ইমু ব্লক কিভাবে খুলতে হয় এবং ইমু ব্লক করার নিয়ম

বর্তমানে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের মধ্যে সাড়া ফেলেছে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। আমরা যারা এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রত্যেকে একের অধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আমাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। আজকে আমরা তেমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এর বিশেষ একটি তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইমো অ্যাপস টি নিয়ে এবং এই ইমো থেকে যদি আপনাকে কেউ ব্লক করে তাহলে সেই ব্লক আপনি কিভাবে আনব্লক করবেন সেই প্রসঙ্গে আপনাদের সঙ্গে কথা বলব।
মূলত ইমো আমরা খুলে থাকি একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সচরাচর সবথেকে কাছের মানুষ জনকেই ইমোতে পেয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দূরের মানুষ ইমো তে চলে আসে। যাই হোক না কেন এই ইমো থেকে কখনো যদি কেউ কাউকে ব্লক করে তাহলে সেই ব্লক করা অবস্থাতে কিভাবে তার সঙ্গে কথা বলতে হবে সেই বিষয়ে এখন আমরা আপনাদের কিছু বুদ্ধি দেব। আপনারা যারা দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই পোস্ট দারুন একটি পোস্ট হতে পারে।
ইমো ব্লক কি
সাধারনত আমরা যখন ইমুতে একে অপরের সঙ্গে কথা বলি তখন কোনো না কোনো কারণে যদি অপর পক্ষের সেই ব্যক্তি আমার উপর রাগান্বিত হয় তাহলে তার কাছে একটি সুযোগ রয়েছে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়ার। সেই সুযোগটি নামই হচ্ছে ইমু ব্লক সিস্টেম। ইমো তে আমরা একে অপরের সঙ্গে এসএমএস এর মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারি। কিন্তু যদি কেউ আইডি থেকে ব্লক করে দেয় তাহলে সেই আইডিতে কোন ভাবে কোন ধরনের যোগাযোগ স্থাপন করা যায় না।
ইমো থেকে একজন ব্যক্তি যদি মনে করে অন্য কাউকে ব্লক করবে তাহলে সেই ব্লক করতে পারে। খুব সহজেই ব্লক করা যায়। আমরা আমাদের অনুচ্ছেদে শেষের অংশ কিভাবে ইমু থেকে ইমু ব্লক করা যায় সেই বিষয়ে জানাবো। এখন আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে ইমো থেকে যদি কেউ কাউকে ব্লক করে তাহলে সেখান থেকে কিভাবে কথা বলবেন।
ইমো ব্লক আনব্লক করার সিস্টেম
আমরা মানুষ রাগের মাথায় অনেক কিছুই করে থাকে। কিন্তু যখন আমরা রাগ থেকে বেরিয়ে আসি তখন বুঝতে পারি অনেক সময় অনেক ভুল কাজ আমরা করে বসে। তাই যারা ইমো ব্যবহার করার সময় রাগান্বিত হয়ে বিভিন্ন আপন জনের ওপর রাগ করে তার আইডি ব্লক করে দেন তাদের জন্য সুযোগ আছে পরবর্তীতে সেই আইডি আনব্লক করে কথা বলার। অনেকেই ভাবেন একবার আইডি থেকে কোন আইডি কে ব্লক করে দিলে পরবর্তীতে আর সেই আইডি কে খুঁজে পাওয়া যাবে না বা আইডির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে না।
তবে আপনি যদি ইমো থেকে কাউকে ব্লক করে থাকেন আপনার কাছে সুযোগ থাকছে সেই ব্লক করা ব্যক্তিকে পুনরায় আনব্লক করে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করার। আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারা মনোযোগসহকারে আমাদের আর্টিকেলটি পড়ুন এবং জেনেনিন ইমো থেকে আনব্লক করার নিয়ম।
প্রথমত ইমো থেকে যদি আপনি ব্লক খুলতে চান তাহলে আপনাকে ইমো অফিশিয়াল অ্যাপস ব্যবহার করতে হবে। আপনি যদি ইমো অফিশিয়াল অ্যাপস ব্যবহার করে আপনার ইমো অ্যাকাউন্ট পরিচালনা করেন তাহলে সরাসরি সেই একাউন্টে লগইন করুন। ইমো তে প্রবেশ করে আপনার সামনে ইমুর হোমপেজে চলে আসবে।
আপনাকে সরাসরি আপনার ইমু প্রোফাইলে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে settings নামক যে এই অপশনটি রয়েছে সেই অপশনটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ ইমো ব্লক সরানোর জন্য আপনাকে প্রথমত settings নামক অপশনটিতে প্রবেশ করতে হবে।
সেটিংস অপশন টিতে প্রবেশ করার পড়ে আপনি দেখতে পাবেন সেখানে বেশ কয়েকটি আরো নতুন অপশন চলে এসেছে। বেশ কয়েকটি অপশন থেকে সেখানে privacy নামক যে অপশনটি রয়েছে সেই অপশনের অপর আপনাকে ক্লিক করতে হবে। privacy নামক এই অপশনটির ওপরে ক্লিক করলে আপনার সামনে আরো একটি নতুন পেজ চলে আসবে।
আপনি যখন প্রাইভেসি নামক অপশনটিতে ক্লিক করবেন তখন আপনার সামনে যে নতুন অপশনটি আসবে সেই অপশনটির নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন blocked list নামক একটি অপশন রয়েছে। আপনি যদি ব্লক করা ব্যক্তিটিকে আমি ব্লক করতে চান তাহলে আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে।
আপনি যখন ব্ল্যাকলিস্ট নামক এই অপশনটি তে প্রবেশ করবেন তখন সেখানে দেখতে পাবেন আপনি আজ পর্যন্ত ইমু থেকে যে যে ব্যক্তিকে ব্লক করেছেন প্রত্যেকটি ব্যক্তির লিস্ট সেখানে রয়েছে। প্রত্যেকটি ব্যক্তির লিস্ট রয়েছে এবং সেই লিস্ট এর পাশে দেখতে পাবেন unblock নামের অপশন রয়েছে।
আপনি সেই লিস্ট ভালোভাবে লক্ষ্য করুন এবং দেখুন কোন ব্যক্তিটি কে আপনি unblock করতে চাচ্ছেন। আপনি যে আইডিকে আনব্লক করতে চাচ্ছেন সরাসরি সেই আইডির উপর সিলেক্ট করুন এবং সেখান থেকে যে unblock অপশনটি রয়েছে সেই অপশনটি উপর ক্লিক করুন।
আপনি যখন এই কাজটি সম্পন্ন করবেন তখন মুহূর্তের মধ্যেই আপনার সেই আইডিটি আনলক হয়ে যাবে অর্থাৎ আপনি যে ব্লক করেছিলেন সেই ব্লক টি খুলে যাবে। কিভাবে খুব সহজে আপনার ইমু থেকে একজন ব্লক করা ব্যক্তির সঙ্গে পুনরায় কথা বলতে পারবেন এবং মেসেজে, ভিডিও কলে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন।
যারা এখন পর্যন্ত এই আনব্লক করার পদ্ধতি জানেন না তারা অবশ্য এখান থেকে পদ্ধতিটি জেনে নিজের প্রিয়জনের সঙ্গে রাগ বসন্ত যদি ব্লক করে থাকেন সেই ব্লক ছাড়িয়ে কথা বলতে পারবেন।
ইমো থেকে ব্লক করার নিয়ম
অনেক সময় ইমো ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকেই আমাদের বিরক্ত করতে পারে। আপনাদের মধ্যে যারা এই অভিজ্ঞতা পেয়েছেন ইমো থেকে বিরক্তিকর এসএমএসের জন্য তাদের জন্য বিশেষভাবে তৈরি করেছে ইমু ব্লক সিস্টেম। আপনারা কিভাবে একজন ব্যক্তিকে ব্লক করতে পারবেন সেই বিষয় এখন আমরা আপনাদের নির্দেশনা দেব।
ইমো ব্লক সিস্টেমে আপনারা যদি কাউকে ব্লক করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে সেই ব্যক্তির প্রোফাইলে প্রবেশ করতে হবে। আপনারা চাইলে ইমু মেসেজ বক্স থেকে সেখানে ওপরে যে অপশন রয়েছে সে অপশন থেকে সেই ব্যক্তির প্রোফাইলে প্রবেশ করতে পারেন।
প্রোফাইলে প্রবেশ করার পরে আপনারা এই প্রোফাইলের ডান পাশে যে তিন ডট ওয়ালা অপশন রয়েছে সেই অপশনটির ওপর ক্লিক করুন। যেই অপশন তীরবর্তী করলে সেখানে দেখতে পাবেন সেই আইডি কে ব্লক করার অপশন রয়েছে।
সত্যিই যদি আপনারা সেই ব্যক্তিকে ব্লক করতে চান তাহলে ব্লক নম্বর অপশনটিতে ক্লিক করুন। ব্লক নম্বর অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই আইডিটি আপনার আইডি থেকে ব্লক হয়ে যাবে। পরবর্তীতে সেই আইডি থেকে আপনাকে কোন ধরনের এসএমএস করতে পারবে না বা কল করতে পারবে না।
ইমো আইডি থেকে ব্লক করা এবং ব্লক আনব্লক করে কথা বলার সম্পর্কিত সকল তথ্য নিয়ে আজকে আমরা আমাদের অনুচ্ছেদ সাজানোর চেষ্টা করেছি।আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থিত করেছি এর বাইরে যদি আপনাদের আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা কমেন্ট বক্স এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবেন।
আমরা আমাদের ওয়েবসাইটে এই সম্পর্কিত বিভিন্ন তথ্য আপলোড করেছি এবং ভবিষ্যতে করব। আপনারা আমাদের নিয়মিত আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের ইমো ব্যবহারকে আরও সুরক্ষিত করুন।