একজন মানুষের সফলতার পেছনে তার পরিশ্রম রয়েছেন। বিনা পরিশ্রমে এই পৃথিবীতে কোন কিছুই অর্জিত হয় না। তাই আপনি যদি কষ্ট না করেন তাহলে সফলতার মুখ দেখতে পারবেন না এবং কোনো কাজেই সফল হতে পারবেন না। কারণ আপনি যে সফলতার চিন্তায় বিভোর হয়ে আছেন সেই সফলতার জন্য অনেক মানুষ কাজ করে যাচ্ছে এবং তাদের কাজের মাধ্যমে নিজস্ব সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছে। যখন আপনি সফল হবেন তখন আপনার এই বর্তমানের পরিশ্রম কিছুই মনে হবে না। মানুষ সবসময় বর্তমানে বসবাস করে। বর্তমানে বসবাস করতে গিয়ে সে শুধু ভবিষ্যতের চিন্তা করতে থাকে এবং কাজের ক্ষেত্রে মনোযোগী না হয়ে অধিক চিন্তার কারণে তার কর্ম ফলাফল খুব একটা ভালো হয়ে থাকে না।
আপনি যদি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন এবং সেই লক্ষ্যের পেছনে দিনের পর দিন পরিশ্রম করতে পারেন তাহলে আপনার সফলতা আসবেই। তবে একটি বনে যেমন গাধা সারাদিন পরিশ্রম করার পরেও সে বনের রাজা না, আবার একটি সিংহ অল্পকিছু পরিশ্রম করে সে বনের রাজা, তেমনি হবে আপনাদের মনে রাখতে হবে শুধু অধিক পরিশ্রম করলেই হবে না বরং কৌশলী হতে হবে। কারণ পরিশ্রমের পাশাপাশি কৌশল এর গুরুত্ব অনেক এবং আপনি যত কৌশলী হবেন তত অন্যান্যদের থেকে এগিয়ে চলে যাবেন। তাই আপনাকে কর্জ করতে হলে কষ্ট করতে হবে।
কষ্ট বিনা সুখ লাভ কি হয় মহিতে-এই কথাটি আপনারা শুনে থাকবেন। এই পৃথিবীতে যত সফল ব্যক্তি রয়েছে তাদের সফলতার পেছনে রয়েছে অনেক কষ্ট এবং পরিশ্রম। আমরা যদি শুধু কষ্ট না করে সফলতার চিন্তা করতে থাকে তাহলে তা বোকামির নামান্তর হয়ে যাবে। তাই আজকে থেকে শপথ নিন যে কোন কাজ করার জন্য লক্ষ্য নির্ধারণ করলে সেই লক্ষ্য নির্ধারণের আগ পর্যন্ত সর্বোচ্চ পরিশ্রম করবেন এবং অন্যান্য থেকে বেশি পরিমাণ পরিশ্রম করবেন।
= Out of debt, out of danger.
আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার চিন্তা থাকবে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা এবং অন্যান্য বন্ধুর থেকে ভাল ফলাফল অর্জন করে সকলকে তাক লাগিয়ে দেওয়া। তেমনি ভাবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম দিয়ে কাস্টমারের মনোরঞ্জন করে সর্বোচ্চ পরিমাণ বিক্রি করা। আপনি যদি কোন অফিসের অধীনে কাজ করেন তাহলে সব সময় বসের মনোযোগী কাজ করা। এই পৃথিবীতে যে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন অথবা সফলতার শিখরে আরোহণ করেছেন তারা সকলেই কষ্ট করেছেন।
Leave a Reply