কিছু কিছু লোক আছে যারা স্বভাবগত কারণে কখনোই পরিবর্তন হয়না এবং এক্ষেত্রে আমরা তাদের জন্য কয়লা ধুলে ময়লা যায় না এই বাক্য মিলিয়ে দেখি। তবে কিছু কিছু মানুষ রয়েছে যারা পরিস্থিতির শিকারে খারাপ পর্যায়ে চলে গেল একটা সময় তাদের ভেতরে ভালো কিছু চর্চার করার মাধ্যমে একটা সময় ভালো কথা চলে আসে। তবে যারা প্রকৃতপক্ষে খারাপ এবং যাদের স্বভাব কখনোই পরিবর্তন হবার নয় তাদের ক্ষেত্রে আমাদের যদি চেষ্টা করা লাগে তাহলে দেখা যাবে যে সেই চেষ্টা বৃথা গেছে। এক্ষেত্রে কয়লা ধুলে ময়লা যাবে না এবং এই কয়লা ধুলে ময়লা ছোটানোর পেছনে আমাদের সময়ের অবমূল্যায়ন করার কোন মানে হয় না।
খুব সহজ কথায় বলতে গেলে, কোন একজন ছাত্র যদি দিনের-পর-দিন পরীক্ষায় খারাপ করার পরেও তাদের ভেতরে আত্মসম্মানবোধ বা আত্মউপলব্ধি না জাগে তাহলে তাকে আলাদা করে মোটিভেশন দিয়ে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানোর কোনো মানেই হয় না। সাধারণত একজন শিক্ষার্থীর কাজ হবে পড়ালেখা করা এবং কোনভাবে যদি পড়ালেখায় খারাপ করে তাহলে আবার চেষ্টা করা। কিন্তু বর্তমান সময়ের মোবাইলপ্রযুক্তি এতটাই গ্রাস করে ফেলেছে যে শিক্ষার্থীরা পড়ার বই ছেড়ে মোবাইলে বেশি পরিমাণে আসক্ত হয়ে পড়ছে এবং দিনের পর দিন তারা এই ডিভাইসে সময় দিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করছে।
এতে যেমন তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছে তেমনি ভাবে পড়ালেখার দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে এবং পড়ালেখায় তাদের অবস্থা হচ্ছে বকলম। তাই এক্ষেত্রে এ সকল শিক্ষার্থীকে আপনারা যতই মোটিভেশন দিবেন না কেন বা যতই ভালো করার চেষ্টা করুন না কেন দিন শেষে দেখবেন যে আপনার ফলাফল শুন্য এবং চেষ্টা বৃথা কাছে। এখানে শিক্ষার্থীদের হেই প্রতিপন্ন করার জন্য এ কথা বলা হয়নি এবং কিছু কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে এই কথা প্রযোজ্য বলে আমরা তো তুলে ধরেছি। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন এবং নিজের জীবনে ভালো কিছু করার চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আজ থেকে নিজের কাজে মনোনিবেশ করুন এবং সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনার সফলতা নিজেই নিশ্চিত করুন।
= Black will take no other hue.
তাই কয়লার পিছনে সময় দিয়ে তাকে ফর্সা করার চেষ্টা না করে আমরা যদি আমাদের ব্যক্তিগত কাজের সময় দিই তাহলে দেখব যে আমরা ভালোমতো আমাদের কাজ সম্পন্ন করতে পারছি। তবে আপনার আত্ম উপলব্ধি যদি বুঝতে পারে যে কোন একজন ব্যক্তিকে মোটিভেশন দেয়ার পাশাপাশি সহযোগিতা করলে তার ভেতরে আসলেই পরিবর্তন হবে তাহলে অবশ্যই তাকে সময় দিন এবং তার ভেতরে পরিবর্তন আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন।
Leave a Reply