ছেলে বেস্ট ফ্রেন্ডের জন্মদিনের শুভেচ্ছা

ছেলে বেস্ট ফ্রেন্ডের জন্মদিনের শুভেচ্ছা

আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডকে নানাভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। বন্ধুদের মধ্যে জন্মদিনের শুভেচ্ছা জানানো খুব স্বাভাবিক বিষয়। আমাদের বন্ধুকে সাধারণভাবে শুভেচ্ছা জানিয়ে থাকি। কিন্তু বন্ধুদের আমরা নানাভাবে ছন্দ আকারে, কবিতা আকারের ,গান আকারে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। আপনি যদি আপনার বন্ধুকে একটি সুন্দর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পাঠাতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।

চলুন দেখা যাক আপনার বন্ধুকে পাঠানোর জন্য কিছু জন্মদিনের স্ট্যাটাস।

১// বন্ধু আজ তোমার জন্মদিন। ভুলে চলে আসলো তোমার আরও একটি জন্মদিন। তোর মত আজও জানাই শুভ জন্মদিন। “”””হ্যাপি বার্থডে টু ইউ”””

২// আজ আমার বন্ধুর জন্মদিন। প্রিয় বন্ধুর জন্য কিছু লেখার চেষ্টা করি। জন্মদিন মোবারক বন্ধু। আল্লাহর রহমতে আমি তোকে আমার জীবনে বন্ধু হিসেবে পেয়েছি। কে আল্লাহ তোকে সুস্থ রাখুক। ভালো রাখুক। সব স্বপ্ন যেন পূরণ হয়। শুভ জন্মদিন।

৩// আজ আমার প্রিয় বন্ধু অতীতে এই দিনটাতে পৃথিবীতে এসেছে সেজন্য আমি তাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। তোকে ছাড়া আমি অচল। আমরা একে অপরকে ছাড়া কিছু করতে পারি না। আমরা একে অপরের পরিপূরক। ছাড়া আমি অসম্পূর্ণ আর আমাকে ছাড়া তুই অসম্পূর্ণ। একে অপরকে আমাদের খুব প্রয়োজন। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন সারা জীবন একসাথে জীবনের পথ গমন করতে পারি। শুভ জন্মদিন পার্টনার। হ্যাপি বার্থডে টু ইউ।

৩// হাই ব্রো। আজ তোর শুভ জন্মদিন। আজ আমরা অনেক আনন্দ করবো। শুভ জন্মদিন উপলক্ষে আমি দশ দিন আগে থেকে সব কল্পনা করে রেখেছি। আজ সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত আমি, তুই এবং বাকি বন্ধুরা মিলে খুব আনন্দ করবো। আজকের দিনটা তোকে আমরা খুব জ্বালাবো। ঘুরবো, বাড়াবো, মজার মজার খাবার খাব খুব আনন্দ হবে। দেখা হচ্ছে বন্ধু। শুভ জন্মদিন।

৪// আজকের দিনটা একটি বিশেষ দিন আজকের দিনে তুই পৃথিবীতে এসেছিলে বলে তোকে বন্ধু হিসেবে আমার জীবনে পেয়েছি। ধন্যবাদ রে, সব সময় পাশে থাকার জন্য। সব সময় আমার সাপোর্টার হওয়ার জন্য। আমি তোকে খুব ভালোবাসি। তোর জন্মদিন উপলক্ষে তোকে অনেক ভালোবাসা জানাই।

**শুভ জন্মদিন*

৫// আজ তোর জন্মদিন তাই আল্লাহর কাছে তোর জন্য দোয়া করেছি। আর তুই আমাকে তোর জন্মদিনের ট্রিট দিবি। আল্লাহ যেন তোর সকল স্বপ্ন পূরণ করেন। ভবিষ্যতে তোকে যেন অনেক বড় করেন। এভাবে ই হাসিখুশি থাকিস। সর্বদা এরকম সরল সহজ থাকিস। তোর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। তোর মত একটি সুন্দর ফুটফুটে ছেলে যেন সারা জীবন এইরকমই উজ্জ্বল থাকে। তুই তোর সুন্দর হাসি দিয়ে এভাবে যেন সবার মন ভরিয়ে দিতে পারিস। তোর মত সুন্দর মনের বন্ধুকে পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া ওয়াদা করি। আল্লাহ আমার বন্ধুকে হায়াত দান করো। আল্লাহ আমার বন্ধুকে তার জন্মদিনে অনেক আশীর্বাদ করো। শুভ জন্মদিন।

৬// জন্মদিনের দিনে আমার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা হিসেবে বলতে চাই তুই আমার কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। আজ দশ বছর ধরে আমরা একসাথে। আগামী আরো একশত বছর তোর সাথে থাকতে চাই। তোকে আমি পাশে চাই আমার সকল খুশিতে। সকল দুঃখের, আমার সকল হাসিতে, আমার সকল সাফল্যে, আমার সকল কষ্টে,,,,
জীবনের প্রতিটা মুহূর্তে আমি তোকে আমার পাশে চাই ।

দীর্ঘায়ু হও বন্ধু। নিজেকে এবং নিজের পরিবারকে সবসময় খুশি খুশিতে রেখো। তোমার এই বিশেষ দিনে তোমাকে অনেক অভিনন্দন। শুভ জন্মদিন।

৭//জন্মদিন মোবারক বন্ধু। হ্যাপি বার্থডে মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড। ,,happy birthday my,,,
,,,, dearest friend,,,
,,,,,,always shine like a star,,,,
,,,,,stay in blessed,,,,
,,,,we all love you,,,,

once again
,,,,, happy birthday to you,,,,

শুভ জন্মদিন বন্ধু।

৮//আজ তোর জন্মদিন আজ আমাদের ট্রিট চাই।
তোর জন্য রইল অনেক শুভকামনা। জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন। অনেক ভালোবাসা রইলো। শুভ জন্মদিন।

এভাবে আপনি আপনার ছেলে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। আশা করি আমাদের ওয়েবসাইট থেকে আপনি উপকৃত হবেন। আপনি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো কাউকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পাঠানোর জন্য সাহায্য পেতে পারেন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*