সাধারণ দৃষ্টিকোণ থেকে অংক কাকে বলে তা আজকের এই পোস্ট থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা অংকের সংজ্ঞা সম্পর্কে জানতে চান এবং যেকোনো ধরনের বইয়ের সমস্যা দেখে যেটাকে আপনারা অংক বলে থাকেন সেটা আসলে কি তাই এখান থেকে জেনে নিবেন। আপনাদের ভেতরে যে ধরনের ভুল রয়েছে সেগুলো আমরা প্রতিনিয়ত সঠিক তথ্য সরবরাহ করার মধ্য দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করি।
সেইজন্য আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা অংক কাকে বলে অথবা অংকের ভেতরে কি কি অংক রয়েছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অংকের সংজ্ঞা এবং অংক ও গণিতের মধ্যে পার্থক্য কি রয়েছে সেগুলো আপনারা যদি জানতে পারেন তাহলে কখনোই অংককে গণিত বলবেন না এবং গণিতকে অংক বলবেন না। আশা করছি যে এই পোস্ট আপনাদের জন্য অনেক তথ্যবহুল হতে চলেছে।
আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রশ্নের সমস্যা দেখে মনে করে থাকে এটা আসলে অংক। কিন্তু গণিতের ভাষায় আপনাকে অংকের সঠিক সংখ্যা জানতে হবে এবং অংকের সংজ্ঞা যদি না জানতে পারেন তাহলে গণিতকে অংক বলে ভুল করে থাকবেন এটাই স্বাভাবিক। দিনের পর দিন আপনি অংক করছেন এবং গণিত করছেন এবং এগুলো করার ফলে আপনার ভেতরে যদি এই সুক্ষ বিষয়ের ধারণা সঠিকভাবে না আসে তাহলে আপনি ভুলের মধ্যে নিমজ্জিত থাকবেন। আপনার উচিত হবে সঠিক তথ্য জেনে নেওয়া এবং সঠিক তথ্য জানার ক্ষেত্রে আজকে আমাদের ওয়েবসাইটের প্রদান করা এই পোষ্ট পড়া। এই পোস্ট পড়ার মাধ্যমে আপনারা অংক সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারবেন।
সাধারণত আপনারা অংক বলতে গেলে যেটা বুঝে থাকেন সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনাদের ভেতরে সঠিক ধারণা আসে। বিভিন্ন ধরনের সমস্যা দেখে আপনারা মনে করে থাকেন এটা একটি অংক এবং এই অংকের সমাধান আপনাদেরকে করতে হবে। সাধারণ গণিতের ভাষায় আপনি যখন অংক সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে চাইবেন তখন আপনাকে বলব যে গণিতে যে সকল অংক ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আপনাদেরকে সঠিকভাবে জানতে হবে। অংক অথবা ইংরেজিতে ডিজিট এই কথাটি আপনাদেরকে সঠিকভাবে বুঝে নিতে পারলেই আপনারা এ বিষয়ে ভুল ধারণা নিয়ে আর থাকতে হবে না। তাই অংক এবং গণিতের ধারণা আপনারা সঠিকভাবে জানতে এই পোস্ট শেষ পর্যন্ত পড়বেন।
যখন আমরা অংক সম্পর্কে সঠিক ধারণা অর্জন করব তখন বলব যে ইংরেজিতে এটাকে ডিজিট বলা হয়ে থাকে। ০ থেকে নয় পর্যন্ত যে ডিজিট গুলো আমরা ব্যবহার করে থাকি তার প্রত্যেকটি হল এক একটি অংক। কোন সংখ্যা তৈরি করার ক্ষেত্রে অংক ব্যবহার করা হয়ে থাকে এবং অংক যখন ব্যবহার করবেন তখন পাশাপাশি অনেকগুলো অংক বসিয়ে যত বড় খুশি তত বড় সংখ্যা তৈরি করতে পারবেন। গণিত বইয়ের বিভিন্ন সমস্যা দেখেই আপনারা সেটা অংক বলে ঠিক করবেন এবং সেটাকে অংক বলে সকলের কাছে প্রচার করবেন বিষয়টা এরকম নয়। গণিত বইয়ের ভাষায় শূন্য থেকে নয় পর্যন্ত হল প্রত্যেকটি অংক। এই অংক গুলো থেকেই বিভিন্ন সংখা বানানো হয় এবং সংখ্যা থেকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করা হয়।
আর গণিত বলতে গেলে যা বুঝে থাকেন সেটা হল যে আপনার হাতে যে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে সেটা হল গণিতের বই। সেই বইটিতে বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে আপনাদেরকে যে সমস্যার সমাধান প্রদান করতে বলা হবে সেটাই হল গণিত বইয়ের আসল বিষয়। অর্থাৎ গণিত বইয়ের ভেতরে একাধিক অংক মিলে সংখ্যা তৈরি করা হবে এবং সেই সংখ্যা থেকে সমস্যা তৈরি করে আপনাদেরকে সমাধান করতে বলা হবে। আশা করি যে এই পোষ্টের মাধ্যমে আপনারা গণিত এবং অংকের মধ্যে কি পার্থক্য রয়েছে তা বুঝতে পারলেন। তাই অঙ্কের সমাধান না বলে আমরা বলব যে গণিতের সমস্যার সমাধান আমাদেরকে সঠিকভাবে করতে হবে।
Leave a Reply