১০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৪
১০০০ টাকার মধ্যে অনেকগুলো মোবাইল ফোন রয়েছে। আপনি যদি অল্প বাজেটের মধ্যে মোবাইল কিনতে চান তাহলে এখান থেকে দাম জেনে নিতে পারেন। কয়েকটি ভালো ব্যান্ডের মোবাইল ফোনও রয়েছে এই তালিকায়।
চলুন দেখে নেয়া যাক কোন কোন ব্র্যান্ডের এবং কি কি মডেলের বাটন ফোন পাওয়া যাবে 1000 টাকার মধ্যে।
১/ Symphony
২/ 5 Star DX10
সিম্ফোনি বাটন মোবাইল 1000 টাকার মধ্যে
- Symphony L42
- Symphony B12+
- Symphony BL97
5 Star DX10 ফোনের দামঃ
মাত্র 890 টাকা দিয়ে ফাইভস্টার ব্র্যান্ডের মোবাইল ফোনটি সংগ্রহ করতে পারবেন। এখানে রয়েছে 2.4 ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও থাকছে ১৪০০ মিলি এম্পিয়ার ব্যাটারী। এই মোবাইল ফোনটি 2020 সালে বাজারে এসেছে।
সিম্ফোনি বাটন মোবাইলের দাম
সিম্ফোনি ব্র্যান্ডের বাটনগুলো মার্কেটে রাজত্ব করেছে প্রায় ১০ বছর ধরে। নিম্নআয়ের মানুষের প্রথম পছন্দ সিম্ফোনি মোবাইল। কারণ এগুলো দামের দিক দিয়ে খুবই সাশ্রয়ী।
Symphony L42 ফোনের দামঃ আপনার বাজেট যদি এক হাজারের মধ্যে হয় তাহলে এই মোবাইল ফোনটি কিনতে পারেন। এটা কথা বলার জন্য বেস্ট মোবাইল। আপনারা জানেন সিম্ফোনি ব্র্যান্ডের মোবাইল ফোনগুলোর দামে যেমন সাশ্রয়ী তেমন ব্যাটারি পারফরমেন্সের দিক দিয়ে সেরা। ২০১৯ সালে রিলিজ হওয়া লেটেস্ট মোবাইল এটি। বর্তমান বাজার মূল্য ১০৫০ টাকা।
Symphony B12+ ফোনের দামঃ মাত্র ৮২০ টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন এই বাটন ফোনটি। ৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এই ডিভাইসটিতে। এছাড়াও রয়েছে 1.77 ইঞ্চি ডিসপ্লে। নিম্ন মানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে কোনটিতে।
Symphony BL97 ফোনের দামঃ ৯০০ টাকা দামের মধ্যে আপনি এই মডেলের একটি মোবাইল ফোন পাবেন। বর্তমানে এই মোবাইলটি বাংলাদেশের যেকোনো মোবাইলের দোকানে পাওয়া যাবে। ১৭০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারি রয়েছে মোবাইলটিতে। এছাড়াও আছে 1.77 ইঞ্চি ডিসপ্লে।
Leave a Reply