ভাবসম্প্রসারণ: জাল কহে, “পঙ্ক আমি উঠাব না আর” / জেলে কহে, ”মাছ তবে পাওয়া হবে ভার

ভাবসম্প্রসারণ: জাল কহে, “পঙ্ক আমি উঠাব না আর” / জেলে কহে, ”মাছ তবে পাওয়া হবে ভার

ভাব সম্প্রসারণ:
“জাল কহে, ‘পঙ্ক আমি উঠাবো না আর,
জেলে কহে, ‘মাছ তবে পাওয়া হবে ভার’।

মূলভাব: জীবন – সংসারে অবিমিশ্র কোন বিষয় নেই। ইতিবাচক ও নেতিবাচক অনুষঙ্গের সমন্বয়ে জীবনের বাস্তবতা। এ বাস্তবতাকে অস্বীকার করা উচিত নয়।

সম্প্রসারিত ভাব: জেলে জাল দিয়ে মাছ ধরে। মাছ তার জীবিকার উৎস। জালে মাছ উঠলে তার মন খুশিতে ভরে যায়। জালে মাছ পড়ার আশাতেই জেলে জলাশয়ে জাল ফেলে। কিন্তু জাল ফেলে প্রতিবার যেমন মাছ পাওয়া সম্ভব নয়, তেমনি জালে কেবল মাছই উঠা অকল্পনীয়। জলাশয় এর গভীরে কাদা আবর্জনা আরো কতকিছু সঞ্চিত থাকে এবং মাছের খাদ্য এবং আশ্রয়দান মাছ পেতে হলে জালকে পঙ্ক স্পর্শ করতে হয় এবং জালের সাথে কাদা- ময়লা উঠবেই। এগুলো বেছে বেছেই মাছ পেতে হয়। জেলে এ বাস্তবতা বুঝে বলেই জালে পঙ্ক আর মাছ উঠা কে স্বাভাবিকভাবে মনে করে। কিন্তু জাল যদি কাদা না তুলতে চায় তাহলে মাঝির কপালে মাছও জুটবে না এটাই বাস্তবতা।

এ বিষয়টি মানব জীবনের বাস্তবতাকেই প্রতীকী তাৎপর্য প্রদান করেছে। মানুষের জীবনে অবিমিশ্র ভালো কিংবা মন্দ বলতে কিছু নেই। ভালো-মন্দের যুগপৎ উপস্থিতিই জীবনের সামগ্রিকতা নির্দেশ করে। যা কিছু ভালো জীবনের জন্য কল্যাণকর তা আমাদের প্রত্যাশিত বটে, কিন্তু আমাদের চারপাশে কেবল সুন্দর এর ছড়াছড়ি থাকবে এটা আশা করা বোকামি।

সকল নেতিবাচক বিষয়ের বিপরীতেই ইতিবাচক বিষয় অবস্থান করে। তাই ভালো-মন্দের যেমন মুদ্রার এপিঠ-ওপিঠ। এই বাস্তবতায় ভালো-মন্দ কে অস্বীকার করা যায় না। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে ভাল মন্দের মিশ্রণ থেকে সচেতনভাবে ভালো গ্রহণ করার সামর্থ্য অর্জন করা। মন্দকে অস্বীকার না করে বরং তাকে এড়িয়ে ভালকে গ্রহণ করার মানসিকতা আমাদের তৈরি করতে হবে। কাদার মাঝেই যেমন রুপালি মাছ পাওয়া যায় তেমনি মন্দের মিশেলেই ভালো কে সন্ধান করা যায়। এ বাস্তবতা আমাদের ভুললে চলবে না।

মন্তব্য: আমাদের পরিবেশে সুন্দর অসুন্দর সব ধরনের বস্তু রয়েছে। তাই কেবল ভালো বা সুন্দর প্রাপ্তির প্রত্যাশা করা ঠিক নয়। ভাল এবং মন্দ দুটো নিয়েই আমাদের জীবন। মনে রাখতে হবে মন্দের পরেই ভালো সন্ধান পাওয়া যাবে।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরের যে ভাব সম্প্রসারণ তিনি আলোচনা করা হলো সেটি বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আমরা চেষ্টা করছি ভাব-সম্প্রসারণ কি সুন্দর এবং সাবলীল ভাষায় উপস্থাপনা করার। আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে উপযুক্ত ভাব-সম্প্রসারণ টি সহজেই পেয়ে যেতে পারেন।

আপনাদেরই ওপর নির্ভর করছে আমাদের পরিশ্রমের সফলতা। তাই আপনারা বেশি বেশি করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং প্রতিনিয়ত শিক্ষার ওপর সর্বশেষ তথ্য আপডেট পেতে থাকুন।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*