
যে সকল ছেলের ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে ইসলামিক নাম রাখতে চাচ্ছেন তারা বিভিন্ন ধরনের ইসলামিক নাম রাখতে পারেন। আপনি যখন আপনার আইডির নাম ইসলামিক নাম হিসেবে রাখবেন এবং ব্রাকেটের ভেতরে আপনার আসল নাম লিখে দিবেন তখন সেটা অনেক ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে। দুনিয়ার পথে আপনি যেমন মানসিকতার ব্যাক্তি সেই মানসিকতাকে মিল রেখে যদি ইসলামিক ফেসবুক আইডির নাম ব্যবহার করতে চান তাহলে তা করতে পারেন। আপনার আইডির নাম দেখে যদি কারো মনে মহান আল্লাহ পাকের প্রতি বিন্দুমাত্র আগ্রহ জন্মায় এবং আল্লাহ পাকের এবাদত করার প্রতি আগ্রহ জন্মায় তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে খুবই একটা ভালো কাজ আপনি করতে পারছেন। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ইসলামিক নাম সংগ্রহ করে নিন এবং এগুলো ফেসবুক অ্যাকাউন্টে আপনারা ব্যবহার করুন।
বিভিন্ন ধরনের ইসলামিক নাম গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এবং আপনারা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের তথ্য আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেন বলে আমরা আপনাদেরকে এগুলো প্রদান করতে চাই। আপনি যদি মহান আল্লাহপাকের দেখানো পথে জীবনকে পরিচালিত করতে চান অথবা আল্লাহ পাকের নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইবাদত বন্দেগী করার পাশাপাশি দৈনন্দিন জীবনে সকল বিষয় থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং নফসের রক্ষা অবশ্যই করতে হবে। বর্তমান সময়ে ফেসবুকে ঢুকলে দেখা যায় যে সেখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে এবং বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে যেগুলোর মাধ্যমে একটা মানুষের মন মানসিকতা খারাপ করে দেওয়ার ভূমিকা পালন করে।
তাই নিজের ফেসবুক আইডির নাম রেখে যদি আপনি সেই ধরনের গ্রুপগুলোতে বিচরণ করেন তাহলে দেখা যাবে যে অনেকেই আপনার এই আইডির নাম দেখে এই প্রতিপন্ন করতে পারে অথবা আপনাকে কটু কথা বলতে পারে। লোকের কথার চাইতে আপনি যদি নিজের নফসকে হেফাজত করতে পারেন তাহলে সেটাই হবে সবচাইতে ভালো এবং আপনি যখন নিজের আইডির নাম ইসলামিক নাম রাখবেন তখন দেখা যাবে যে সকলেই আপনাকে সমীহ করে চলছে। তাই আপনারা যদি ফেসবুক আইডি নতুন করে থাকেন তাহলে খুব সুন্দর ভাবে এই নাম গুলো ভেঙ্গে ভেঙ্গে অথবা নামের প্রথম অংশ ও শেষ অংশ হিসেবে ব্যবহার করতে পারেন।
তাছাড়া কেউ যদি চলমান নাম পরিবর্তন করতে চান তাহলে ফেসবুক কর্তৃপক্ষ একবার নাম পরিবর্তন করার দুই মাস পর আপনাদেরকে এই নাম আবার পরিবর্তন করার সুযোগ প্রদান করবে। তাই আপনার যখন যেভাবে খুশি সেভাবে ফেসবুক আইডির নাম গুলো পরিবর্তন করতে পারেন। তাই নতুন আইডির ক্ষেত্রেও অথবা পুরাতন আইডির ক্ষেত্রে হোক আপনার যদি মনে হয় ইসলামিক নাম রাখাটা জরুরী অথবা ইসলামিক নাম রাখতে পারলে আপনার নিজের কাছেও ভালো লাগবে তাহলে এই নামগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। ইসলামিক নাম গুলো রাখলে যেমন আপনার সেই নামের দিকে চোখ পড়লে মহান আল্লাহপাকের কথা মনে হবে অথবা সঠিক পথে নিজের জীবনকে পরিচালনা করার কথা মনে হবে তেমনিভাবে আপনাকে কেউ কোন খারাপ গ্রুপে অথবা খারাপ পথে পরিচালিত করতে পারবে না।
ছেলেদের ইসলামিক ফেসবুক আইডির নাম
- আলোর দিশারী।
- আলোর পথিক।
- বিশ্বাসী পথিক।
- বিশ্বাসী।
- সত্যের সন্ধানে।
- আলোর সন্ধানে।
- সত্যের বিশ্বাসী।
- এসো সত্যের পথে।
- এসো আলোর পথে।
- আলোর পথে।
- এসো আল্লাহর পথে।
- এসো ইসলামের পথে।
- এসো শান্তির পথে।
- এসো উম্মাহ।
- এসো সত্যের সন্ধানে।
- এসো আলোর পথে।
- ইসলাম আমার প্রিয় ধর্ম।
- আমি মুসলিম।
- ইসলাম দ্বীন।
- আমি মুজাহিদ।
- মুহাম্মদ আমার রাসূল।
- মুহাম্মদ আমার শিক্ষক।
- মুহাম্মদ আমার আদর্শ।
- মুহাম্মদ আমার নবী।
- মুহাম্মদ আমার ভাই।
- ইসলামের আলো।
- ইসলামের নূর।
- ইসলামিক নাম।
- ইসলামি জীবন।
- ইসলামের বন্ধু।
- আমি মুমিন।
- কল রব।
- হলি টিউন।
- পবিত্র হৃদয়।
- সত্য ইসলাম।
- আতিফ ইসলাম।
- লতিফ ইসলাম।
- নূর ইসলাম।
- সাগর ইসলাম।
- কাজল ইসলাম।
- আহমেদে ইসলাম।
- জাহিদ ইসলাম।
- শোয়েব ইসলাম।
- ইসলামের পতাকা।
- মুসলিমের পতাকা।
- কালিমার পতাকা।
- শান্তির পতাকা।
- শহীদের রক্ত।
- আলোর পতাকা।
- সুলতান আহমেদে।
- সুলতান মুমিন।
- মুমিন ইসলাম।
- সুলতান বাদশাহ।
- আলি ইসলাম।
- আবসার ইসলাম।
- আলি আবসার।
- আলি আবসার ইসলাম।
- আবু বকর।
- আবু বকর সিদ্দিক।
- সিদ্দিক ইসলাম।
- আবু বকর ইসলাম।
- আবরার গালিব।
- আবরার ইসলাম।
- গালিব ইসলাম।
- আজমাইন আদিল।
- আজমাইন ইসলাম।
- আদিল ইসলাম।
- বাবর ইসলাম।
- নজরুল ইসলাম।
- আজমাইন নজরুল।
- আল্লাহু আকবার।
- লা ইলাহা ইল্লাল্লাহ।
- আল্লাহ মালিক।
- আল্লাহ রিজিকদাতা।
- আল্লাহ পালনকর্তা।
- আল্লাহ সৃষ্টিকর্তা।
- আল্লাহ সর্বদ্রষ্টা।
- আল্লাহ সর্বশ্রোতা।
- আল্লাহ মহান।
- মুহাম্মদের সুন্নাহ।
- ওমর আমার আদর্শ।
- আবু বকর আমার আদর্শ।
- আলী আমার আদর্শ।
- উসমান আমার আদর্শ।
যেহেতু ফেসবুকে এখন তথ্য নির্ভর বিভিন্ন ধরনের বিষয়গুলো খুঁজে পাওয়া যায় আবার বিভিন্ন ধরনের খারাপ বিষয় গুলো খুঁজে পাওয়া যায় সেহেতু আপনি আপনার নাম ইসলামিক হিসেবে রাখার পাশাপাশি সেই সকল গ্রুপ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। ফেসবুকে বিভিন্ন ধরনের ইসলামিক গ্রুপ রয়েছে যে গ্রুপগুলো আপনারা খুব সহজেই সংযুক্ত হতে পারেন এবং সেখানে দৈনন্দিন জীবনের আপডেট বা বিভিন্ন ধরনের আমল পেয়ে যেতে পারেন। ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে তা যেন আপনাকে খারাপ পথে পরিচালিত না করতে পারে সে বিষয়ে গুরুত্ব প্রদান করতে হবে এবং আপনি যেন আল্লাহর পথে থাকতে পারেন সে বিষয়টি মাথায় রেখে ফেসবুক ব্যবহার করতে হবে।
Leave a Reply