অনেককে বলতে শোনা যায় জীবন মানে শুধু আনন্দ আর আনন্দ। জীবন মানে শুধু চিল৷ কিন্তু বাস্তবে আসলে আনন্দ আর আনন্দ নয়৷ জীবন মানে সুখ- দুঃখ, হাসি – কান্না, আনন্দ সব কিছুর সমাহার। তাই যারা জীবন মানে শুধু আনন্দ ভাবেন, তারা ঠিক করেন না। যখন এই জীবনে কোন বড় ধরণের বিপদ আসবে, যখন সেই বিপদে কাউকে পাশে পাবেন না, তখন বুঝবেন জীবনটা আসলে কি।
অনেককে দেখা যায় যে জীবন নিয়ে বিভিন্ন রকম কথা খুঁজে থাকে। তাদের কথা মাথায় রেখে মূলত আজকের পোস্টটি জীবন নিয়ে বাস্তবধর্মী বিভিন্ন কথার মাধ্যমে সাজানো হয়েছে। এখান থেকে যে কেউ খুব সহজেই জীবন সম্পর্কিত বিভিন্ন কথা পেয়ে যাবেন বলে আশা করছি। আর এখান থেকে জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয় জানার মাধ্যমে নিজের জীবনকেও আরো সুন্দরভাবে তৈরি করতে পারবেন বলে আশা করছি।
প্রত্যেকটা ব্যক্তির কাছে তার জীবনের মূল্য সবচেয়ে বেশি। কোন কিছুর বিনিময়েই কেউ তার নিজের ক্ষতি হয় বা জীবননাশ হতে পারে এরকম কাজ করে না। কেননা যা কিছুই করা হোক না কেন জীবন একটায়৷ আর এক জীবনে সুখি হতে সব মানুষ পারে না। সুখি হতে হলে, সফল হতে হলে কঠোর পরিশ্রমী হতে হবে৷ নিজের জীবন নিজেকেই সাজিয়ে তুলতে হবে। কেউ কারো জীবন তৈরি করে দিতে পারে না।
তাই জীবন যেহেতু একটায় আর নিজের জীবনকে নিজের মতো করেই তৈরি করতে হবে, তাহলে আজ থেকেই শুরু করে দিন কঠোর পরিশ্রম। কে কি বলছে কোন কথা শোনার দরকার নেই। কিছু মানুষের কাজই হলো অন্যের সমালোচনা করা। তারা সমালোচনা করেই শান্তি পাই। আপনি যত ভালো কাজই করেন না কেন, তারা আপনার সমালোচনা করবেই । তাই তাদের কথায কান না দিয়ে আপনি আপনার নিজের মতো করে নিজের জীবনকে গড়ে তোলার জন্য পরিশ্রম করুন৷ সময়ই একদিন তাদের জবাব দিয়ে দিবে।
আর কারো সাথে কখনো নিজেকে তুলনা করতে যাবেন না। কারণ সৃষ্টির সকল জীব কখনো এক হতে পারে না। সবাই আলাদা। একজনের কাছে যেটা কিছুই না। আরেকজনের কাছে সেটা অনেক দরকারি হতে পারে। একজন ব্যক্তির কাছে যেটা কোন কাজই না, আরেক জন ব্যক্তির কাছে সেটায় হতে পারে তার সফলতা। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা মানে নিজেকেই ছোট করা৷ আপনি আপনার নিজের মতো। আপনার জীবন একান্তই আপনার৷ এর ভালো – মন্দ তাই সব সময় আপনাকেই দেখতে হবে।
মানুষ তার জীবনে সবচেয়ে কষ্ট পায় তখনি যখন কাছের মানুষগুলো তাকে কোন কষ্ট দেয়৷ কথায় আছে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না৷ তাই আপন মানুসের দেওয়া দুঃখগুলো আসলেই মানুস জীবনে খুবই কষ্টদায়ক। যার জন্য বা যাদের জন্য আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন৷ যে কোন বিপদে- আপদে সবসময় আপনার নিজের ক্ষতি করে হলেও তার বা তাদের পাশে থাকছেন, দিনশেষে সেবা তারাও আপনার সাথে বেঈমানী করতে পারে।
কিন্তু আপনি যদি নিজেকে সময় দেন। নিজের জীবনকে গড়ে তোরার জন্য পরিশ্রম করেন, তাহলে আপনি একসময় আপনার পাশে দাঁড়ানোর জন্য অনেক মানুষ পাবেন।আপনার টাকা থাকলে যখন কাউকে প্রয়োজন হবে না, তখনও অনেকে আপনার পাশে থাকতে চাইবে। তাই অন্যের পিছনে সময় নষ্ট না করে, নিজের জীবনে সুখী হতে, সফল হতে নিজেকে সময় দিন আর লেগে থাকুন।
আর কষ্টের সবচেয়ে ভালো দিক হলো তা একসময় শেষ হয়ে যাবে। আপনার জীবনে আপনি এখন কষ্ট করছেন ঠিকই৷ কিন্তু এই কষ্টটাও একদিন শেষ হয়ে যাবে৷ তাই ধৈর্য্য ধারণকরতে হবে। আর নিজের জীবনকে কঠোর পরিশ্রমের মাদ্যমে নিজের মতো করে গড়ে তুলতে হবে।
Leave a Reply