পরিবারের প্রত্যেকটি সন্তানই সবার অনেক আদরের হয়। বাবা–মা খুব যত্নসহকারে তাদের সন্তানদের বড় করে তোলে।এবং চেষ্টায় থাকে কীভাবে তাদের সন্তানটি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
শুধু আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা টি বাবা মায়ের দায়িত্ব নয় ছোট থেকে বাচ্চাটি যেন কোন কষ্ট অনুভব না করে সেদিকে বাবা–মা খুব বিশেষভাবে দায়িত্ব পালন করে।তাই যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করে তাকে একটি সুশীল নাম চেষ্টাও করে বাবা–মা এবং পরিবারের সবাই।
বাচ্চাকে যখন জন্মগ্রহণ করে তখন পরিবারের সকলেই এবং আত্মীয়স্বজনসহ সে বাচ্চা টি শুভকামনা আশা করে। সবাই তাকে আদরের সাথে কিছু নাম দেয়ার চেষ্টা করে। সবাই সেই ছোট্ট সোনামণিদের জন্য অনেক অনেক নাম নির্বাচন করে।সবনাম এর মধ্যে একটি নামী পছন্দ করে সে বাচ্চাটির জন্য রাখা হয়।
আর সেই একদিন আমি যদি হয় অর্থ সম্পন্ন তাহলে তো আরো ভালো হয়। প্রতিটি বাবা–মা‘ই চাই ছোট্ট শিশুটির একটি আধুনিক নাম হক। এবং সে নামের অর্থ কি খুব সুন্দর হোক। সে নামের মতোই যেন শিশুটি সৎ চরিত্রের মানুষ হতে পারে। এবং তার মধ্যে সামাজিক এবং নৈতিক গুণাবলী তৈরি হতে পারে।
ক অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
বাবা–মা শিশুটিকে অনেক যত্নসহকারে লালন–পালন করে তার পাশাপাশি সামাজিক এবং নৈতিকতার গুন যেন তারমধ্যে ভালোভাবে থাকে সেদিকটাও চেষ্টায় থাকে। সেই শিশুটাকে নিয়ে পরিবারের সবারই অনেক ভাবনা চিন্তা থাকে।সুন্দর একটি নাম দেওয়ার কর্তব্য বাবা–মার থাকে।
এই নাম টি হবে শিশুটির সারা জীবনের পরিচয় সে যত বড়ই হোক না কেন নামেই হবে তার পরিচয়। বাচ্চা জন্ম গ্রহণের পরে বাবা–মায়ের কিছু পছন্দ করে রাখার নাম থাকে। সেই অক্ষর টা যদি হয় বাংলা বর্ণমালার কর তাহলে তো অনেক নামে পাওয়া যায়। আমরা আপনাদের জন্য ক অক্ষর দিয়ে অনেকগুলো নামি ব্যবস্থা করেছি এখান থেকে আপনার সন্তানদের জন্য সবথেকে সুন্দর নামটি আপনি বেছে নিতে পারেন।
অর্থ সহকারে আমরা নাম দিয়েছি। প্রতিটি বাবা–মা যাবে জানো তার সন্তানের ভালো নামের সাথে সাথে একটি সুন্দর অর্থসহ নাম রাখা হয়। অর্থ ছাড়া আবার নাম রাখলে সে নামটিতে তেমন কোনো তফাৎ থাকে না। অর্থ সহিত নাম হলে বাচ্চাদের মধ্যে একটি ভালো মানসিকতার তৈরি হয়। সে বাচ্চাটি বুঝতে পারে তার নামটির একটি সুন্দর অর্থ আছে সেই অর্থ টির মতোই তাকে বড় হতে হবে সুন্দরভাবে।
ক অক্ষর দিয়ে শিশুদের নাম ইসলামিক ছেলেদের মেয়েদের আধুনিক নামের তালিকা অর্থসহ
1. করম (Karam) উদারতা, দানশীলতা
2. কাইযান (Kaizan) তীব্র গরম
3. কাইযার (Kaizer) কাইসারের বিকৃত রূপ
4. কাইসার (Kaisar) রোমসম্রাট কাইস (কায়স দ্রঃ)
5. কাওকাব (Kawkab) তারকা
6. কাওসার (Kawsar) বৃদ্ধি
7. কাতাদা (Katada) কাঁটাদার গাছ
8. কানআন (Kanaan) নিচু ভূমি
9. কাফনান (Kafnan) কাফন পরিহিত
10. কা’ব (Ka’ab) চৌকোনা
11. কাবাতুল্লাহ (Kabatullah) আল্লাহর কাবা
12. কাবীর (কবীর) (Kabir) বড়
13. কাবূস (কাবুস) (Kabus) অঙ্গার, আলো, বুকচাপা
14. কাবেস (Kabes) অঙ্গার ধারণকারী
15. কামরান (Kamran) চাঁদ-সূর্য, জ্যোৎস্নাময়
৮২১ কামরুদ দ্বীন (কামরুদ্দিন)
অর্থ দ্বীনের চাঁদ
ইংরেজী Kamrud Din (Kamruddin)
৮২২ কামরুর রহমান
অর্থ রহমানের চাঁদ
ইংরেজী Kamrur Rahman
নোট এইভাবে আল্লাহর যে কোন নামের সাথে ‘কামর’ যোগ করা যাবে।
৮২৩ কামরুল আলম
অর্থ বিশ্বের চাঁদ
ইংরেজী Kamrul Alam
৮২৪ কামরুল ইসলাম
অর্থ ইসলামের চাঁদ
ইংরেজী Kamrul Islam
৮২৫ কামরুল হক
অর্থ হকের চাঁদ
ইংরেজী Kamrul Haque
৮২৬ কামরুল হুদা
অর্থ হিদায়াতের চাঁদ
ইংরেজী Kamrul Huda
৮২৭ কামরুল্লাহ
অর্থ আল্লাহর চাঁদ
ইংরেজী Kamrullah
৮২৮ কামাল
অর্থ পূর্ণতা
ইংরেজী Kamal
৮২৯ কামালুদ দ্বীন (কামালুদ্দিন)
অর্থ দ্বীনের পূর্ণতা
ইংরেজী Kamalu Din (Kamaluddin)
৮৩০ কামালুল আলম
অর্থ বিশ্বের পূর্ণতা
ইংরেজী Kamalul Alam
৮৩১ কামালুল ইসলাম
অর্থ ইসলামের পূর্ণতা
ইংরেজী Kamalul Islam
৮৩২ কামালুল হক
অর্থ হকের পূর্ণতা
ইংরেজী Kamalul Haque
৮৩৩ কামালুল হুদা
অর্থ হিদায়াতের পূর্ণতা
ইংরেজী Kamalul Huda
৮৩৪ কামিল, কামেল
অর্থ পরিপূর্ণ
৮৩৫ কায়স (কায়েস)
অর্থ কঠিনতা, একটি গোত্রের নাম
ইংরেজী Kayas
৮৩৬ কায়েদ
অর্থ অধিনায়ক
ইংরেজী Kayed
৮৩৭ কাযেম
অর্থ রাগ দমনকারী
ইংরেজী Kazem
৮৩৮ কায়েম
অর্থ প্রতিষ্ঠিত
ইংরেজী Kayem
৮৩৯ কারামত
অর্থ অলৌকিকতা
ইংরেজী Karamat
৮৪০ কারীব
অর্থ নিকটবর্তী
ইংরেজী Karib
৮৪২ কারীবুদ দ্বীন (কারিবুদ্দিন)
অর্থ দ্বীনের নিকটবর্তী
ইংরেজী Karibud Din (Karibuddin)
৮৪৩ কারীবুয যামান (কারিবুজ্জামান)
অর্থ যুগের নিকটবর্তী
ইংরেজী Karibuz Zaman (Karibuzzaman)
৮৪৪ কারীবুর রহমান
অর্থ রহমানের নিকটবর্তী
ইংরেজী Karibur Rahman
৮৪৫ কারীবুল আলম
অর্থ বিশ্বের নিকটবর্তী
ইংরেজী Karibur Alam
৮৪৬ কারীবুল ইসলাম
অর্থ ইসলামের নিকটবর্তী
ইংরেজী Karibul Islam
৮৪৭ কারীবুল হক
অর্থ হকের নিকটবর্তী
ইংরেজী Karibul Haque
৮৪৮ কারীবুল হুদা
অর্থ হিদায়াতের নিকটবর্তী
ইংরেজী Karibul Huda
৮৪৯ কারীবুল্লাহ
অর্থ আল্লাহর নিকটবর্তী
ইংরেজী Karibullah
৮৫০ কারীম (করিম/করীম)
অর্থ সম্মানী, দানশীল
ইংরেজী Karim
৮৫১ কারীমুয যামান
অর্থ যুগের সম্মানী
ইংরেজী Karimuz Zaman
৮৫২ কারীমুর রহমান
অর্থ রহমানের সম্মানী
ইংরেজী Karimur Rahman
নোট এইভাবে আল্লাহর যে কোন নামের সাথে কারীম যোগ করা যাবে।
৮৫৩ কারীমুল আলম
অর্থ বিশ্বের সম্মানী
ইংরেজী Karimul Alam
৮৫৪ কারীমুল ইসলাম
অর্থ ইসলামের সম্মানী
ইংরেজী Karimul Islam
৮৫৫ কারীমুল হক
অর্থ হকের সম্মানী
ইংরেজী Karimul Haque
৮৫৬ কারীমুল হুদা
অর্থ হিদায়াতের সম্মানী
ইংরেজী Karimul Huda
ক অক্ষর দিয়ে শিশুদের নাম হিন্দু ছেলেদের মেয়েদের আধুনিক নামের তালিকা অর্থসহ
ক অক্ষর বা K দিয়ে বাঙালি হিন্দু মেয়েদের আধুনিক নামের অর্থ সমেত তালিকা
Leave a Reply