এই পৃথিবীতে যতগুলো সফল মানুষ রয়েছে এবং যেসব মানুষ সফলতা অর্জন করেছেন তাদের সকলের এই বর্তমানের অবস্থার পেছনে অতীতের প্রচুর পরিমাণে কষ্ট রয়েছে এবং ত্যাগস্বীকার রয়েছে। আপনি যদি বর্তমান সমাজের কথা বলেন তাহলে আমরা বলতে পারি বিভিন্ন বিসিএস ক্যাডারের কথা। আপনি লক্ষ্য করলে দেখবেন যে একটা বিসিএস ক্যাডারকে কমবেশি সকলেই সম্মান করে এবং সকলেই মর্যাদা করে। কিন্তু সেই ব্যক্তির বর্তমানের এই অবস্থানের পেছনে যে কতদিনের পরিশ্রম রয়েছে তা হয়তো আমরা বুঝতে পারি না। যখন সেই ব্যক্তি দিনের-পর-দিন পড়াশোনা করে গেছে এবং বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানে নিজেকে বিরত রেখে পড়ার টেবিলের সময় দিয়েছে তখন তার কষ্টের কথা একটি বার হলেও অনুভব করুন।
তাছাড়া যখন দিনের পর দিন চাকরি না পাওয়ার কারণে অন্য লোকের কটু কথা শুনতে হয়েছে অথবা এই ছেলের দ্বারা কিছু হবে না এরকম ধরনের কথা শুনতে হয়েছে তখন তার মানসিক অবস্থার কথা ভেবে দেখুন। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি সকল ধরনের কটু কথা সহ্য করে এবং সকল ধরনের খারাপ ব্যবহার সহ্য করে নিজেকে পড়ার টেবিলে আবদ্ধ রেখেছে এবং অন্য লোকের কথায় কান না দিয়ে পড়ালেখায় মনোনিবেশ করেছে।
এক্ষেত্রে আমরা চাকরির উদাহরণ না দিয়ে যদি ব্যবসা এর উদাহরণ দিই তাহলে দেখব যে সাধারণত একজন ব্যক্তি বর্তমানে যে ব্যবসায় সফলতা অর্জন করেছে তার পিছনে তার অগাধ পরিশ্রম রয়েছে। হয়তো তার ব্যবসা শুরু করার আগে অথবা শুরু করার প্রারম্ভিক দিকে খুব একটা বেশি লাভবান হতে পারেনি এবং কোনরকম ভাবে দিন পার করে এসেছে। কিন্তু দিনের পর দিন পরিশ্রম দেওয়ার কারনে সে এখন সফল মানুষ এবং কষ্ট দিয়েই সে তার কেষ্ট মিলিয়ে নিয়েছে। নিচে গিয়ে কষ্ট বিনা কেষ্ট মেলে না এর ইংরেজি অনুবাদ দেখে নিন।
= No pains, no gains.
আপনি যদি জীবনে কষ্ট পেতে না পারেন তাহলে দেখবেন যে সফলতার মজা আপনার জীবনে খুব একটা প্রভাব ফেলছে না এবং আপনি সেই সফলতা উপভোগ করতে পারছেন না। নিজের জীবনকে উপভোগ করতে হলে সবসময়ই যাওয়ার সাথে সাথে পাওয়ার সম্পর্ক না রেখে সেই বিষয়ে অর্জন করুন এবং অর্জন করার ক্ষেত্রে যত ধরনের কষ্ট রয়েছে এবং পরিশ্রম রয়েছে তা স্বীকার করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। সুন্দর এই পৃথিবীতে জীবনকে সুন্দর ভাবে উপভোগ করার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে এবং সফলতার মুখ দেখার জন্য কষ্টের কোনো বিকল্প নেই এবং পরিশ্রমের কোন বিকল্প নেই।
Leave a Reply