কত হাতি গেল তল, মশা বলে কত জল – এর ইংরেজি, Meaning in English & English Translation

কত হাতি গেল তল, মশা বলে কত জল - এর ইংরেজি, Meaning in English & English Translation

বড় বড় রাঘববোয়াল যখন কোন কাজে চেষ্টা করেও তার সিদ্ধি উদ্ধার করতে পারেনা তখন ছোট কেউ সেই কাজে পরিচিত হয়ে রাখতে গেলে তাকে আমরা সাধারণত এই কথা বলে থাকে যে কত হাতি গেল তল মশা বলে কত জল। আসলে প্রত্যেকটি কাজের সঙ্গে প্রত্যেকটি মানুষের সঙ্গতিপূর্ণ বিষয় বলে জিনিস ম্যাটার করে। একজন মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এটাই স্বাভাবিক। কিন্তু একজন যোগ্যতাহীন মানুষ যে কাজে লাগবে সেই কাজে তার সফলতার কোন আউটপুট দেখা যাবে না।

তাই যে কাজে যাকে মানায় তাকেই সে কাজ দেওয়া উচিত। না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকে এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে কত হাতি গেল তল মশা বলে কত জল এর ভাবার্থ জানানোর পাশাপাশি ইংরেজি ট্রান্সলেশন যা হবে তা এখানে দিয়ে দেওয়া হল। যখন কোন বড় ধরনের মানুষ কোন কাজে ব্যর্থ হয়ে যায় তখন সাধারণত আমরা ছোটদের এই কাজে পরিচিত করি না অথবা তাদেরকে বলি না যে তোমরা এই কাজ করে সফলতা অর্জন করো।

একজন মানুষের যোগ্যতা অনুযায়ী তাকে সেই কাজের দায়িত্ব দেয়া হয়ে থাকে। একজন এম বি বি এস সি ডিগ্রী অর্জন করার শিক্ষার্থী যদি সেই বিষয়ে অকৃতকার্য হয়ে যায় তাহলে একজন নির্দিষ্ট কোন বিষয়ে অনার্স করতে থাকা ব্যক্তিকে সেই ডিগ্রী অর্জন করার কথা বলা যাবে না। আবার এমন অনেক লোক রয়েছে যারা শুধু গালগল্প করতে পছন্দ করে। তাদের হাবভাব এমন যে তারা বড় বড় হাতি তাদের কথার বুলিতে মেরে ফেলেছে।

প্রকৃতপক্ষে এধরনের লোকজন খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। কারণ সাধারণ একজন ব্যক্তির পক্ষে যে কাজ করা সম্ভব হয় না সেই কাজ একজন লোক শুধু মুখের গাল-গল্পে ফুলিয়ে-ফাঁপিয়ে সম্পন্ন করতে চাই। কিন্তু প্রত্যেকটি প্রেসার এবং প্রত্যেকটি কাজের প্রতি সেই পেশাজীবী মানুষের মেহনত থাকে। তাই আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা এই শিক্ষা নিন যে, যার যে কর্তব্য রয়েছে তাকে সেই কর্তব্য পালন করতে হবে এবং তা ভালোভাবে করতে হবে। আর এই পোষ্টের নিচে গিয়ে আপনারা কত হাতে গেল তল মশা বলে কত জল এর ইংরেজি অনুবাদ দেখে নিন।

= Fools rush in where angels fear to tread.
তাই বোকার স্বর্গে বাস না করে আমরা যদি সাধারণ জীবন যাপন করি এবং আমাদের যে কাজ সে কাজের প্রতি নিজেদের নিবেদন করতে পারি তাহলেই আমাদের জন্য সেটি ভালো হবে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*