আপনারা যারা বাংলা ব্যাকরণ এর ভাব-সম্প্রসারণ নিয়ে জানতে চান তারা আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন রকমের ভাব সম্প্রসারণ দেখতে পারেন। আমরা এখানে বিশেষ করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষায় উপযোগী ভাব সম্প্রসারণ গুলো তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু বাংলা ব্যাকরণ এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হল ভাব সম্প্রসারণ। আমরা এই ওয়েবসাইটে চেষ্টা করেছি প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের ভাব-সম্প্রসারণ তুলে ধরার।
শ্রেণি শিক্ষার পাশাপাশি অনলাইনের মাধ্যমে বর্তমানে শিক্ষার্থীবৃন্দ অতি সহজেই তাদের কাঙ্ক্ষিত শিক্ষণীয় বিষয় গুলো পেয়ে থাকেন। আপনারা যদি বিভিন্ন রকমের ভাব-সম্প্রসারণ ডাউনলোড করতে অথবা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট করুন। এখানে পরীক্ষায় আসার মত প্রায় সবগুলো ভাব-সম্প্রসারণ ই তুলে ধরা হয়েছে।
আজকে আমরা যে ভাব সম্প্রসারণ কে নিয়ে আলোচনা করব সেটি হল:
ভাব সম্প্রসারণ: “অসির চেয়ে মসি বড়” বা “অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান”।
মূলভাব: অসি দ্বারা মানুষকে ধ্বংস করা যায় কিন্তু মসি দ্বারা মানুষকে ধ্বংস করা যায় না। মসি দ্বারা মানুষের বিবেক জাগ্রত করা যায়। জগতকে সব অন্ধকার থেকে দূর করে আলোয় উদ্ভাসিত করা যায়। শারীরিক শক্তি বা বলপ্রয়োগে এই পৃথিবীতে জয় করার জন্য স্রষ্টা মানুষকে সৃষ্টি করেননি, বরং সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বজায় রেখে পৃথিবিকে জয় করার জন্য জ্ঞান- বুদ্ধি দিয়েছেন।
সম্প্রসারিত ভাব: অসি অর্থ তলোয়ার। মসি অর্থ কলমের কালি। অসি অর্থাৎ তলোয়ার দ্বারা মানুষকে কতল করা যায় কিন্তু মসি দ্বারা শারীরিকভাবে কতল করা যায় না। তাই দৃশ্যত মনে হতে পারে অসি মসি অপেক্ষা বড়। তলোয়ার তথা অসি যতদিন ধারালো থাকবে ততদিন কতল করতে পারবে কিন্তু ধারালো তা কমে গেলে আর পারবেনা। অসি বাহু শক্তি নির্ভরশীল, বাহুর বলে সে বলীয়ান। বাহুর ক্ষমতা বা শক্তি শেষ হয়ে গেলে অসির ক্ষমতাও শেষ হয়ে যায়। কিন্তু মসি জ্ঞাননির্ভর। জ্ঞান কখনো শেষ হয় না। উপরন্তু জ্ঞান চর্চা করলে তা দিন দিন বৃদ্ধি পায়।
মসি বা লেখনীরুপী অস্ত্রের মাধ্যমে অনেক মনীষী তাদের জ্ঞানগর্ভ দর্শন,বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, রাজনীতি প্রভৃতি বিষয়ে বিশ্ব মানবতার কল্যাণে তাদের চিন্তাধারা লিপিবদ্ধ করে গেছেন । তারা মানব সভ্যতার ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। তাদের অবদানের কথা মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। কাজেই অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান।
মসি দ্বারা জগতের সভ্যতার বিকাশ মান হয়, সংরক্ষিত হয় ইতিহাস, সংস্কৃতি এবং প্রকাশিত হয় মানুষের চিন্তা চেতনার সৃজনশীলতা। অসি এসব কিছুই পারে না। অসি যা পারে তা মানবকল্যাণের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে না। অসি শুধু ধ্বংস করতে পারে। অসির এই ধ্বংসাত্মক মূলক কাজ মানবকল্যাণে বিভিন্ন বাধার সম্মুখীন করে। যা স্বাভাবিক মানবকল্যাণ কে ব্যাহত করে।
অপরপক্ষে মসি আত্মজাগরণ কে ব্যাপ্ত করে বিশাল মানব সমাজে ছড়িয়ে দেয় সভ্যতার আলো ও ন্যায়ের বারতা। তাই অসির চেয়ে মসি যে শক্তিমান তা বারবার প্রমাণিত হয়েছে পৃথিবীর বুকে।
মন্তব্য: অসির চেয়ে মসি অত্যন্ত কল্যাণময় কেননা মসি মানব কল্যাণে নিয়োজিত। পার্থিব জীবনে যা কিছু শক্তি বা বল দিয়ে জয় করা যায় না তা জ্ঞানবুদ্ধি দিয়ে খুব সহজেই জয় করা যায়। তাই বলা হয় অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান।
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে ভাব সম্প্রসারণ কী নিয়ে আলোচনা করলাম তা অবশ্যই আপনাদের বোধগম্য হবে। আমরা এখানে প্রতিটা ভাব-সম্প্রসারণ চেষ্টা করছি সুন্দর সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপনা করার। আপনারা আমাদের এই ওয়েবসাইটে আপনাদের প্রয়োজনীয় ভাব-সম্প্রসারণ টা লিখে সার্চ দিলেই আপনারা খুব অল্পসময়ের মধ্যেই তা পেয়ে যাবেন।
বর্তমান বিশ্ব আজ ডিজিটাল যুগে পদার্পণ করেছে। বাংলাদেশ এ থেকে পিছিয়ে নেই। সবকিছুই এখন ডিজিটাল সিস্টেমে চলছে। পড়াশোনাও এর ব্যতিক্রম নয়। তাই আমরা অনলাইনে আমাদের এই ওয়েবসাইটে চেষ্টা করেছি শিক্ষামূলক বিভিন্ন তথ্য গুলো সুন্দর ভাবে উপস্থাপনা করার। আপনারা বেশি বেশি করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। কোন মূল্যবান মতামত থাকে তা অবশ্যই আমাদের ওয়েবসাইটে জানাবেন। আপনাদের প্রত্যেকটি মতামত আমাদের কাছে অমূল্য। আজ এ পর্যন্তই আগামীতে অন্য একটি ভাব সম্প্রসারণ নিয়ে আপনাদের সামনে হাজির হব।
Leave a Reply