যারা যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ে থাকেন তাদের জন্য বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে এমন সকল যুক্তবর্ণ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ গঠন করা হয়েছে। পরীক্ষায় কমন সে এমন সকল যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করার পাশাপাশি আমরা সেই ধরনের শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন তা নমুনা দেখিয়ে দিয়েছি। তাই যুক্তবর্ণ দিয়ে যে ধরনের শব্দ ও বাক্য গঠন আপনারা পেতে চাইছেন তা আজকে আমাদের ওয়েবসাইটের এই পোস্টের নিচে গেলেই পেয়ে যাবেন।
যুক্তবর্ণ দিয়ে বাক্য গঠন
আমরা মনে করি যে আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটি বিষয়ে যুক্ত বর্ণের শব্দ দিয়ে দেওয়া আছে এবং তা দিয়ে বাক্য গঠন করা আছে বলে আপনারা খুব সহজেই যেকোনো পরীক্ষায় কমন পেয়ে যাবেন। এটি যেহেতু পরীক্ষায় একটি আবশ্যিক প্রশ্ন সেহেতু অবশ্যই ভালোমতো পড়বেন যাতে করে কমন পেয়ে যান এবং পুরোপুরি নাম্বার এখান থেকে তুলতে পারেন।
যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করার ক্ষেত্রে বাংলা পাঠ্য বই পাঠ করার বিকল্প নেই। আপনি যখন মনোযোগ দিয়ে কোন লেখা পড়বেন তখন সেখানে যে ধরনের যুক্ত বর্ণ গুলো আসবে সেগুলো যদি একটিবার চোখ বুলিয়ে রাখেন তাহলে দেখবেন যে যুক্তবর্ণ দেখার সাথে সাথেই তা দিয়ে কি ধরনের শব্দ হতে পারে তা আপনারা বুঝতে পারছেন। তাছাড়া বর্তমান সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডমিশনের উদ্দেশ্যে যে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয় তাতে যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন করার কথা বলা হয়ে থাকে। আর সেই ধরনের শব্দ বাক্য গঠন করার ক্ষেত্রে আপনারা যাতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করতে পারেন তার জন্য আমাদের ওয়েবসাইটে এগুলোর নমুনা দিয়ে দেওয়া হল।
যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো। ন্ত, ম্ম, স্ট, স্ত, ক্ত, দ্ধ, প্ট, ম্ব, ম্প, ত্ব, স্থ, চ্ছ, ন্স, ন্ন, ক্ষ, দ্দ, ম্ভ, ঙ্গ, ঞ্জ, ষ্ঠ, ন্ম, ত্ম, ন্ট, ঞ্চ, স্প, স্ত্র, স্ব, ল্প, দ্ম।
বিভিন্ন ধরনের যুক্ত বর্ণ বাংলা ভাষায় রয়েছে এবং এ সকল যুক্তবর্ণ দিয়ে আমাদের বিভিন্ন ধরনের শব্দ গঠন করতে হয়। শব্দের উচ্চারণের সুবিধার্থে আমরা এই ধরনের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করে থাকি। কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন ধরনের যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করতে পারিনা বলে অথবা কিছু কিছু ক্ষেত্রে দুই থেকে তিনটি শব্দ গঠন করতে বলা হয় বলে আমরা অনেকেই এগুলো সমাধান করতে পারি না। সে ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটি যুক্ত বর্ণের বিপরীতে বেশ কয়েকটি করে শব্দ প্রদান করেছি যাতে আপনারা নিজেদের সুবিধামতো যে কোন কয়েকটি মুখস্ত করে নিতে পারেন।
যুক্তবর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি যখন যুক্ত বর্ণের মাধ্যমে নতুন একটি শব্দ গঠন করতে সক্ষম হবেন তখন অবশ্যই সহজ শব্দ নির্বাচন করবেন। কারণ সহজ শব্দ নির্বাচন করার মাধ্যমে আপনি নিজের থেকে সহজ একটি বাক্য গঠন করতে পারবেন। বাক্য সহজ হোক অথবা কঠিন হোক সেটা যদি গঠন গত দিক থেকে সঠিক থাকে তাহলে আপনি পূর্ণ নম্বর পেয়ে যাবেন এবং অর্থের দিক থেকে অর্থগত ভাব পরিপূর্ণ বজায় রাখতে হবে।
ত্ম দিয়ে শব্দ গঠন
ত্ম = ত্ + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত্ + ম্ + য; যেমন- দৌরাত্ম্য
ন্ধ দিয়ে শব্দ গঠন
ন্ধ = ন্ + ধ; যেমন- অন্ধ,বন্ধ
ন্ধ্য = ন্ + ধ্ + য; যেমন- বিন্ধ্য
ন্ধ্র = ন্ + ধ্ + র; যেমন- রন্ধ্র
ঞ্জ দিয়ে শব্দ গঠন
ঞ্জ = ঞ্ + জ; যেমন- কুঞ্জ
ব্যঞ্জনধ্বনি
দ্দ যুক্তবর্ণ দিয়ে শব্দ
দ্দ = দ্ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব = দ্ + দ্ + ব; যেমন- তদ্দ্বারা
ন্ট দিয়ে শব্দ গঠন
ন্ট = ন্ + ট; যেমন- প্যান্ট (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দ থেকে এসেছে)
ন্ট্র = ন্ + ট্ + র; যেমন- কন্ট্রোল (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ন্ম দিয়ে শব্দ গঠন
ন্ম = ন্ + ম; যেমন- চিন্ময়
স্প দিয়ে শব্দ গঠন
র্শ = র্ + শ; যেমন- স্পর্শ
দ্ম দিয়ে শব্দ গঠন
দ্ম = দ্ + ম; যেমন- ছদ্ম
ল্গ দিয়ে শব্দ গঠন
ল্গ = ল্ + গ; যেমন- বল্গা
ক্র দিয়ে শব্দ গঠন
ক্র = ক্ + র; যেমন- চক্র
ক্রিয়েটিভ
গ্ধ দিয়ে শব্দ গঠন
গ্ধ = গ্ + ধ; যেমন- মুগ্ধ,দগ্ধ
গ্ধ্য = গ্ + ধ্ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ্ + ধ্ + র; যেমন- দোগ্ধ্রী
প্প দিয়ে শব্দ গঠন
প্প = প্ + প; যেমন- ধাপ্পা
তীক্ষ্ণ যুক্তবর্ণ
ক্ষ্ণ = ক্ + ষ্ + ণ; যেমন- তীক্ষ্ণ,সুতীক্ষ্ণ
তাছাড়া যুক্তবর্ণের যে সকল শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং অনুশীলন বয়ে আমরা যে ধরনের শব্দ পেয়ে থাকে সেগুলো খুব একটা ব্যবহার আমরা করতে পারিনা। তাই প্রত্যেকটি শিক্ষার্থীর উচিত হবে যুক্তবর্ণ তৈরি করার ক্ষেত্রে সহজ শব্দ নির্বাচন করা এবং সেটা দিয়ে সহজ বাক্য গঠন করা।
বিভিন্ন ধরনের অনুশীলন বই থেকে আমরা যুক্তবর্ণের অনুশীলন করে থাকলেও পরীক্ষায় দেখা যায় যে অনেকগুলো যুক্তবর্ণ প্রদান করা হয়ে থাকে। যুক্তবর্ণ ভাঙলে কি কি পাওয়া যায় এ ধরনের অনুশীলন করিয়ে থাকলেও আমরা যখন বাক্য গঠন করতে যাই অথবা শব্দ গঠন করতে চাই তখন আমরা অনেকেই পরাজয় গ্রহণ করি। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে বাক্য গঠন করার ক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে খুব ভালো করেছেন। প্রত্যেকটি যুক্ত বর্ণের বিপরীতে যে সকল শব্দ প্রদান করা আছে সেগুলো আপনারা সঠিকভাবে ব্যবহার করে বাক্য গঠন করবেন এবং এ বিষয়ে কোন কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
Leave a Reply