জীবনে বেঁচে থাকতে হলে ভালো-মন্দ এ দুইটি জিনিস একসাথে মিলে বেঁচে থাকতে হয়। প্রত্যেকটি মানুষের জীবনে যেরকম ভালো কিছু রয়েছে ঠিক সেরকমই রয়েছে খারাপ কিছু। এ পৃথিবীতে আমরা সবাই মানুষ কিন্তু আমরা কেউই এখন ভালোভাবে সুস্থ থাকতে পারিনা সবারই প্রায় কিছু না কিছু রোগ থেকে যায়।
তবে এসব রোগের জন্য প্রয়োজন পড়ে ডাক্তার এবং ডাক্তারের মাধ্যমে আমরা রোগ ভালো হওয়ার জন্য বিভিন্ন রকমের ওষুধ সেবন করে থাকি। তবে আমরা অনেকেই জানিনা যে আমাদের আশেপাশে থাকা গাছ-গাছালের মূল শাখা কাণ্ড দিয়ে সেই ওষুধগুলো তৈরি করা যায়। হ্যা বন্ধুরা আমরা আজকে নিয়ে এসেছি ওষুধে গাছের নাম ও উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে।
গাছ আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশের নাম। তবে কোন গাছ দিয়ে আসলে কোন রোগ সেরে যায় সেটা আমরা ভালোভাবে জানি না। আজকে আমরা সেই ঔষধি গাছের নাম গুলো এবং কোন গাছের কোন উপকারিতা সেই সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব। আপনারা যারা যানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন।
বিভিন্ন ধরনের গাছ রয়েছে যে গাছগুলো আমাদের নানা ধরনের রোগ থেকে উদ্ধার করতে ভূমিকা পালন করে কিন্তু আমরা কয়জন সেই সকল ঔষধি গাছ এর সাথে পরিচিত রয়েছি? তাই আপনাদের সুবিধার্থে আজ কিছু ঔষধি গাছের নামের তালিকা তুলে ধরব আপনাদের সামনে। তো চলুন সেই গাছগুলোর সম্পর্কে জেনে নেওয়া যায়
শতমূলীর উপকারিতা
আমরা হয়তো অনেকেই শতমূলী গাছের নাম শুনেছি। নানান ধরনের উপকারী গুণসম্পন্ন শতমূলের রয়েছে ঔষধি গুণ। এটা মূলত এক ধরনের শিকড়। তবে এর ভূমিকা অনেক।
বন্ধ্যাত্ব নিরাময়ের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই শতমূলী গাছ। এছাড়াও শক্তিবর্ধক হিসেবে শতমূলী ব্যবহার করা হয়ে থাকে যুগ যুগ ধরে। উচ্চ রক্তপাত নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে এই শতমূলী।
থানকুনির উপকারিতা
থানকুনি শব্দটির সাথে আমরা প্রায় সবাই সম্পৃক্ত। কারণ থানকুনি পাতা আমাদের বাড়ির আশেপাশে আমরা সচারাচর দেখতে পাই এছাড়াও এই পাতা একটি জনপ্রিয় খাবার হিসেবে আমরা খেয়ে থাকি। থানকুনি পাতা একটি খাবার উপাদান হলেও এটি ঔষধে কোন সম্পূর্ণ একটি উদ্ভিদ। থানকুনি পাতা থেকে আমরা বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা পেতে পারি।
পেটের নানা সমস্যা প্রতিরোধে, বেশ কার্যকরী এই থানকুনি পাতা। এছাড়াও হজম শক্তি বৃদ্ধিতে বেশ কার্যকর একটি পাতা হচ্ছে থানকুনি। কর্ম ক্ষমতা বৃদ্ধি করতে বেশ কার্যকরী এই পাতাটি। চুল পড়া কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ ভূমিকা পালন করে এই ঔষধ। বিভিন্ন ধরনের ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় এই ওষুধটি।
দূর্বা ঘাস এর উপকারিতা
বাড়ির আশেপাশে উঠানে কিংবা খেলার মাঠে বা স্কুল মাঠে তাকালেই আমরা দেখতে পাই এই দুর্বা ঘাস। এ ঘাসটি পশু পাখির যেমন পছন্দের একটি খাবার ঠিক তেমনি মানুষেরও এক ধরনের ঔষধি গাছ। সে প্রাচীন কাল থেকে কোথাও হাত পা কেটে গেলে দুর্বা ঘাস ব্যবহার করা হয়ে থাকে।
রক্ত ক্ষরণ প্রতিরোধে বেশ কার্যকরী হলো এই দুর্বা ঘাস। এছাড়াও চর্মরোগ প্রতিরোধে অত্যন্ত ভূমিকা পালন করে থাকে এই দুর্বাঘাস। এন্টি অক্সিডেন্ট সম্পূর্ণ এই ঘাস রূপচর্চার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে।
লজ্জাবতী
লজ্জাবতী গাছটিকে আমরা প্রায় সকলেই চিনে থাকি। এর বিশেষ একটি গুণ হল এই গাছটিকে ছোঁয়া মাত্রই লজ্জা পেয়ে পাতাগুলো কোথায় যেন লুকিয়ে পড়ে। তাই এ গাছটিকে দেখলে সবারই কৌতুহল হয়ে ওঠে গাছটিকে ছোঁয়ার জন্য। এক ধরনের ছোট পাতার কাঁটাওয়ালা কাজ যার ভিতর সাদা কিংবা গোলাপি ফুল হয় তাকে আমরা লজ্জাবতী হিসেবে চিনে থাকি। তবে এই ফুল শুধুমাত্র জংলি ফুল হিসেবে খ্যাত তা কিন্তু নয় এই গাছে রয়েছে নানা ধরনের ঔষধি গুনাগুন।
ডায়রিয়া রোগ উপস আমি বেশ কার্যকর হলো এই উদ্ভিদ। হাত পায়ের ব্যথায় এই গাছ বেশ কার্যকর। আমাশয় কিংবা হাত পায়ের জ্বালা ভাব প্রতিরোধে ভূমিকা পালন করে এই গাছ।
Leave a Reply