নাম একটি শিশুর পরিচয়। নাম ছাড়া কোনো মানুষই তার পরিচয় তৈরি করতে পারে না। তাই প্রত্যেকটি মানুষেরই একটি সুন্দর সুন্দর নামের প্রয়োজন হয়। মানুষটি যত বড়ই হোক না কেন তার নাম দিয়েই তার পরিচয় টি বর্ণনা করা হয়।তাই একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন পরিবারের সবাই তার নাম রাখা নিয়ে অনেক আয়োজন শুরু করে দেয়। আত্মীয়-স্বজন সবাই এসে নাম নিয়ে টানাটানি করে।
সবাই এসে ব্যস্ত হয়ে যায় নিজ নিজ পছন্দের নামটি রাখার জন্য।আর পরিবারে যদি কোন বয়স্ক অভিভাবক থাকে তবে তো তার পছন্দের নাম কি সেই শিশুটি রাখা হয়। শিশুটি যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন সবাই তার সেই নামটি ধরে তার পরিচয় তৈরি করে।
তাই ছোট্ট শিশুর একটি সুন্দর নামের অনেক প্রয়োজন হয়।সেই শিশুটি ওই সুন্দর নামের মতোই তার জীবন গড়ে তোলার চেষ্টায় থাকে।
বাবা-মা চাই সুন্দর নামের মতই জানো এই শিশুটির সুন্দর জীবন গড়ে। সে যেন সব জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। জীবন যেন হয়ে ওঠে আনন্দময় ও স্বচ্ছন্দময়।প্রতিটি মা বাবাই চাই তার বাচ্চাটির নাম যেন হয় অভিনব এবং খুবই আনকমন। সকলের মধ্যে ডাকলেই যেন তার বাচ্চার নামটি আগে ফুটে ওঠে। নামের সাথে সাথে এই বাচ্চাটি সবার মধ্যে হয়ে ওঠে নয়নের মনি।
অনেক পরিবারই আছে যারা শিশু জন্ম গ্রহণের পর নাম রাখা নিয়ে অনেক বড় আয়োজন করে।নাম দিয়েছেন আই সেই ছোট্ট সোনামণিদের জন্য। আর সে নাম কি যদি হয় আনকমন এবং অভিনব তাহলে তো সবাই পছন্দ করে সে শিশুটির।
জ অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
নামটি যদি হয় অর্থসহ তাহলে তো কোন কথাই নেই।প্রায় সব বাবা-মা’ই চায় তার বাচ্চাটির নাম জানো হয় সুন্দর একটি অর্থসহ।
অর্থ সহকারে নাম হলে পরিবারের বয়স্ক লোকজনরা খুবই খুশি হয়। সুন্দর একটি অর্থসহ নামের পাশাপাশি যেন সেই শিশুটির ভবিষ্যৎ সুন্দর হয় সেই কামনায় সবাই করে।শিশুটিকে কিভাবে বড় করতে হবে কিভাবে আদর্শ মানুষ হয়ে গড়ে তুলতে হবে সেই চিন্তাটা বাবা-মা এ করে।
যদি শিশুটির নামটি সুন্দর হয় সেই নামটির মতই জীবন গড়ে তোলার চেষ্টায় থাকে বাবা-মা।তাই আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য কিছু সুন্দর নামের ব্যবস্থা করেছি এখান থেকে আপনারা আপনাদের ছোট্ট সোনামণির জন্য আপনাদের পছন্দের নাম কি রাখতে পারেন।
Leave a Reply