অল্প বিদ্যা ভয়ংকরী English Translation অল্প বিদ্যা ভয়ঙ্করী এর ইংরেজি Olpo Bidda Voyonkori

Rate this post

যারা অল্প শিক্ষায় অন্য লোকের সামনে বেশি গল্প দিতে পছন্দ করে তাদের সেই অল্প বিদ্যা সবসময়ই ভয়ংকরই হয়ে থাকে। নিজের বিদ্যার অহংকার অন্যের কাছে কখনোই একজন শিক্ষিত মানুষ প্রচার করে বেড়ায় না। একজন স্বশিক্ষিত মানুষ সবসময়ই নদীর মতোই শান্ত থাকে। তাই আমরা যারা অল্প বিদ্যা ভয়ংকরী বলে জানি এবং অল্প বিদ্যার্জনে যারা নিজেদেরকে অত্যধিক উচ্চশিক্ষিত বলে মনে করে তাদের উদ্দেশ্যে আজকে আমাদের ওয়েবসাইটে অল্প বিদ্যা ভয়ংকরী এর ইংরেজি অনুবাদ নিয়ে আসা হয়েছে এবং এই অনুবাদ আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।

বিভিন্ন ধরনের প্রবাদ প্রবচন এর ইংরেজি অনুবাদ আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো আপনারা সূচিপত্র গেলে দেখতে পারবেন। তাছাড়া আমাদের ওয়েবসাইটে সূচিপত্র যেসকল প্রবাদ প্রবচন এর ইংরেজি অনুবাদ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা কোনো কাজ কোনরকম ভাবে শিখা এসে এমনটাই গল্প দেয় যে তারা সেই কাজে এতটাই পারদর্শী যে তাদের জন্য ব্যর্থতা নামক কোন শব্দ মিলে না।

অর্থাৎ তারা পৃথিবীর এমন কোন কাজ নেই যা পারে না। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে অনুশীলন প্রয়োজন এবং সে বিষয়ে জ্ঞান রাখা প্রয়োজন। এই আপনারা যারা অল্প কিছু শিখে নিজেকে জাহির করতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখুন। কারণ আপনি যে অল্প বিদ্যায় জোরে অন্যের সামনে নিজের জ্ঞান তুলে ধরার চেষ্টা করছেন অন্যদিকে অনেক মানুষ তার চেয়ে বেশি জেনেও নিজেকে সব সময় শান্ত রাখে এবং নিজের জ্ঞান অন্যের কাছে জাহির করতে চায় না।

= A little learning is a dangerous thing.
কোন কাজে জ্ঞান অর্জন করলে সেই গান যে প্রকাশ করে বেড়াতে হবে এর কোন মানে নেই। আপনার নির্দিষ্ট কোন বিষয়ে আগ্রহ থাকতেই পারে এবং সে বিষয়ে আগ্রহ থাকার জন্য কোন কিছু শিখতে পারলে অন্যের সামনে নিজেকে জাহির করাটা বোকামীর নামান্তর। তাই অন্যের কাছে জাহির নাই বরং কাজের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরেন অন্যের কাছে এবং অন্যের উপকার এর মধ্য দিয়ে নিজের সম্মান এবং আত্মমর্যাদা ফুটিয়ে তুলুন। আপনার ভেতরে যে অল্প বিদ্যা রয়েছে সেই বৃদ্ধা অন্যের কাছে ফুটিয়ে তুলে নিজেকে ভয়ঙ্কর হিসেবে প্রমাণ করার কোন মানে হয় না। তাই আসুন নিজেদের নাম নিজেদের ভেতরেই বজায় রাখে এবং সেই জ্ঞানই যেন মানুষের উপকারে ব্যবহার করা হয় সেদিকে খেয়াল রাখি।
Write to প্রবাদ-প্রবচন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button