
জামালপুর থেকে তারাকান্দি এর দূরত্ব প্রায় 68.6 কিলোমিটার। জামালপুর থেকে তারাকান্দি এই রুটে মোট দুইটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। সেই দুইটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নাম হল অগ্নিবীণা এক্সপ্রেস এবং যমুনা এক্সপ্রেস। আমরা এখন এই দুইটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের জামালপুর স্টেশন থেকে ছাড়ার সময় এবং তারাকান্দি স্টেশনে পৌঁছানোর সময় সূচি গুলো উল্লেখ করব। আপনারা যারা জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের অনুচ্ছেদে সম্পূর্ণ পড়ুন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন।
অগ্নিবীণা এক্সপ্রেস 735
অগ্নিবীণা এক্সপ্রেস একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। অগ্নিবীণা এক্সপ্রেস নিয়মিত জামালপুর টু তারাকান্দি এ রুটে চলাচল করে। অগ্নিবীণা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহের সাত দিন চলাচল করে। অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশন হতে সেরা আসে 3:01 এবং তারাকান্দি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 4:45 মিনিটে।
যমুনা এক্সপ্রেস 745
যমুনা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। যমুনা এক্সপ্রেস নিয়মিত জামালপুর টু তারাকান্দি এ রুটে চলাচল করে। যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সপ্তাহের সাত দিন চলাচল করে। যমুনা এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসে 9:20 এবং তারাকান্দি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 10:55।
জামালপুর টু তারাকান্দি ট্রেনের ভাড়ার তালিকা
শোভন আসনের টিকিট মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে 45 টাকা। শোভন চেয়ার আসনের টিকিট মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে 50 টাকা। প্রথম আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 90 টাকা। প্রথম বার্থ আসনের টিকিট মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে 110 টাকা। স্নিগ্ধা আসনের টিকিট মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে 115 টাকা। এসি আসনের টিকিট মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে 127 টাকা। এসি বার্থ আসনের টিকিট মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে 150 টাকা।
আশা করি আমাদের অনুচ্ছেদ থেকে আপনারা জেনে নিতে পেরেছেন জামালপুর টু তারাকান্দি ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এবং ভাড়ার তালিকা গুলো সম্পর্কে।
Leave a Reply