পরিবারে যখন নতুন সদস্যের আগমন ঘটতে চলে তখন সবাই তাকে স্বাগত জানানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে । সেই নতুন সদস্যদের জন্য সবাই অনেক আশা আকাঙ্খার জন্ম দিতে থাকে। নতুন সদস্য কে কে নিয়ে তখন নানা তোড়জোড়ের আয়োজন শুরু হয়ে যায়। সবাই তার জন্য নতুন নতুন নাম খোঁজা শুরু করে দেয়। সবাই সেই ছোট্ট সোনামণির জন্য অপেক্ষায় থাকে। যখন বাচ্চাটি জন্মগ্রহণ করেন তখন সবাই যার যার পছন্দের নাম নিয়ে হাজির হয়ে যায়। পরিবারের সবাই অনেক আনন্দের মধ্যে থাকে।
সবাইছোট্ট সেই আদরের সোনামণি টির জন্য একটি অভিনব এবং আনকমন নামের খোঁজার চেষ্টায় থাকে। কিন্তু বাবা–মা চাইবে যে সে সন্তানটির নাম হবে সহজ এবং ভালো অর্থ যুক্ত। ভালো একটি নাম রাখে সে সন্তানের ভবিষ্যতের উপরেও ভালো কিছু প্রভাব ফেলে। নামের পাশাপাশি সন্তানদের ভবিষ্যত জড়িত থাকে।
আপনার সন্তানের জন্য আপনি কোন নির্দিষ্ট অক্ষর দিয়েও নাম পছন্দ করতে পারেন।অক্ষর দিয়েই তার সন্তানের নাম টি রাখা হবে। ।খ অক্ষর দিয়ে অনেক রকমের এর নাম রয়েছে কিন্তু সব নামের অর্থতো ভালো হয় না।
ম অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
শুধু একটি ভালো নাম রাখলে হয় না সে নামটির সঠিক অর্থ আছে কিনা সেটার দিকেও লক্ষ্য রাখতে হয়। অর্থ ছাড়া নাম রাখার কোনো মানেই হয় না।কারণ সবাই সমাজে বসবাস করে একটি ভালো অক্ষরের নাম রাখলে সমাজের সকলেই যে নামটি পছন্দ করবেন। প্রতিটি বাবা–মা‘ই চায় তার সন্তান কি জানো ভালো একটি অর্থের নাম রাখা যায়।সে যেন তার নামের মতোই সুন্দর একটি ভবিষ্যৎ পাই।
বাবা মায়ের কর্তব্য ছোট থেকে আদরের সন্তান থেকে ভালোভাবে লালন পালন করে বড় করা। এবং তার একটি সুন্দর ভবিষ্যত গড়ে দেয়া। আদরের সোনামণি টি যতই বড় হোক না কেন নাম দিয়ে হবে তার পরিচয়। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খ অক্ষর দিয়ে কিছু অভিনব নাম।
যেটা আপনার সন্তানের জন্য আপনি রাখতে পারেন। সন্তানের জন্য একটি নাম পছন্দ করতে পারেন ভালো অর্থসহ। যেটা হবে তার সারা জীবনের পরিচয়। বাচ্চাটিকে ভালো মানসিকতা দিয়ে বড় করার পেছনে বাবা–মায়ের অনেক ভূমিকা রয়েছে।তাকে সুষ্ঠুভাবে লালন–পালন করার দায়িত্ব বাবা–মায়ের তেমন তার একটি অর্থসহ সুন্দর নাম দেওয়ার দায়িত্ব বাবা–মায়েরই।
Leave a Reply