আপনারা যারা মা দিবসের মেসেজ পেতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমাদের ওয়েবসাইটে মা দিবস উপলক্ষে এই মেসেজ প্রদান করা হয়েছে। প্রতি বছর বিশ্বব্যাপী মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়ে থাকে। তাই সেই হিসেব অনুযায়ী ২০২৪ সালের মে মাসের 8 তারিখে মা দিবস পালন করা হবে।
একজন সন্তান যদি কর্মব্যস্ততার মাঝে একজন মাকে ফোন দিতে না পারে তাহলে অবশ্যই অন্তত একটি মেসেজ যেন তাকে এই বিশেষ দিনে দিয়ে থাকে। বর্তমান সময়ে প্রত্যেক মায়ের হাতে কমবেশি মোবাইল ফোন থাকার জন্য এবং আপনার মা যদি পড়ালেখা জানে তাহলে সেই উপলক্ষে আমাদের ওয়েবসাইট থেকে মা দিবসের মেসেজ সংগ্রহ করে নিন এবং আপনি যদি দূর-দূরান্তে থাকে তাহলে তাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিন।
তাছাড়া আপনি যদি কাছে বসবাস করেন তাহলে মায়ের সঙ্গে দেখা করে মা দিবসের মেসেজ তাকে তার সামনে জানিয়ে দিন। পৃথিবীর একজন মহান দায়িত্বশীল ব্যক্তি হচ্ছেন আমাদের মাঝে নেই আমাদের জন্ম থেকে শুরু করে তাঁর জীবনাবসান অথবা সন্তানের জীবন অবসান পর্যন্ত দায়িত্ব পালন করে থাকেন।
মা দিবস ২০২৪: মা দিবসের শুভেচ্ছা, এসএমএস SMS, মেসেজ, ফেসবুক স্ট্যাটাস
মা দিবসের মেসেজ, এসএমএস SMS পিকচার ডাউনলোড ২০২৪
মা দিবসের ফেসবুক স্ট্যাটাস,পোস্ট পিকচার ডাউনলোড ২০২৪
এই মহান দায়িত্ব তিনি কোন ধরনের পারিশ্রমিক ছাড়া পালন করে আসছেন এবং সব সময় তার উদরের ধারণ করা সন্তানের প্রতি তিনি নিজের সর্বোচ্চ স্নেহ ভালবাসায় এবং আর্থিক সাহায্য প্রদান করার চেষ্টা করে থাকেন। আমরা সাধারনত দেখি যে ফেসবুকে বছরের বিভিন্ন সময়ে মা দিবসের কোন ধরনের আনাগোনা না থাকার কারণে কেউ মা সম্পর্কিত এতটা পোস্ট প্রদান করে না।
কিন্তু বছরের 364 দিন তারা যদি একইভাবে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারত তাহলে প্রত্যেকটি মা অন্তত খুশি হতে এবং তাদের মনের ভেতরে যে আনন্দ বসবাস করতো তাতে একজন মা খুব সহজে অসুস্থ হয়ে পড়তো না। বর্তমান সময়ে সংসার বিচ্ছেদের কারণে অথবা সংসার ভেঙে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে একজন সন্তান তার মায়ের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিচ্ছে অথবা অন্যান্য ভাই দের সঙ্গে হিংসা করে মাকে আর দেখাশোনা করছে না।
আপনার ভেতরের যদি এরকম ধরনের মানসিকতা থাকে তাহলে বলব যে অবশ্যই তা পরিহার করুন এবং যে ভাই আপনার মায়ের প্রতি হিংসা করছে তাকে এড়িয়ে আপনি আপনার মায়ের দায়িত্ব পালন করুন এবং আপনার মায়ের কি কি লাগবে সেদিকে খেয়াল রাখুন। প্রকৃত মা একজন সন্তানের কাছে খুব একটা দাবি করে না এবং তারা চায় তাদের সন্তান তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করুক এবং মিষ্টি হেসে কথা বলুক। লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সংসারে যারা বিবাহিত রয়েছে তারা বউয়ের আবদার পূরণ করার জন্য হাজার হাজার টাকা খরচ করলে অনেক সময় মন পাওয়া যায় না।
কিন্তু মাকে যদি 10 টাকার পান অথবা তাকে যদি খুবই স্বল্প পরিমাণে টাকার ভেতরে নির্দিষ্ট কোনো গিফট প্রদান করা যায় তাহলে সেই ব্যক্তি সকলকে বলে বেড়াবে যে তার আদরের মানিক এবং স্নেহের সন্তান তাকে এই বিষয়টি অথবা এই জিনিসটি গিফট করেছে। তাই আমাদের এই পোষ্টের মাধ্যমে আমরা যদি মা সম্পর্কে অনেক কথা বলতে চাই তাহলে একথা কখনোই শেষ হবেনা।
আপনারা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠুন এবং দৈনন্দিন জীবনে মায়ের ছোটখাটো আবদার পূরণ করুন এবং তাদের ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণ করুন। তাদের খুশির জন্য সামান্য যদি কারো কাছে ছোট হওয়ার আগে তাহলে তাই হন এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি যে দায় দায়িত্ব আপনাকে অর্পণ করা হয়েছে তা অবশ্যই ভালোভাবে পালন করুন। আর যদি দূর-দূরান্তে বসবাস করেন তাহলে অবশ্যই মা দিবসে মাকে মেসেজ জানিয়ে দিতে এই বিশেষ দিনের শুভেচ্ছা জ্ঞাপন করতে ভুলবেন না।
Leave a Reply