প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু প্রিয় মানুস থাকে। আর সেই প্রিয় মানুষগুরোর জন্য মানুষ অনেক কিছু করতে পারে৷ প্রিয় মানুষকে ভালো রাখার জন্য, প্রিয় মানুষকে খুশি করার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে। একজন মানুষের জীবনে সবচেযে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার প্রিয় মানুষ। হতে পারে সেই প্রিয় মানুষটি তার মা। অথবা হতে পারে বাবা৷ হতে পারে আদরের ছোাট্ট ভাই কিংবা বোনটি। আবার প্রিয় মানুষ হতে পারে নিজের অতি আপনজন প্রিয়তম বা প্রিয়তমা। আবার প্রিয় মানুষ হতে পারে শ্রদ্ধেয় কোন শিক্ষক বা শিক্ষিকা। প্রিয় মানুষটি যেই হোক না কেন তাকে ভালো রাখার জন্য, তাকে খুশি করার জন্য মানুষ কত কিছুই না করে।
মাঝে মাঝে প্রিয় মানুষের মন ভালো করার জন্য তাকে বিভিন্নরকম উপহার দেওয়া হয়৷ তার পছন্দের উপহারগুলো সাধারণত দেওয়া হয়। যেমন হতে পারে তার পছন্দের বই, তার পছন্দের শাড়ি, গহনা বা পান্ঞ্জাবী ইত্যাদি৷ এসব উপহার দেওয়ার অন্যতম কারণ তাকে খুশি রাখা৷ আবার দেখা যায় অনেকে অনেক সময় তার প্রিয় মানুষটিকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পছন্দের বিভিন্ন রকম খাবার কিনে দেয় যেন সে খুশি হয়। আবার তার পছন্দের কাজগুলো করার মাধ্যমে তাকে খুশি রাখার চেষরটা করে।
আবার প্রিয় মানুষটি যদি পাশে থাকে তাহলে যেকোন কঠিন কাজও অতি সহজেই করা যায়। যেকোন কষ্টে কাজ করতেও খুব বেশি কষ্ট হয় না। আবার প্রিয় মানুষটি যদি বিপদে-আপদে পাশে থাকে, তাহলে সেই বিপদগুলো খুব সহজেই কাটিয়ে উঠা সম্ভব হয়। যে কোন সময় প্রিয় মানুষটির ভরসার হাত যে কোন কিছু করতে কার্যকর ভূমিকা পালন করে। প্রিয় মানুষটার সামান্য কিছু কথাও অনেক বেশি অনুপ্রেরণামূলক কাজ করে।
তাই পছন্দের মানুসের সাথে সব সময় ভালো ব্যবহার করা দরকার। তা না হলে তার সাথে সম্পর্কের ফাটল ধরতে পারে। পছন্দের মানুষটির কাছে অপছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠতে দেরি লাগবে না যদি তার সাথে খারাপ ব্যবহার করা হয়। মাঝে মাঝে প্রিয় মানুষটির খোঁজ – খবর নেওয়া উচিত। বিপদে – আপদে তার পাশে থাকা উচিত। তাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে৷ তাহলে সেও আপনাকে পছন্দ করবে, সম্মান করবে।
কিন্তু প্রিয় মানুষটির সাথে কি ধরণের আচরণ করা উচিত, কি বলা উচিত এগুলো অনেকেই ভেবে পাই না৷ খুবই ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমেও প্রিয় মানুসের মন ভালো করা যায়। যেমন তাকে মাঝে মাঝে মেসেজ দেওয়া যেতে পারে, নানা রকম ব্যস্ততার জন্য অনেকেই প্রিয় মানুষটিকে যথেষ্ট পরিমান সময় দিতে পারে না। তারা মাঝে মাঝে পছন্দের মানুষটিকে, প্রিয় মানুষটিকে কল করে তার খোঁজ – খবর নিতে পারে৷ বিভিন্নরকম বিপদময় পরিস্থিতিতে ভরসার হাত বাড়িয়ে দিতে পারে৷ এসকল ছোট ছোট কাজগুলো করলে খুব সহজেই প্রিয় মানুষটি খুশি হযে যাবে।
আর এভাবে আস্তে আস্তে সেও আপনাকে পছন্দ করতে শুরু করবে৷ আর সবচেযে যেটা বেশি প্রয়োজন সেটা হলো বিশ্বাস। প্রিয় মানুষটিকে যেকোন ভাবে বিশ্বাস করাতে হবে যে আপনি তাকে কতটা পছন্দ করে, সম্মান করেন, আর কতটা ভালোবাসেন। একবার তার বিশ্বাস অর্জন করতে পারলে সেও নিশ্চিত আপনাকে পছন্দ করবে, সম্মান করবে আর ভালোবাসবে। আপনি যদি তাকে যত্ন করেন, বিভিন্নবাবে উপকার করেন, ভালো ব্যবহার করেন, তাহলে সেও আপনার যত্ন নিবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি উপকার করতে নাও পারে, অন্তত আপনার ক্ষতি করবে না।
তাই প্রিয় মানুষটি যেহেতু মনের একটা বিশাল জায়গা জুড়ে অবস্থান করে, তাই তার যত্ন নেওয়া দরকার। আর ভালো ব্যবহার করা দরকার। আজকের পোস্টটি মূলত প্রিয় মানুষকে নিয়ে বিভিন্ন কথায় সাজানো হয়েছে। এই কাজগুলো করার মাধ্যমে আপনার প্রিয় মানুষের প্রিয় ব্যক্তির তালিকায় আপনার নামটিও লিখাতে পারবেন বলে আশা করি।
Leave a Reply