অর্জুন একটি ঔষধি গাছ। আমরা অনেকেই এই গাছটির সাথে পরিচিত রয়েছি। আমরা যারা গ্রামে বসবাস করি তাদের বাড়ির আশেপাশে আমরা এই গাছটি দেখতে পাই কারণ অর্জুন গাছ অনেক দামি একটি গাছ তাই অনেকেই এই গাছটি লাগিয়ে রাখে। এছাড়াও অর্জুন গাছ থেকে আমরা অনেক উপকার পেয়ে থাকি। ঔষধি গাছের মধ্যে অনেক সেরা গাছ হলো অর্জুন গাছ। আজকে আমরা আমাদের আর্টিকেল আলোচনা করতে আসছি অর্জুন গাছের উপকারিতা সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক অর্জুন গাছ থেকে আমরা ঠিক কি কি উপকারিতা পেয়ে থাকি সে সম্পর্কে আলোচনা করি।
অ্যাজমার ক্ষেত্রে অর্জুন গাছের ছাল অসাধারণ উপকার দেয়। আপনি যদি অর্জুন গাছের ছাল গুড়ো করে দুধে মিশিয়ে খেতে পারেন নিয়মিত তাহলে এই অ্যাজমার সমস্যা অনেক কমে যাবে।
হৃদ রোগ থেকে দূরে রাখে
আপনাদের যাদের হৃদ রোগ রয়েছে তারা চাইলে খুব সহজেই অর্জুন গাছের ছাল ব্যবহার করে আপনার রোগটি অনেকটাই কমিয়ে আনতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা জেনে নিন। অর্জুন গাছের ছাল কিন্তু হার্টের সমস্যার খুব ভালো কাজ দেয়। এটি কার্ডিয়াক মার্শাল শক্তিশালী করে। হার্টের মধ্যে রক্ত সঞ্চালন ভালো রাখে। করোনারি হার্টের রোগ হতে দেয় না। অর্জুন গাছের ছাল সারারাত জলে ভিজিয়ে পরের দিন বেটে দুধে মিশিয়ে খান। আর সেটা না পারলে ছালগুলো গুড়ো করে দুধে মিশিয়ে খেলেই হবে।
ত্বকের পরিচর্যায় অর্জুন গাছের উপকারিতা
আমরা হয়তো অনেকেই জানি না আমাদের ত্বকের জন্য এই অর্জুন গাছের ছাল কতটা উপকারী। এটি ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের কোষ মজবুত করে। অর্জুন গাছের ছাল মধুর সঙ্গে মিশিয়ে ব্রনের উপর লাগালে তা কমে যায়। আবার আপনি যদি এই ছালের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করেন তাহলে মেছতার দাগও কমে যায়। অর্জুন গাছের ছাল ফেসপ্যাক হিসেবে অনেকে নিয়মিত ব্যবহার করে থাকেন।
ক্ষত হলে ব্যবহার করা যায় অর্জুন গাছ
অনেক সময় আমাদের খোঁজ পাছড়া হয়ে থাকে আর কিছুতে এগুলি সহজে কমতে চায় না ঠিক তখন অর্জুন গাছের ছাল ব্যবহার করতে হবে আমাদেরকে। অর্জুন গাছের ছাল রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর এই পানি দিয়ে পরের দিন জায়গাটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর অর্জুন গাছের ছালের গুঁড়ো পানিতে মিশিয়ে পেস্ট বানিয়ে ওই জায়গায় লাগিয়ে রাখতে হবে 15 মিনিটের মত ।তারপর ধুয়ে রাখতে হবে এতে করে আপনার ক্ষত জায়গাটি সেরে যাবে।
হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে অর্জুনের ছাল
আমাদের বাঙ্গালীদের প্রধান সমস্যা কিন্তু হজম ক্ষমতা। আর এই হজমের সমস্যা থেকে গ্যাস অম্বল আরো কত কি হয়ে থাকে। কিন্তু অনেক ওষুধ খেয়েও এই সমস্যা কিছুতেই যেন কমেনা। এবার অর্জুন গাছের ছালে বিশ্বাস রেখে দেখুন। রোজ রাতে শুতে যাওয়ার আগে হালকা গরম জলে অর্জুন গাছের ছাল গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন। এটি রোজ রাতে নিয়ম করে খেতে হবে। এতে করে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হজম ক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে।
মাড়ির সমস্যায় অর্জুন
মাড়ি থেকে রক্ত পড়া খুব সাধারন একটি সমস্যা। অনেক সময়ে মারি ফুলে যায় লাল হয়ে যায় আর তখন খুব ব্যথা করে। অর্জুন গাছের ছালে আছে ক্যানিন। তাই এই ছাল মাড়ির সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেবে অর্জুন গাছের ছাল গুড়ো করে মাজনের মত ব্যবহার করুন তাহলে আপনি উপকার পাবেন।
বুক ধরফর করলে অর্জুনের উপকারিতা
অনেক সময়ই আমাদের বুক ধড়ফর করে। দূর থেকে হেঁটে আসলে বা খুব চিন্তায় পড়ে গেলে আমাদের বুক ধরফর করতে শুরু করে। এছাড়াও চোখের সামনে আশ্চর্যজনক কিছু দেখলেও সাথে সাথে যেন বুকের মধ্যে ধরফর করতে শুরু করে। সেই সময়েও আমাদের সাহায্য করতে পারে অর্জুনের ছাল। ছাল শুকিয়ে নিয়ে দুধের সঙ্গে মিশে রোজ বিকেলে খেতে হবে তবে একটু ঠান্ডা করে খেতে হবে এতে এই বুক ধরফর সমস্যাটি কমে যাবে।
Leave a Reply