খালি পেটে নিমপাতার রস খেলে কি হয়

খালি পেটে নিমপাতার রস খেলে কি হয়

নিম গাছ অনেক ঔষধি গুণাগুনে ভরপুর একটি গাছ। ভেষজ গাছ নিয়ে কাজ করে তারা অবশ্যই নিম গাছকে ঔষধি গাছের তালিকার ওপর দিকে রাখতে চাইবেন। তবে সরাসরি এই নিম গাছের বিভিন্ন উপাদান ব্যবহার করা ক্ষতিকারক হতে পারে। তাই অবশ্যই আপনাকে সতর্কতার সঙ্গে নিম গাছের ঔষধি ব্যবহারগুলো করতে হবে। আমরা আজকে কথা বলব নিম গাছের পাতার উপকারিতা নিয়ে।

সাধারণত অনেকেই খালি পেটে নিম পাতার রস খেতে বলেন এবং এই নিম পাতার রস খেলে কি উপকার হবে সেটাও জানান। আজকে আমরা বিভিন্ন তথ্যের আলোকে জানার চেষ্টা করব সত্যি খালি পেটে নিম পাতার রস খাওয়া যাবে কিনা এবং খালি পেটে নিমপাতার রস খেলে কি উপকার হয় সে সম্পর্কে। অবশ্যই বৈজ্ঞানিকভাবে এই কথাগুলোর যুক্তি আছে যেটা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি।

নিম গাছের উপকারিতা সমূহ

সাধারণত ১০০ রোগের মহা ঔষধ হিসেবে নিম গাছকে বলা হয়। নিম গাছের প্রত্যেকটি অংশে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদান গুলোর মাধ্যমে কোন না কোন রোগের নিরাময় করা যাবে। তবে সেটার জন্য সরাসরি নিম গাছের বিভিন্ন উপাদান প্রয়োগের ক্ষেত্রে অবশ্য সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ হলো এখানে পরিমানের বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সেটা যদি প্রয়োগের ক্ষেত্রে অতিরিক্ত হয় তাহলে অবশ্যই আপনার শরীরের জন্য সেটা ক্ষতির কারণ হবে।

১০০ রোগের মহা ঔষধ হিসেবে যদি নিম গাছকে ধরা হয় তাহলে সেই রোগগুলো সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। আজকে আমরা নিম গাছের উপকারিতা ও গুনাগুন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আশা করব এগুলো আপনাদের কাছে ভালো লাগবে।। একটি বহুবর্ষজীবী বৃক্ষ হচ্ছে নিম এবং নিম পাতা থেকে আজকাল অনেক প্রসাধনীয় তৈরি হয়। এবং কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকরী।

ম্যালেরিয়া থেকে মুক্তিতে নিম গাছ খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। পানি বা অ্যালকোহল মিশ্রিত নিম পাতা নির্যাস ব্যবহারে একই ধরনের ফল পাওয়া যায় এবং মানসিক চাপ ও অশান্তি কমাতে নিমপাতার রস এইভাবে ব্যবহার করা যেতে পারে। যাদের আলসারের সমস্যা আছে তাদের নিমপাতা নির্যাস বা নিবেশ হতে নির্যাস খেলে পেট্রিক ও ডি উডেনাল আলসার উপশম। এক্ষেত্রে অবশ্যই ২৫ থেকে ৩০ ফোটা নিম পাতার রস একটু মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস আরোগ্য হয়। এছাড়া কাঁচা হলুদের সাথে নিমপাতা বেটে বসন্তের গুটিতে দিলে গুটি দ্রুত শুকিয়ে যায়।

বহুমূত্র রোগ অত্যন্ত পরিচিত একটি রোগ এবং এই রোগ থেকে নিরাময় পেতে হলে আপনাকে প্রতিদিন অন্তত এক টেবিল চামচ নিম পাতার রস সকালে খালি পেটে তিন মাস খেতে হবে। এই রোগ থেকে নির্মূলের জন্য খুবই উপকারী এই উপাদানটি আপনি চাইলে সরাসরি চিবিয়েও খেতে পারেন। নিম পাতার রস খাওয়ার মাধ্যমে ৩০% থেকে ৭০% ইনসুলিন নেওয়ার প্রবণতা কমে যায়।

বিশ্বে এমন একটি রোগ রয়েছে যেটার ঔষধ এখন পর্যন্ত বের হয়নি সেটা হচ্ছে এইডস এবং সেই এইডস থেকে মুক্ত পেতে হলে নিম গাছের বাকল হতে আহরিতো নির্যাস ব্যবহার করতে হবে। অবশ্যই নিম পাতার নির্যাস ব্যবহারের মাধ্যমে এইডস রোগ থেকে অনেকেই মুক্ত হতে পারবেন।

বিভিন্ন ধরনের জটিল হৃদরোগের সমস্যা নিরাময়ে নিম পাতার রস অনেক উপকারী একটি বস্তু। এছাড়া নিয়মিত নিমপাতার রস বা নির্জাস ব্লাড প্রেসার ও কোলেস্টেরল কমাতে আপনাকে সাহায্য করবে। রক্ত পাতলা করতে এবং হার্টবিট কমায় এই নিম পাতার রস।কৃমিনাশক হিসেবে নিম পাতার রস আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে। যাদের পেটে প্রচুর পরিমাণে কৃমির উপদ্রব রয়েছে তারা নিম পাতা রস সরাসরি খালি পেটে খেয়ে দেখুন অবশ্যই কৃমির এইের পরিমাণ কমে যাবে।

রূপচর্চায় নিম পাতা সারা জীবনই ব্যবহার হয়ে আসছে এবং ব্রণ নির্মূল করতে নিম পাতার পেস্ট মুখে সরাসরি ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই নিম পাতার অতিরিক্ত ব্যবহারে যেকোনো ধরনের অঘটন ঘটতে পারে। তাই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই নিম পাতা ব্যবহার করার চেষ্টা করুন এতে করে আপনি ক্ষতিকারক দিক থেকে বেঁচে থাকতে পারবেন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*