
এটি বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। মেয়েদের মন জয় করতে খুব বেশি কিছু লাগে না যদি কিনা আপনি সঠিক জায়গাতে সঠিক কাজ করতে পারেন। শুধুমাত্র আপনার মুখের দুটি কথা অথবা আপনার facebook ওয়ালে পোস্ট করা একটি স্ট্যাটাস একজন ভালোবাসার মানুষকে আপনার করে দিতে পারে। অনেকে যারা সারা দুনিয়া খোঁজাখুজি করেও একটি মানুষের মন জয় করতে পারেনা তাদের বলবো একটু শান্ত হন।
আরে ভাই আপনি যাকে পছন্দ করছেন সেই মানুষটি যদি সত্যিই আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকে তাহলে তাকে নিয়ে এত পারাপারি কিসের। সে তো একদিন না একদিন আপনার হবেই কিন্তু আপনাকে তার পছন্দ অনুযায়ী চলতে হবে বা তাকে খুশি করার চেষ্টা করতে হবে। দেখুন আস্তে আস্তেই সে আপনার হবে। আর যদি আপনার না হয় তাহলে ভাববেন সে কোনদিন আপনার ছিল না।
মেয়েদের কিভাবে পটাবেন
আমি কোন লাভ গুরু না এবং আমি কোন কবিরাজ বা ওঝা না যে আপনাদের এমন কিছু ট্রিক্স দেবো যেগুলো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার স্বপ্নের রানী আকাশ থেকে আপনার সামনে পড়বে। এমনকি শুধুমাত্র সিনেমা বা গল্পেই হয়ে থাকে বাস্তবে এই বিষয়গুলোর কোন ভিত্তি নেই।
বাস্তবে দুজনের প্রতি দুজনের ভালোবাসা এবং সবার শেষে ভাগ্যের নির্মম পরিহাসের উপর নির্ভর করে দুটি মন এক জায়গাতে হবে কিনা। হ্যাঁ আমরা কিছু তেই আপনাদের দিতে পারি যে উক্তিগুলো প্রায় আপনি আপনার ভালোবাসার মানুষকে শোনাতে পারেন হতে পারে সেটা এসএমএসের মাধ্যমে হতে পারে সেটা ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে।
যদি এই উক্তিগুলো আপনার ভালোবাসার মানুষের মনে দাগ ফেলতে পারে তাহলে ভাববেন আমরা সার্থক হয়েছে এবং আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে করতে পেরেছেন। তাহলে চলুন এই উক্তিগুলোর কিছু শোনা যাক।
বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ
কিন্তু তোমার দুঃখে আমায় তুমি দিও ডাক
তোমার মুখে কান্না নয় দেখতে চায় হাসি
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি।
উপরের উক্তি দ্বারা বোঝানো হয়েছে আপনি যাকে ভালবাসেন সেই মানুষের সুখের সময় আপনার অবস্থান এবং দুঃখের সময় আপনার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ। আর সেই মানুষের মুখের হাসি আপনার কাছে কতটা মূল্যবান এবং সেই জিনিসটা যদি আপনার ভালোবাসার মানুষকে বা আপনার ভালোবাসার মানুষ সঠিকভাবে বুঝতে পারে তাহলে তাকে বলার প্রয়োজন হবে না আপনি কতটা তাকে ভালোবাসেন।
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার
আমি বলব চোখের পাতা নড়বে যতবার
যদি বলো তোমায় ভালোবাসি কত
আমি বলব আকাশের তারা আছে যত
মূলত সত্যিকারের ভালোবাসা বলতে সেই মানুষকে সব সময় মনের ভেতরে পাওয়া এবং সব সময় তাকে নিয়েই ভাবা বোঝায়। হঠাৎ করে কাউকে সব সময় আপনি ভাবছেন এবং তার কথা সবসময় আপনার মনে পড়ছে তার কথা ভাবা ছাড়া অন্য কিছু আপনি ভাবতেই পারছেন না। তাহলে এটা পাগলেও বোঝে ভাই সে তাকে আপনি ভালবাসেন। আর এই উক্তিটি যখন আপনার ভালোবাসার মানুষ শুনবে তখন সে অবশ্যই বুঝবে আপনি তাকে কতটা ভালবাসেন এবং তাকে বোঝাতে হবে না যে অসীম ভালোবাসা আপনার হৃদয়ে আছে সেটা সম্পর্কে।
ভালোবাসার মানুষকে দেওয়ার মতো কবিতা
দুজনের সম্পর্ক বেশ ভালো আছে তারপরেও চেষ্টা করা হয় কিছু আলাদা করতে এবং সেই আলাদা করার মাধ্যমেই ভালোবাসা সার্থকতা। সত্যিকারের ভালোবাসা সেই স্মৃতিগুলোর মাধ্যমে বেঁচে থাকে যদি আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য আলাদা কিছু করতে পারে।
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে
আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়
আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় চিরদিনের জন্য।
একটি সকাল, একটি দুপুর
একটি বিকাল, একটি রাত
এইভাবে সারাটা জীবন যদি কেটে যেত
তোমার পাশে থেকে জীবনটা স্বপ্নের চেয়ে সুন্দর হতো।
Leave a Reply