
সন্তানের নাম রাখা বাবা মায়ের জন্য অনেক আনন্দের একটি কাজ হলেও এটি বেশ কঠিন একটি বিষয়। জন্মের আগেই অনেক বাবা-মা ঠিক করে রাখেন তাদের সন্তানের কি নাম রাখবেন আবার অনেক সময় পরিবারের অন্যান্য সদস্য কিংবা বাবা-মায়ের নামের সাথে মিল রেখে নাম রাখতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যান বাবা-মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা।
জ দিয়ে হিন্দু মেয়েদের আধুনিক নামের তালিকা
একটি নাম রাখা কোনো সাধারণ বিষয় নয় বরং একটি মানুষের সারা জীবনের ব্যাপার। কেননা সেই নামটি সারাজীবন তার পরিচয় ও ব্যক্তিত্ব বহন করবে। আজকের ছোট শিশু আগামী দিনের বড় বড় বিখ্যাত ব্যক্তি হবে। তাই তাদের নাম বুঝে-শুনে ও হিসেব করে রাখা উচিত। যেহেতু একটি নাম একটি শিশুর সারাটা জীবন পরিচয় বহন করবে তাই পিতা মাতার নাম রাখার আগে অনেক ভাবনা চিন্তা করে তারপরে নাম রাখেন।
কখনো এমন কোন নাম রাখা উচিত নয় যেটা শুনতে শ্রুতিমধুর নয় এবং অর্থ সুন্দর নয় তাহলে ভবিষ্যতে সেই শিশুটি নাম নিয়ে বেশ বিব্রত অবস্থায় পড়তে পারে। নামটা যেন এত বড় না হয়ে যায় যেন তার লিখতে বা বলতে অসুবিধা হয়। আবার নামটি এতটা কঠিন হওয়া উচিত নয় যেটা উচ্চারণ করতে গিয়ে মানুষ ভুল উচ্চারণ করে ফেলে।
সন্তানের নাম রাখা পিতা-মাতার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই তারা চেষ্টা করে তাদের সন্তানের নামটি যেন ইউনিক ও সবার থেকে বেশি সুন্দর হয়। একটি সুন্দর নাম বারবার উচ্চারিত হলে কতইনা ভাল লাগে আর সুন্দর নামটি যদি হয় নিজের সন্তানের কিংবা পরিবারের প্রিয় বাচ্চাটির তাহলে তো কথাই নেই তাই নাম রাখার ক্ষেত্রে প্রতিটি মানুষ বিশেষ সর্তকতা অবলম্বন করে। সন্তানের নাম রাখার ক্ষেত্রে পিতা-মাতা কতদিনে বিবেচনা করেন।
হিন্দু ধর্মের মেয়েদের নাম রাখার ক্ষেত্রে পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের নিয়মকানুন মেনে চলেন। যেমন কেউ চায় তার পূজিত দেবীর নামে তার মেয়ের নাম রাখতে। আবার ধর্মীয় পুণ্যবতী কোন নারীর নামে নাম রাখতে চায় পরিবারের সদস্যরা। কখনো আবার জন্ম শিশুর জন্মের সময় অনুযায়ী রাশিফল নির্ধারণ করে না আমরা তো দেখা যায় অনেক হিন্দু পরিবারের সদস্যদের। চাইলাম রাখার ক্ষেত্রে নানান রকম বিষয় বিবেচনা করে একটি হিন্দু পরিবারে।

দুই ও তিন অক্ষর দিয়ে নাম
দুই অক্ষর ও তিন অক্ষর দিয়ে বেশিরভাগ মানুষ নাম রাখতে চাই তাদের শিশু সন্তানের। কারণ বেশিরভাগ মানুষ জানোয়ার তাদের সন্তানের নাম কি যেন অনেক বেশি বড় না হয়ে যায় ও উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়। সেইসাথে নামটি যেন এতটা কঠিন না হয় যেন উচ্চারণে সমস্যা হয়। তাই মানুষের মধ্যে দুই অক্ষর ও তিন অক্ষরের নাম রাখার প্রবণতা অনেক বেশি কারণ এতে নামটা যেমন ছোট শ্রুতি মধুর হয় তেমনি উচ্চারণ করতে সহজ হয়।
আমাদের ওয়েবসাইটে আমরা হিন্দু ধর্মের মেয়ে শিশুদের জন্য জ দিয়ে বেশ কিছু অসাধারণ সুন্দর নাম পর্যায়ক্রমে অর্থসহ সাজিয়েছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। ‘জ অক্ষর দিয়ে নাম জয়ী, জগন্নয়ী, জয়িতা, জাগরী জয়ন্তী, জোসনা, জুই, জ্যোতি, জাগরী,জয়ত্রী,জয়তী, জিয়া, জানকী,জিগীষা ইত্যাদি কিছু নাম। এছাড়াও জ অক্ষর দিয়ে হিন্দু ধর্মের মেয়েদের আরো কিছু অসাধারণ সুন্দর নামের তালিকা রয়েছে আমাদের ওয়েবসাইটে পাশাপাশি অর্থসহ সাজানো রয়েছে।
কন্যাশিশুর নাম রাখতে অনেকেই বিবেচনা করে নামটা যেন অনেক আদুরে ও সুন্দর হয়। তাই কন্যা শিশুর নাম রাখার জন্য বাবা-মা ও পরিবারের সদস্যরা সবচেয়ে বেস্ট নামটি নির্বাচন করতে চায়। আমাদের ওয়েবসাইটে আমরা আপনাদের জন্য আপনাদের নাম খুঁজে পাওয়ার সুবিধার্থে পর্যায়ক্রমে সাজিয়ে রেখেছি জ অক্ষর দিয়ে হিন্দু মেয়েদের নাম।
যখনই আপনার প্রয়োজন হবে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বেছে নিতে পারেন আপনার কন্যা কিংবা আপনার পরিবারের সবচেয়ে ক্ষুদ্র কন্যা সন্তানের জন্য জ অক্ষর দিয়ে লেখা হিন্দু মেয়েদের নাম। এসব নামগুলো যেমন সহজ ও সংক্ষিপ্ত তেমনি আধুনিক। সেইসাথে এই নামগুলো অনেক সুন্দর সুন্দর অর্থ বহন করে যা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা খুব সহজেই বেছে নিতে পারবেন আপনার প্রিয় সন্তানের জন্য সবচেয়ে বেস্ট নামটি।
Leave a Reply