
বিভিন্ন ইউনিক স্টাইলে বাসর ঘর সাজানোর জন্য আইডিয়ার প্রয়োজন পড়ে আর এই আইডিয়াগুলো দিতে এবার আমরা আয়োজন করেছি বাসর ঘরের সাজ নিয়ে। আপনারা যারা বাসর ঘরকে নতুন করে আনকমন ডিজাইনের সাজাতে চান তারা দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইটের এই লেখাগুলো পড়ুন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আশা করছি আপনারা পেয়ে যাবেন ইউনিক স্টাইলের বাসর ঘর সাজানোর আইডিয়া।
বাসর ঘর যত বেশি আনকমন ভাবে সাজাবেন দেখতে তত বেশি সুন্দর লাগবে বর্তমানে সবাই বউ এবং বর সাজানোর পাশাপাশি বাসর ঘরকে আনকমন ভাবে সাজানোর চেষ্টা করে থাকে। বাসর ঘর বিভিন্নভাবে সাজানো যায় তবে এই আইডিয়াগুলো সব সময় সবার মাথায় আসে না অনেক সময় অনেকেই আগের মত করে ঝুলমুলা ফুল দিয়ে বাসর ঘর সাজিয়ে রাখে যা এখন আর দেখতে ভালো লাগে না। তাই আনকমন ভাবে যারা বাসর ঘর সাজাতে চান তাদের সকল আইডিয়া নিয়ে এবারের আয়োজনটি করেছি আপনারা বিভিন্ন ধরনের কাঁচা ফুল বা কেনা ফুল বা প্লাস্টিকের ফুল দিয়ে বাসর ঘর সাজাতে পারবেন।
বাসর ঘর কিভাবে আপনি কাঁচা ফুল দিয়ে সাজাবেন সেই সকল আইডিয়া রয়েছে আমাদের এখানে যারা কাঁচা ফল পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা ফুল দিয়ে বাসর ঘর সাজাবেন। কাঁচা ফুলের বাসর ঘর বলতে গেলে বিভিন্ন ধরনের ফুল হয় যেমন গোলাপ ফুল রজনীগন্ধা ফুল বেলি ফুল কার্ড বেলি ফুল এছাড়াও যে সকল ফুল গুলোর অনেক বেশি গন্ধ রয়েছে সে সকল ফুল দিয়ে আনকমন ভাবে বাসর ঘর সাজানো হয়।
এছাড়াও যারা বেলি ফুল পছন্দ করেন বা রজনীগন্ধা ফুল দিয়ে সুন্দর করে বাসর ঘর সাজানো যায় রজনীগন্ধার ফুলের লম্বা লম্বা মালা করে সেগুলো একসাথে উপরে আটকে দিতে হয় এবং তারপরে চারি সাইডে ফুলগুলো ছড়িয়ে কষ্টের দিয়ে লাগিয়ে দিতে হয় এই ধরনের ডিজাইন গুলো অনেক বেশি সুন্দর লাগে এবং কাঁচা ফুলের গন্ধে পুরো ঘরটা সুবাসিত হয়ে ওঠে।
এছাড়া অনেকে রয়েছে যারা গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করে গোলাপ ফুল দিয়ে বাসর ঘর সাজাতে হলে আপনাকে খাটের সামনের অংশ এবং নিচের অংশের দিকে সুন্দরভাবে সাজাতে হবে তবে শুধু গোলাপ ফুল দিলে ভালো লাগবে না আরো বিভিন্ন ধরনের কালারিং ফুল দিয়ে সাজানো লাগবে। গোত্র আকারে যখন আপনি কালারিং ফুল দিয়ে বাসর ঘর সাজাবেন তখন সেইটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর বিভিন্ন কালার থাকার কারণে বাসর ঘরের ডিজাইনগুলো আরো বেশি ফুটবে। আবার একই স্টাইলে আপনারা প্লাস্টিকের কেনা ফুল দিয়ে বাসর ঘর সাজাতে পারেন প্লাস্টিকের গেদা ফুল দিয়ে বাসর ঘর সাজালেও দেখতে বেশ ভালো লাগে কারণ এই ফুল গুলো বিভিন্ন কালারের হয়।
প্লাস্টিকের কেনা ফুলের মাঝে মাঝে যদি আপনি তাজা ফুল দিয়ে সাজিয়ে তুলেন বাসর ঘর তাহলে তাজা ফুলের সুবাসে গোটা ঘর সুন্দর গন্ধময় হয়ে থাকে।তারপরে আপনি আরো আনকমন স্টাইলে বাসর ঘর সাজাতে পারেন যাদের ফুলের গন্ধ পছন্দ হয় না বা যারা একেবারে সিম্পল বাসর ঘর পছন্দ করেন তারা পুরো ঘরটার চারিদিকে একটি করে বেলি ফুল একটি করে রজনীগন্ধা এবং একটি করে গোলাপ ফুল একসাথে পুরো ঘরের সাইট দিয়ে লাগিয়ে রাখতে পারেন। এতে করে বিছানাসহ গোটা ঘরটাই ফুল দিয়ে সাজানো হয়ে থাকে। অনেক সময় বাসর ঘরের ঢোকার জন্য দরজার সামনে ফুল দিয়ে অনেকেই ঘর সাজিয়ে রাখে এতে প্রথমে ফুল দিয়ে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে।
বাসর ঘরের সাজ ছবি পিকচার ডাউনলোড
এছাড়াও যারা আরো অনেক বেশি গর্জিয়াস ভাবে বাসর ঘর সাজাতে চান তারা খাটের চারিপাশে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন তবে কাঠবেড়িয়া ফুল দিয়ে সাজালে দেখতে বেশি ভালো লাগবে এবং সাথে গোলাপ ফুল ও কেনা কিছু ফুল দিয়ে খাটের দুই সাইডেও সাজিয়ে রাখতে পারেন এতে আরো বেশি গর্জিয়াস এবং আনকমন লাগবে। এই ধরনের ইউনিট ডিজাইনগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা নতুনভাবে বাসর ঘর সাজিয়ে তুলতে পারবেন।
Leave a Reply