আমাদের প্রত্যেকের জীবনে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা প্রতিটি মুহূর্তে আমাদের মঙ্গল কামনা করে। আমরাও সব সময় সেই মানুষগুলোর মঙ্গল কামনা করি এবং তাদের পাশে থেকে সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি। বিশেষ দিনগুলোতে আমরা এই মানুষগুলোর পাশে থেকে আনন্দ ভাগাভাগি করে নেই। আমাদের সকলের জীবনেই আনন্দ, দুঃখ, হতাশা রয়েছে। রয়েছে বিচ্ছেদের অনেক গল্প।
প্রতিটি গল্পের পেছনে আবার রয়েছে এক একজন মানুষ। এই মানুষগুলো কেউ কেউ আমাদের পক্ষে থেকেছে আবার কেউ কেউ সবসময় আমাদের বিপক্ষে থেকেছে। কেউ আমাদের পক্ষে আছে কিনা বিপক্ষে সে কথা না ভেবেই আমরা অনেকেই দিনের পর দিন প্রতিটি মানুষের মঙ্গল কামনা করে যাচ্ছি। বিশেষ দিনগুলোতে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের যেমন শুভেচ্ছা জানিয়ে থাকি তেমনি যে মানুষগুলোর সাথে আমাদের দূরত্ব রয়েছে তাদেরকেও শুভেচ্ছা জানানোর চেষ্টা করি। আজকের লেখায় কথা বলব বিশেষ দিনগুলোতে কিভাবে আমরা মানুষকে শুভেচ্ছা জানাতে পারি।। আজ মূলত আমরা জন্মদিনের শুভেচ্ছা নিয়েই আলোচনা করব।
প্রতিটি মানুষকে আমরা নিশ্চয়ই একইভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকি না। অর্থাৎ আমাদের বন্ধুবান্ধবকে আমরা যেমনভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাই, পিতা মাতাকে নিশ্চয়ই একইভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি না। কোন ধরনের মানুষকে কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হয় তা উদাহরণসহ তুলে ধরা হবে আজকের আর্টিকেলে। চলুন দেখে আসা যাক কিভাবে আমাদের প্রিয় মানুষগুলোকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি।
প্রথমে কথা বলবো প্রিয় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। যে বন্ধুরা আমাদের পাশে সব সময় থাকে তাদেরকে যে আমরা শুধু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকে এমনটা নয়। বন্ধুদের জীবনের প্রতিটি সফলতায় আমরা অংশীদার হওয়ার চেষ্টা করি। আমরা প্রার্থনা করতে থাকি আমাদের বন্ধুরা যেন দিনে দিনে সফলতার চূড়ায় পৌঁছাতে পারে। কিন্তু এরপরেও জন্মদিনের মতো বিশেষ দিনে একটু ভিন্নভাবে শুভেচ্ছা না জানালেই নয়।
এ কথা ভেবেই আমরা জন্মদিনে প্রিয় বন্ধুদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকি। প্রিয় বন্ধুকে শুভেচ্ছা বার্তা লেখার সময় নিশ্চয়ই আমরা পুরনো দিনগুলো স্মরণ করি এর পাশাপাশি ভবিষ্যতে দিনগুলো যেন আরো বেশি সুন্দর ও উপভোগ্য হয়ে ওঠে সেই কামনা করি। আমাদের বিশ্বাস আপনারাও যখন প্রিয় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাবেন তখন ঠিক এভাবেই লিখে পাঠাবেন।
প্রিয় বন্ধুর পর এবার আপনাদের জানাবো আমাদের পরিবারের সদস্যদের আমরা কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাবো। পরিবারের সদস্য বলতে আমরা কাদের বুঝি? নিশ্চয়ই আমাদের পিতা-মাতা ও ভাই বোন। এছাড়াও পরিবারে আমাদের আরো অনেক সদস্য রয়েছে যেমন দাদা, দাদি, চাচা, চাচি, ফুফু, খালা অথবা চাচাতো মামাতো ভাই বোন। এই প্রতিটি মানুষকেই জন্মদিনে শুভেচ্ছা জানানো উচিত। আমরা যখন তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাবো তখন তারা অনেক খুশি হবে এবং আমাদের জন্যও মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। আমরা নিশ্চয়ই স্বার্থের লোভে কাউকে শুভেচ্ছা জানাবো না বরং নিজের মন থেকেই সবার জন্য দোয়া করব।
এখন কথা বলি পরিবারের সদস্যদের জন্মদিনের জানাবো কিভাবে। আমরা জন্মের পর থেকে যে মানুষগুলোর সামনে বড় হয়েছি তারা আমাদের পরিবার। ছোটবেলায় যখন এক পা দু পা করে হাঁটতে শিখেছি তখন এই মানুষগুলোই আমাদের হাত ধরে হাঁটা শিখিয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মানুষগুলোকে সম্মান ও শ্রদ্ধা জানাতে হবে। আমাদের একটু ভালোবাসা এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারে। তাই পরিবারের সদস্যদের একটু ভিন্নভাবে জন্মদিনের শুভেচ্ছা না জানালে হয় না। সুন্দর একটি উপহারের সাথে সাথে দরকার হয় তাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানো। আশা করি আপনারাও পরিবারের সদস্যদের সাথে তাদের জন্মদিনে এমন কিছু সুন্দর মুহূর্ত কাটাবেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন ছাড়াও আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যারা হৃদয়ের একদম কাছে থাকে। এই মানুষগুলো কেউ আমরা অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাবো জন্মদিনে। তারা যেন সামনের দিনগুলোতে আরো ভালো থাকতে পারে, সুস্থতার সাথে থাকতে পারে সেই শুভকামনা জানিয়েই জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেব।
Leave a Reply