অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ। অণু ও পরমাণুর মধ্যে কি কি পার্থক্য রয়েছে? জেনে নিন অণু ও পরমাণুর মধ্যেকার পার্থক্যগুলো।
ক্লাস ৭, সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বিষয়ের এ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর

সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রায়ই একটি বিষয় ভুল করে ফেলেন। আর তা হলো কোন পরমাণুর মধ্যে পার্থক্য। অণু ও পরমাণুর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
তবে তার অর্থ বিশাল। আপনি কি অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেন? তাহলে আমরা আপনাকে স্বচ্ছ ধারণা দিব যেন কখনোই আর ভুল না হয়।
Class 7 Science Assignment Solution
আমরা চিত্রের সাহায্যে আপনাকে অন্য পরমাণুর মধ্যে পার্থক্য বুঝিয়ে দিব। নিচে থেকে প্রশ্নের উত্তরটি জেনে নিন।
সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আরো প্রশ্ন ও উত্তর পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান পাবেন এই ওয়েবসাইটে।
প্রশ্ন ১: লিথিয়াম, পানি, খাবার লবন, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়ােডাইড, লােহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ।
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ।
অণু
০১। অনু মুক্ত-স্বাধীন অবস্থায় থাকতে পারে।
০২। দুই বা ততোধিক পরমাণু অনু গঠন করা হয়।
পরমাণু
০১। পরমাণু পরমানু মুক্ত স্বাধীন অবস্থায় থাকতে পারে না।
০২। প্রোটন নিউট্রন ইলেক্ট্রন নামক মৌলিক কণিকা পরমাণু গঠন করে।
গ) উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলােকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা কর।
ঘ) উল্লেখিত পদার্থগুলাের মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কারণ বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন – ১ :
চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়?