।তাহলে সবাই পছন্দ করবে আপনার রাখা নামটি কে। চলুন তাহলে দেখে আসি বাংলা বর্ণমালা অক্ষর দিয়ে কিছু সুন্দর অর্থযুক্ত নাম।
Leave a Reply